ষষ্ঠ শ্রেণী
চতুর্থ
অধ্যায়
পৃথিবীর আবর্তন
ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন
দু-এককথায় উত্তর দাও :-
1. 1473 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী নয়, সুর্যই সৌরজগতের কেন্দ্রে আছে ?
উত্তর: নিকোলাস কোপারনিকাস।
2. পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বদিকে অবিরামভাবে পাক খাওয়াকে কী গতি বলে ? উত্তর: আবর্তন গতি।
3. আপাতদৃষ্টিতে দেখা যায় সূর্য পূর্বদিকে ওঠে এবং পশ্চিমদিকে অস্ত যায়। সূর্যের এই চলাচলকে কী বলে? উত্তর: সূর্যের দৈনিক আপাত গতি।
4. পৃথিবীর পরিধি কত ?
উত্তর: প্রায় 40,070 কিমি।
5. পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় কত কিমি ?
উত্তর: 1,666 কিমি।
6. A স্থান B স্থানের পশ্চিমে থাকলে A স্থানের সময় B স্থানের তুলনায় কেমন হবে ?
উত্তর: পিছিয়ে থাকবে।
7. কোন্ অক্ষরেখায় পৃথিবীর আবর্তনবেগ সবচেয়ে বেশি ?
উত্তর: নিরক্ষরেখায়।
৪. কোন্ গতির জন্য পৃথিবীতে দিনরাত্রি হয় ?
উত্তর: আবর্তন গতির।
9. পৃথিবীর একবার নিজ অক্ষের উপর পাক খেতে কত সময় লাগে ?
উত্তর: 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড।
10. ছায়াবৃত্তের অপর নাম কী ?
উত্তর: আলোকবৃত্ত।
11. সন্ধ্যার আগের সময়কে কী বলা হয় ?
উত্তর: গোধূলি।
12. কে প্রথম পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন ?
উত্তর: ফার্দিনান্দ ম্যাগেলান।
13. কত খ্রিস্টাব্দে ম্যাগেলান পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন ?
উত্তর: 1519 খ্রিস্টাব্দে ।
14.
Meridian-এর ল্যাটিন শব্দের অর্থ কী ?
উত্তর: Mid day বা মধ্যাহ্ন।
15. পৃথিবীর কোন শক্তির জন্য আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না ?
উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।
16. গ্রিনউইচের সময় দেখায় কোন ঘড়ি ?
উত্তর: ক্রনোমিটার।
17. সূর্যোদয়ের আগের সময়কে কী বলে?
উত্তর: উষা।
18. মাধ্যাকর্ষণের কথা প্রথম বলেন কোন বিজ্ঞানী ?
উত্তর: বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন।
19. 1 ঘন্টা সময়কে সমান কত ভাগে ভাগ করতে 1 মিনিট পাওয়া যায় ?
উত্তর: 60 ভাগ।
20. ফার্দিনান্দ ম্যাগেলান কত বছর পর অভিযান শেষ করে দেশে ফেরেন ?
উত্তর: তিন বছর পর।
21. পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময়ের কী পরিবর্তন হবে ?
উত্তর: হ্যা, সময় ক্রমশ পিছিয়ে যাবে।
22. পশ্চিম থেকে পূর্বদিকে যেতে থাকলে সময়ের কী পরিবর্তন হবে ?
উত্তর: হ্যাঁ, সময় ক্রমশ এগিয়ে যাবে।
23. আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে কী বলে ?
উত্তর: ছায়াবৃত্ত।
24. পৃথিবীর কোন্ গতি থেমে গেলে দিনরাত্রি হবে না ?
উত্তর: আবর্তন গতি।
25. আন্তর্জাতিক তারিখরেখা কোন দ্রাঘিমারেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে ?
উত্তর: 180° দ্রাঘিমারেখাকে।
26. কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের কী বলা হয় ?
উত্তর: প্রমাণ সময়।
27. কোন্দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময় ?
উত্তর: 82°30’ পূর্ব দ্রাঘিমা ।
28. রাত 12টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12টা থেকে রাত 12টার আগে সময়কে কী বলে ?
উত্তর: a.m. (Ante meridian) এবং p.m. (post meridian)।
29. দ্রাঘিমা বদলে গেলে কোন সময় বদলে যায় ?
উত্তর: স্থানীয় সময় ।
30. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ?
উত্তর: 66 1/2 ° ।