ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায় জল - স্থল - বাতাস

1

 

ষষ্ঠ শ্রেণী

পঞ্চম অধ্যায়

জল - স্থল - বাতাস

ষষ্ঠ শ্রেণী  পঞ্চম অধ্যায়  জল - স্থল - বাতাস


 

দু-এককথায় উত্তর দাও :-

1. বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান কোনটি ?

উত্তর: নাইট্রোজেন।

 

2. কোন্ গ্যাসীয় উপাদান সূর্য থেকে আগত তাপ ধরে রাখে ?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

 

3. জেট বিমানগুলি কোন স্তর দিয়ে যাতায়াত করে ?

উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।

 

4. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?

উত্তর: মেসোস্ফিয়ার।

 

5. বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত ?

উত্তর: 20.9%

 

6. বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদান সূর্যের ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে ?

উত্তর: ওজোন গ্যাস।

 

7. বায়ুমণ্ডলের উম্নতম স্তর কোনটি ?

উত্তর: থার্মোস্ফিয়ার।

 

. বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আসে ?

উত্তর: আয়ন স্তরে।

 

9. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে ?

উত্তর: 78.1%

 

10. পৃথিবীর কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে মিশে রয়েছে ?

উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।

 

11. বায়ুমণ্ডলের যাবতীয় পরিবর্তন কোন স্তরে দেখা যায় ?

উত্তর: ট্রপোস্ফিয়ারে।

 

12. বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কী ?

উত্তর: এক্সোস্ফিয়ার।

 

13. বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড আছে ?

উত্তর: 0.033%

 

14. বায়ুমণ্ডলে কোন উপাদানের প্রভাবে বৃষ্টিপাত হয় ?

উত্তর: জলীয় বাষ্প-এর।

 

15. মেরুপ্রভা বা মেরুজ্যোতি কোন স্তরে সৃষ্টি হয় ?

উত্তর: আয়নোস্ফিয়ারে

 

16. বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত ?

উত্তর: প্রায় 10,000 কিলোমিটার।

 

17. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি

উত্তর: নীলনদ।

 

18. ইউরোপ এশিয়া মহাদেশকে একত্রে কী বলা হয় ?

উত্তর: ইউরেশিয়া।

 

19. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?

উত্তর: প্রশান্ত মহাসাগর।

 

20. পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব কবে ঘটে ?

উত্তর: আনুমানিক প্রায় 30 কোটি বছর আগে।

 

21. পরিচলন স্রোতের উৎপত্তি কোথায় হয় ?

উত্তর: গুরুমণ্ডলে।

 

22. বায়ুতে ওজোন গ্যাসের পরিমাণ কত ?

উত্তর: 0.00006%

 

23. প্যানজিয়া কাকে বলে

উত্তর: প্রাচীন বিশাল অখণ্ড থলভাগকে।

 

24. পৃথিবীতে নবীন বিশ্ব কাকে বলে ?

উত্তর: উত্তর আমেরিকাকে।

 

25. প্যানথালাসা কাকে বলে ?

উত্তর: প্রাচীন কালে প্যানজিয়া বহির্ভূত যে-বিশাল জলভাগ অবস্থান করত, তাকে প্যানথালাসা বলে।

 

26. নীল গ্রহ কাকে বলা হয় ?

উত্তর: পৃথিবীকে।

 

27. মঙ্গল গ্রহের আর-এক নাম কী ?

উত্তর: লাল গ্রহ।

 

28. দ্বীপ মহাদেশ কাকে বলে ?

উত্তর: ওশিয়ানিয়াকে।

 

29. বায়ুমণ্ডলের 97% উপাদান ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে অবস্থান করে ?

উত্তর: 27 কিমি।

 

30. দক্ষিণমেরুকে ঘিরে কোন্ মহাদেশ অবস্থান করছে ?

উত্তর: অ্যান্টার্কটিকা।

 

31. উষ্ণতা যা গভীরতা কীসের সাপেক্ষে মাপা হয় ?

উত্তর: গড় সমুদ্রতলের সাপেক্ষে।

 

32. দক্ষিণ গোলার্ধে থলভাগের থেকে জলভাগের পরিমাণ কত বেশি ?

উত্তর: 15 শতাংশ বেশি।

 

33. পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে ?

উত্তর: 110 লক্ষ।

 

34. গত এক শতাব্দীতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ

কত ? উত্তর: 0.8° সে.



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top