CLASS 7 MODEL ACTIVITY TASK PORIBESH O BIGGAN NEW PART 6 SEPTEMBER-2021(NEW) //মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেনী PORIBESH O BIGGAN// পরিবেশ ও বিজ্ঞান নতুন সেপ্টেম্বর মাসের পার্ট -৬

CLASS 7 MODEL ACTIVITY TASK PORIBESH O BIGGAN NEW PART 6 SEPTEMBER-2021(NEW) //মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেনী PORIBESH O BIGGAN//  পরিবেশ ও বিজ্ঞান নতুন সেপ্টেম্বর মাসের  পার্ট -৬

CLASS 7 MODEL ACTIVITY TASK PORIBESH O BIGGAN NEW PART 6

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো −

(ক) দেয়াল  (খ) কাগজ  (গ) কাপড়  (ঘ) আয়না 

উ:- (ঘ) আয়না

১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো −

(ক) সূর্য  (খ) বায়ুপ্রবাহ  (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস 

উ:- (গ) জীবাশ্ম জ্বালানি

১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো −

(ক) আলু  (খ) কচুরিপানা  (গ) বেল  (ঘ) কুমড়ো 

উ:-  (খ) কচুরিপানা

২. ঠিক বাক্যের পাশে '' আর ভুল বাক্যের পাশে '' চিহ্ন দাও :

২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয় ।

উ:-      

ব্যাখ্যা : চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য × 0.86

উপরের এই সম্পর্ক থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে কম হবে ।

২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে ।

উ:-         

সঠিক উত্তর : কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্ব বা নোড বলে ।

২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ ।

উ:-        

সঠিক উত্তর : তেঁতুল পাতা হলো যৌগিক পত্রের উদাহরণ ।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?

উ:-  চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত ।

৩.২ উদ্ভিদের মুলের প্রধান কাজ কী কী ?

উ:-  উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হলো-

1. উদ্ভিদের মূল উদ্ভিদকে মাটির সঙ্গে শক্তভাবে আবদ্ধ করে রাখে

2. উদ্ভিদের মূল মাটি থেকে জল ও প্রয়োজনীয় খনিজ লবণ শোষণে সাহায্য করে ।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও

৪.১ সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো ।

উ:-  সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে ।

কারণ, সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে তা অসংখ্য ছোটো ছোটো ছিদ্রের সমষ্টিরূপে কাজ করে। ফলে প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি পৃথক পৃথক প্রতিকৃতি তৈরি করে। এর ফলে সমস্ত প্রতিকৃতি গুলি মিশে গিয়ে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরী করে ।

৪.২ সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো ।

উ:- নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে সমুদ্রের মাছ ঘন মূত্র ত্যাগ করে । ফলে তাদের দেহ থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায় । সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে ।

 নিচে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলোর লিংক দেওয়া রয়েছে তোমরা গিয়ে লিখে নিতে পারো? (বিশেষ দ্রষ্টব্যঃ- ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের Part- 6 ও Part-7 এর লিংক দেওয়া আছে)  


ALL CLASS ALL SUBJECT PART 7 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 7

CLICK HERE

পার্ট 7 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর

 

 

ALL CLASS ALL SUBJECT PART 6 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 6

CLICK HERE

পার্ট 6 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর





Class 7 এর আরও অন্যান্য বিষয়গুলির লিঙ্ক নীচে দেওয়া হল...

Class 7 Model Activity Task

September Part-6

নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে

বাংলা

অংক

ইংরেজী

পরিবেশ ও বিজ্ঞান

স্বাস্থ্য ও শরীর শিক্ষা

ইতিহাস

ভূগোল

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url