ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছ

0

 

ষষ্ঠ শ্রেণী

তৃতীয় অধ্যায়

তুমি কোথায় আছ

ষষ্ঠ শ্রেণী  তৃতীয় অধ্যায়  তুমি কোথায় আছ


 

দু-এককথায় উত্তর দাও :-

1. নিরক্ষরেখার মান কত ডিগ্রি ?

উত্তর: 0°

 

2. মূলমধ্যরেখা পৃথিবীকে -টি গোলার্ধে ভাগ করেছে ?

উত্তর: দুটি।

 

3. উত্তরমেরুবিন্দুর মান কত ডিগ্রি ?

উত্তর: 90° উত্তর।

 

4. দ্রাঘিমার সংখ্যা মোট কটি ?

উত্তর: 360টি।

 

5. সূর্যের উন্নতি কোণ মাপা হয় কোন যন্ত্র দ্বারা ?

উত্তর: সেক্সট্যান্ট যন্ত্রের দ্বারা।

 

6. অক্ষরেখাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান কত ?

উত্তর: 111.1 কিলোমিটার।

 

7. প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে ?

উত্তর: 90°

 

. পৃথিবীর অক্ষ কাকে বলে ?

উত্তর: পৃথিবীর দুই মেরু কেন্দ্র ভেদ করে যে-রেখাটি চলে গেছে, সেটিই পৃথিবীর অক্ষ।

 

 

9. সুমেরুবৃত্তরেখার মান কত ?

উত্তর 66 1/2 ° উত্তর ।

 

10. নিরক্ষরেখার অপর নাম কী ?

উত্তর: বিষুবরেখা।

 

11. নিরক্ষরেখা পৃথিবীকে কী কী গোলার্ধে ভাগ করেছে ?

উত্তর: দুটি, উত্তর দক্ষিণ গোলার্ধ।

 

12. পৃথিবীর উত্তরমেরুর দিকে কতগুলি অক্ষরেখা আছে ?

উত্তর: 89টি।

 

13. কোন্ দ্রাঘিমারেখা ভারতবর্ষকে পূর্ব-পশ্চিমে ভাগ করেছে ?

উত্তর: 82° পূর্ব দ্রাঘিমারেখা।

 

14. কত খ্রিস্টাব্দে মূলমধ্যরেখার স্থান নির্ধারণ ?

উত্তর: 1884 খ্রিস্টাব্দে।

 

15. কক্ষতল কাকে বলে ?

উত্তর: কক্ষপথ যে-তলে অবস্থান করে, তাকে কতল বলে।

 

16. মূলমধ্যরেখাটি কোন্ শহরের ওপর দিয়ে গেছে ?

উত্তর: লন্ডনের গ্রিনইউ।

 

17. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ?

উত্তর66 1/2 ° 

 

18. ভারতের ওপর দিয়ে কোন্ রেখাটি গেছে ?

উত্তর: কর্কটক্রান্তিরেখা।

 

19. 180° দ্রাঘিমারেখাটির অপর নাম কী ?

উত্তর: আন্তর্জাতিক তারিখরেখা।

 

20. ‘বিষুবকথাটির অর্থ কী ?

উত্তর: দিনরাত সমান।

 

21. ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমার মান কত ?

উত্তর: 82°30'

 

22. যে-রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করছে, তার নাম কী ?

উত্তরঃ বিষুবরেখা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top