ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় শব্দদূষণ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
ষষ্ঠ শ্রেণী
নবম
অধ্যায়
শব্দদূষণ
ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় শব্দদূষণ |
দু-এককথায় উত্তর দাও :-
1. শব্দের তীব্রতা মাপার এককের নাম কী?
উত্তর: ডেসিবেল (db) ।
2. কত ডেসিবেলের বেশি জোরেন শব্দে মানুষ অসুস্থ বোধ করে ?
উত্তর: 65 ডেসিবেল।
3. শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী ?
উত্তর: ডেসিবেল মিটার।
4. স্কুল, হাসপাতালের সামনে কীসের বোর্ড লাগানো থাকে ?
উত্তর: সাইলেন্সবোর্ড।
5. উচ্চস্বরে গানবাজানোর শব্দের তীব্রতা কত ?
উত্তর: 90 ডেসিবেল।
6. 130 ডেসিবেল তীব্রতা কার মধ্যে লক্ষ করা যায় ?
উত্তর: সাইরেন-এর।
7. 300 মিটার দূরের জেটপ্লেনে শব্দের তীব্রতা কত ?
উত্তর: 100 ডেসিবেল।
৪. শহরে শব্দদূষণের প্রধান উৎস কী ?
উত্তর: যানবাহন।
9. শব্দরোধ করার জন্য দেয়ালে কী ব্যবহার করা হয়।
উত্তর: সাইলেন্সার।
10. শব্দের আওয়াজ থেকে বাঁচার জন্য কানে কী ব্যবহার করা হয় ?
উত্তর: ইয়ারপ্লাগ ।
11. সাধারণ কথাবার্তার ক্ষেত্রে শব্দের তীব্রতা কত ?
উত্তর: 65 ডেসিবেল।
12. লাউডস্পিকারের শব্দের তীব্রতা কত ?
উত্তর: 80 ডেসিবেল।