ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু

0

 

ষষ্ঠ শ্রেণী

সপ্তম অধ্যায়

আবহাওয়া জলবায়ু

ষষ্ঠ শ্রেণী  সপ্তম অধ্যায়  আবহাওয়া ও জলবায়ু


 

দু-এককথায় উত্তর দাও :-

1. ভারতবর্ষের জলবায়ু কী প্রকৃতির ?

উত্তর: ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।

 

2. শীতকাল কত মাস স্থায়ী থাকে ?

উত্তর: তিনমাস।

 

3. কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কী বলে ?

উত্তর: জলবায়ু ।

 

4. সূর্য থেকে আসা আলো তাপকে কী বলা হয় ?

উত্তর: আগত সৌর বিকিরণ

 

5. 49%-এর মধ্যে 35% উত্তাপ মেঘের গায়ে ধাক্কা লেগে মহাশূন্যে ফিরে যায়, একে কী বলে?

উত্তর: অ্যালবেডো।

 

6. আবহাওয়া জলবায়ুর দুটি গুরুত্বপূর্ণ উপাদান কী কী ?

উত্তর: বার উষ্ণতা বায়ুর চাপ।

 

7. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত ?

উত্তর: 35%

 

. বায়ুর উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার কত ?

: প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4° সেন্টিগ্রেড।

 

9. সূর্যরশ্মির কতটা পৃথিবীতে এসে পৌছোয় ?

উত্তর: 200 কোটি ভাগের 1 ভাগ।

 

10. পৃথিবীর তাপ আলোর উৎস কী?

উত্তর: সূর্যালোক।

 

11. বায়ুপ্রবাহের অনুভূমিক স্থানান্তরকে কী বলে?

উত্তর: এডভেকেশন

 

12. কোনো জায়গার একটি দিনের সবচেয়ে বেশি সবচেয়ে কম উন্নতার বিয়োগফলকে কী বলে?

উত্তর: দৈনিক উষ্ণতার প্রসর।

 

13. বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলের একান্ত অপরিহার্য উপাদানটি কী ?

: জলীয় বাষ্প।

 

14. বায়ুমণ্ডলের উন্নতা পরিমাপক যন্ত্রটির নাম কী ?

উত্তর: তাপমান যন্ত্র বা থার্মোমিটার।

 

15. জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা মাপা হয় ?

উত্তর: ফারেনহাইট স্কেলে।

 

16. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফে জল ফুটে বাষ্পে পরিণত হয় ?

উত্তর: 0° সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফে 100° সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়।

 

17. বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?

উত্তর: হাইগ্রোমিটার

 

18. বায়ুর চাপ মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?

উত্তর: ফোর্টিন ব্যারোমিটার-এর।

 

19. গ্রীষ্মকালে কোনদিক থেকে বায়ু প্রবাহিত হয় ?

উত্তর: দক্ষিণ দিক থেকে।

 

20. বায়ুর নাম কী অনুসারে দেওয়া হয় ?

উত্তর: বায়ুপ্রবাহের দিক অনুসারে।

 

21. বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় ?

উত্তর: উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে।

 

22. বায়ুপ্রবাহের দিকনির্ণায়ক যন্ত্র কোনটি ?

উত্তর: বাতপতাকা।

 

23. কোন যন্ত্রের সাহায্যেবায়ুর গতিবেগ নির্ণয় করা  যায় ?

উত্তর: অ্যানিমোমিটার।

 

24. আংশিক মেঘলা আকাশ কত শতাংশ মেঘাচ্ছন্নতাকে বোঝায় ?

উত্তর: 25 শতাংশ।

 

25. পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী বায়ু কোনটি ?

উত্তর: টর্নেডো।

 

26. বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়িগুড়ি বৃষ্টিকে একত্রে কী বলে ?

উত্তর: অধঃক্ষেপণ ।

 

27. বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কী ?

উত্তর: রেনগেজ।

 

28. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর: কলকাতার আলিপুরে।

 

29. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ?

 

উত্তর: 66 1/2°

 

30. পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে কী বলে ?

উত্তর: সমোয়রেখা।

 

31. পৃথিবীকে -টি তাপমণ্ডলে ভাগ করা হয় ?

উত্তর: তিনটি।

 

32. কোন অঞ্চলে বায়ু সবচেয়ে বেশি আর্দ্র থাকে ?

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।

 

33. সমুদ্র থেকে দূরে মহাদেশীয় জলবায়ু কী প্রকৃতির ?

উত্তর: চরমভাবাপন্ন।

 

34. উয়ুমণ্ডলের অন্তর্গত একটি দেশের নাম লেখো।

উত্তর: ব্রাজিল।

 

35. পিগমি কোন্ তাপমণ্ডলের অন্তর্গত আদিবাসী ?

উত্তর: উয়ুমণ্ডলের।

 

36. নাতিশীতোয়মণ্ডলের অন্তর্গত একটি আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখো।

উত্তর: কিরঘিজ।

 

37. ইংল্যান্ড কোন্ তাপমণ্ডলের মধ্যে অবস্থিত ?

উত্তর: নাতিশীতোষ্ণুমণ্ডল।

 

38. মেরু-ভাল্লুক কোন্ তাপমণ্ডলে লক্ষ করা যায় ?

উত্তর: হিমমণ্ডল-এ।

 

39. রাজস্থানে দিনেরবেলা তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছোয় ?

উত্তর: 48° সেন্টিগ্রেডে।

 

40. লাডাকের লেহ-এর শীতকালীন উয়তা কত ?

উত্তর: – 40° সেন্টিগ্রেড।

 

41. কোন্ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উত্তর: কিউমুলোনিম্বাস।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top