ষষ্ঠ শ্রেণী
দ্বিতীয়
অধ্যায়
পৃথিবী কী গোল
ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় পৃথিবী কী গোল
দু-এককথায় উত্তর দাও :-
1. কে প্রথম লক্ষ্য করেছিলেন পৃথিবী গোলাকার ?
উত্তর: এরাটোথেনিস।
2. তীর থেকে প্রথমে জাহাজের কোন অংশটি দেখা যায় ?
উত্তর: প্রথমে মাস্তুলটা দেখা যায়।
3. দিকনির্ণয়কারী যন্ত্রটির নাম কী ?
উত্তর: কম্পাস।
4. পৃথিবীর আকৃতি গোল প্রথম কোন্ ভারতীয় বিজ্ঞানী বলেন ?
উত্তর: আর্যভট্ট।
5. ম্যাগেলান ক-টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন ?
উত্তর: 5টি।
6. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?
উত্তর: 6,400 কিমি।
7. চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের ওপর পড়ে ?
উত্তর: পৃথিবীর।
৪. দিগন্তরেখা দেখতে কেমন লাগে ?
উত্তর: গোলাকার।
9. চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার ?
উত্তর: অ্যারিস্টটল।
10. কোন ফলের সঙ্গে পৃথিবীর আকৃতিকে তুলনা করা যায় ?
উত্তর: কমলালেবু ও নাসপাতি।
11. ‘জিয়ড’ কী ?
উত্তর: পৃথিবীর প্রকৃত আকৃতি।
12. উপর-নীচ বরাবর পৃথিবীর ব্যাস কত ?
উত্তর: 12,714 কিমি।
13. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত ?
উত্তর: 12,756 কিমি।
14. পৃথিবীর মাঝবরাবর স্ফীতি কত ?
উত্তর: 42 কিমি।
15. পৃথিবীর সর্বোচ্চ স্থানটির নাম কী?
উত্তর: মাউন্ট এভারেস্ট (8,848 মি)।
16. মারিয়ানা খাত কোথায় অবস্থিত ?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
17. মহাকাশ থেকে পৃথিবীকে কীরূপ দেখায় ?
উত্তর: উজ্জ্বল নীল গোলকের মতো।
18. কোনো জায়গার অবস্থান কীভাবে নির্ণয় করা হয় ?
উত্তর: নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখা দ্বারা।
19. পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব কত ?
উত্তর: 6,378 কিমি।
20. কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে পড়ে যাই না ?
উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।
21. প্রাচীনকালে কীসের সাহায্যে দিকনির্ণয় করা হত ?
উত্তর: ধ্রুবতারা।