ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় বায়ুদূষণ

0

 

ষষ্ঠ শ্রেণী

অষ্টম অধ্যায়

বায়ুদূষণ

ষষ্ঠ শ্রেণী  অষ্টম অধ্যায়  বায়ুদূষণ


 

দু-এককথায় উত্তর দাও :-

1. আমাদের শ্বাস নিতে কোন গ্যাস সাহায্য করে ?

উত্তর: অক্সিজেন।

 

2. একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো।

উত্তর: কার্বন মনোক্সাইড।

 

3. আমাদের দেশের পাঁচটা বড়ো শহর থেকে কত ধোঁয়া বাতাসে মেশে ?

উত্তর: প্রায় 10 লক্ষ।

 

4. ঘরের দেয়ালে রং-এর গন্ধে কী রোগ হয় ?

উত্তর: মাথা ঝিমঝিম করে।

 

5. ধূমপানের ফলে কী রোগ হয় ?

উত্তর: ক্যানসার।

 

6. কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল ?

উত্তর: জাপানের ফুকুসিমায়।

 

7. হাঁচির সময় আমাদের কী করা উচিত ?

উত্তর: মুখে রুমাল দেওয়া উচিত।

 

. যেসব জৈব অজৈব উপাদান বাতাসকে দূষিত করে, তাদের এককথায় কী বলে ?

উত্তর: বায়ুদূষক।

 

9. ওজনস্তর ধ্বংস করে কোন গ্যাস ?

উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন।

 

10. একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

 

11. Earth Hour কবে চালু হয়?

উত্তর: 2007 খ্রিস্টাব্দের 31 মার্চ।

 

12. Earth Hour প্রথম কোথায় পালিত হয় ?

উত্তর: অস্ট্রেলিয়ার সিডনিতে।

 

13. কোন গ্যাসের ফলে অ্যাসিড বৃষ্টি হয় ?

উত্তর: সালফার ডাইঅক্সাইড।

 

14. অ্যাসিডবৃষ্টি কাকে বলে ? 

উত্তর: যানবাহন, কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠেপতিত হলে, তাকে অ্যাসিড বৃষ্টি বলে।

 

15. বিশ্ব উয়ায়নে দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি ?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

 

16. ওজোন গহ্বর প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?

উত্তর: অ্যান্টার্কটিকাতে।

 

17. ওজোন গ্যাসের ঘনত্ব কোন্ এককে মাপা হয় ?

উত্তর: ডবসন।

 

18. বিশ্ব উয়ায়ন কমাতে -টি দেশের মানুষ 1 ঘণ্টার জন্য আলো বন্ধ করে রাখে ?

উত্তর: 85টি।

 

19. জীবাশ্ম জ্বালানির দহনে বায়ুমণ্ডলে কোন্ গ্যাস বৃদ্ধি পায় ?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

 

20. পারমাণবিক বিস্ফোরণ থেকে কোন গ্যাস নির্গত হয় ?

উত্তর: নাইট্রোজেন অক্সাইড।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top