ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ

1

 

ষষ্ঠ শ্রেণী

ষষ্ঠ অধ্যায়

বরফে ঢাকা মহাদেশ

ষষ্ঠ শ্রেণী  ষষ্ঠ অধ্যায়  বরফে ঢাকা মহাদেশ


 

দু-এককথায় উত্তর দাও :-

1. কত বছর আগে জানা যায় পৃথিবীর দক্ষিণমেরুতে বা কুমেরুতে বরফ রয়েছে ?

উত্তর: প্রায় 200 বছর আগে।

 

2. অ্যান্টার্কটিকা শব্দের অর্থ কী ?

উত্তর: উত্তরের বিপরীত।

 

3. অ্যান্টার্কটিকার অবস্থান কোথায় ?

উত্তর: 60° দক্ষিণ অক্ষরেখায়।

 

4. অ্যান্টার্কটিকাকে ঘিরে রয়েছে কোন্ মহাসাগর ?

উত্তর: কুমেরু মহাসাগর।

 

5. অ্যান্টার্কটিকাকেশ্বেত মহাদেশবলা হয় কেন ?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় 98 শতাংশ ভূমি বরফাবৃত হওয়ায় (2-4 কিমি গভীর বরফ) একেশ্বেত মহাদেশবলা হয়।

 

6. অ্যান্টার্কটিকা মহাদেশের অতীত নাম কী ছিল ?

উত্তর: টেরা অস্ট্রালিস ইগনিকা। |

 

7. অ্যান্টার্কটিকা মহাদেশের অপর নাম কী ?

উত্তর: কুমেরু মহাদেশ।

 

. পৃথিবীর পঞ্চম মহাদেশ কোনটি ?

উত্তর: অ্যান্টার্কটিকা।

 

9. অ্যান্টার্কটিকার আয়তন কত ?

 

উত্তর: 1 কোটি 40 লক্ষ বর্গকিমি।

 

10. পৃথিবীর শুষ্কতম, উচ্চতম, শীতল দুর্গম মহাদেশ কোনটি ?

উত্তর: অ্যান্টার্কটিকা।

 

11. অ্যান্টার্কটিকা সারাবছর কত পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে ?

উত্তর: 1-2 কিমি।

 

12. পৃথিবীর মানচিত্রে অ্যান্টার্কটিকাকে কী রং- দেখানো হয় ?

উত্তর: সাদা।

 

13. অ্যান্টার্কটিকা মহাদেশটি কী ধরনের ভূমিরূপ দ্বারা গঠিত ?

: উঁচু মালভূমি।

 

14. অ্যান্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। 

উত্তর: মাউন্ট এরেবাস।

 

15. অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর: ভিনসন ম্যাসিফ।

 

16. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি ?

উত্তর: ল্যাম্বার্ট হিমবাহ ।

 

17. দক্ষিণমেরুতে যেমন বরফে ঢাকা একটি মহাদেশ আছে, সুমেরুতে কী আছে ?

উত্তর: সুমেরু বা উত্তরমেরুতে রয়েছে একটি বিশাল জলভাগ, যার নাম সুমেরু মহাসাগর।

 

18. অ্যান্টার্কটিকার জলবায়ু কী প্রকৃতির ?

উত্তর: চরমশীতল প্রকৃতির।

 

19. অ্যান্টার্কটিকায় স্থাপিত রাশিয়ার একটি গবেষণাকেন্দ্রের নাম লেখো।

 

উত্তর: ভস্টক।

 

20. পৃথিবীর শীতলতম স্থানের নাম কী ?

উত্তর: অ্যান্টার্কটিকায় অবস্থিত রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক পৃথিবীর শীতলতম স্থান (-89.2° সেন্টিগ্রেড)

 

21. অ্যান্টার্কটিকায় অবস্থিত একটি পর্বতমালার নাম করো।

উত্তর: ট্রান্স অ্যান্টার্কটিকা পর্বতশ্রেণি, যার দৈর্ঘ্য 3,500 কিমি।

 

22. ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা কত ?

উত্তর: –89.2° সে।

 

23. রামধনু রঙের মতো যে-আলোক ছটা দেখা যায়, তাকে কী বলে ?

উত্তর: মেরুজ্যোতি।

 

24. কোন্ মহাদেশে ঋতুগত তারতম্যে আয়তনের তারতম্য হয় ?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশে।

 

25. অ্যান্টার্কটিকাতে গ্রীষ্মকালের তাপমাত্রা কত ?

উত্তর: -20° সে।

 

26. অ্যান্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কে ?

উত্তর: পেঙ্গুইন।

 

27. ক্রিল কী ?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশের উপকূলীয় সমুদ্রে প্রাপ্ত একপ্রকার লাল চিংড়ি।

 

28. অ্যান্টার্কটিকাতে কতরকম প্রজাতির পেঙ্গুইন আছে ?

উত্তর: প্রায় সতেরো রকমের।

 

29. ঠান্ডা থেকে বাঁচতে পেঙ্গুইনদের ত্বকের নীচে কী থাকে ?

 

উত্তর: পুরু চর্বির স্তর।

 

30. কুমেরু মহাদেশে কোন্ কোন্ সামুদ্রিক পাখি দেখা যায় ?

উত্তর: পেঙ্গুইন, পেট্রেল, গ্যাল স্কুয়া।

 

31. কত খিস্টাব্দে ভারত প্রথম অ্যান্টার্কটিকা অভিযান করে ?

উত্তর: 1982 খিস্টাব্দে।

 

32. কোন্ অভিযাত্রী প্রথম কুমেরুতে পৌছেছিলেন ?

উত্তর: ক্যাপটেন জেমস কুক।

 

33. কত খ্রিস্টাব্দে মেরু সাগরের নিকট দ্বীপ আবিষ্কৃত হয় ?

উত্তর: 1911 খ্রিস্টাব্দের 19 অক্টোবর।

 

34. কে কুমেরুবিন্দুতে প্রথম পৌছেছিলেন ?

উত্তর: রোয়াল্ড আমুন্ডসেন।

 

35. অ্যান্টার্কটিকা মহাদেশের তুষারঝড় কী নামে পরিচিত ?

উত্তর: ব্লিজার্ড ।

 

36. কাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় ?

উত্তর: অ্যান্টার্কটিকাকে।

 

37. কুমেরু মহাদেশে কটি দেশের গবেষণাকেন্দ্র আছে ?

উত্তর: 40 টি দেশের।

 

38. অ্যান্টার্কটিকার একটি খনিজ সম্পদের নাম লেখো।

উত্তর: খনিজ তেল।

 

39. অ্যান্টার্কটিকাকে নিয়ে আন্তর্জাতিক চুক্তিটির নাম কী ?

উত্তর: অ্যান্টার্কটিকা ট্রিটি।

 

40. অ্যান্টার্কটিকায় কটি গবেষণাকেন্দ্র আছে ?

উত্তর: 100টির বেশি।

 

41. কত খ্রিস্টাব্দে অ্যান্টার্কটিকাকে নিয়ে আন্তর্জাতিক চুক্তি হয় ?

উত্তরঃ 1959 খ্রিস্টাব্দে।

 

42. অ্যান্টার্কটিকায় অবস্থিত গ্রেট ব্রিটেনের গবেষণা কেন্দ্রের নাম কী ?

উত্তর: হ্যালি।

 

43. এমন একটি দেশের নাম লেখো যার গবেষণাকেন্দ্র অ্যান্টার্কটিকাতে আছে ?

উত্তর: ভারত।

 

44. অ্যান্টার্কটিকাতে অবস্থিত ভারতের প্রথম গবেষণাকেন্দ্র কোনটি ?

উত্তর: দক্ষিণ গঙ্গোত্রী।

 

45. ভারতের অষ্টম অভিযাত্রী দল কত খ্রিস্টাব্দে আবার ভারত অভিযান করেন ?

উত্তর: 1988 খ্রিস্টাব্দের 26 মার্চ।

 

46. ভারতের আর-একটি গবেষণাকেন্দ্রের নাম কী?

উত্তর: মৈত্রী।

 

47. দক্ষিণ গঙ্গোত্রী থেকে মৈত্রীর দূরত্ব কত ?

উত্তর: 70 কিমি।

 

48. কী জন্য অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে ?

উত্তর: বিশ্বউম্নয়নের কারণে।

 

49. অ্যান্টার্কটিকার মধ্যে প্রথম কী লক্ষ করা গিয়েছিল ? 

উত্তর : ওজোনস্তরের ধ্বংসাবশেষ।

 

50. তুষারমুক্ত পর্বতশৃঙ্গ কোনটি ?

উত্তর: নুনাটাক।



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top