2ND SERIES CLASS 6 HEALTH & PHYSICAL EDUCATION MODEL ACTIVITY TASK 2021 Part 5 QUESTION WITH ANSWER (AUGUST) // ষষ্ঠ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)

0

 

2ND SERIES CLASS 6 HEALTH & PHYSICAL EDUCATION

MODEL ACTIVITY TASK 2021 Part 5

QUESTION WITH ANSWER (AUGUST)

ষষ্ঠ শ্রেণি  স্বাস্থ্য ও শারীরশিক্ষা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব  (দ্বিতীয় সিরিজ)

প্রশ্ন  উত্তরসহ (আগস্ট)

CLASS 6 HEALTH & PHYSICAL EDUCATION

তৃতীয় অধ্যায় : স্বাস্থ্য শিক্ষা



 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো

() সু-অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার?

() স্কুলের শাসন

() রোগভোগ।

() দৃঢ় মানসিক প্রত্যয়

() অভিভাবকের শাসন

() একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে?

() লিটার

() . লিটার

() লিটার

() লিটার।

() স্বাস্থ্য কী?

() কেবলমাত্র শারীরিক সুস্থতা

() কেবলমাত্র মানসিক সুস্থতা

() কেবলমাত্র সামাজিক সুস্থতা

() পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক সামাজিক সুস্থতার সমন্বয়

() মাস্ক ব্যবহারের সুফল কী?

() শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না।

() রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না

() শ্বাসপ্রশ্বাস ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না

() করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে

() করোনা রোগ।

() ভাইরাস দ্বারা সংক্রামক রোগ

() অসংক্রামক রোগ

() বংশগত রোগ

() মশাবাহিত রোগ

 

২। সারণির মধ্যে সমতাবিধান করো

বামদিকের

ডানদিকের

() হৃদরোগ

(i) জ্বর সর্দি-কাশি শ্বাসকষ্ট

() আন্ত্রিক

(ii) শরীরচর্চার অভাব, গতিহীনতা ফাস্টফুড খাওয়া প্রভৃতি

() কোভিড ১৯

(iii) জলবাহিত রোগ

() অসংক্রামক রোগের কারণ।

(iv) অসংক্রামক রোগ

 

৩। নিজের মতো করে লেখো ?

() নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো।

() নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?

 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো

() সু-অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার?

() স্কুলের শাসন

() রোগভোগ।

() দৃঢ় মানসিক প্রত্যয়

() অভিভাবকের শাসন

() একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে?

() লিটার

() . লিটার

() লিটার

() লিটার।

() স্বাস্থ্য কী?

() কেবলমাত্র শারীরিক সুস্থতা

() কেবলমাত্র মানসিক সুস্থতা

() কেবলমাত্র সামাজিক সুস্থতা

() পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক সামাজিক সুস্থতার সমন্বয়

() মাস্ক ব্যবহারের সুফল কী?

() শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না।

() রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না

() শ্বাসপ্রশ্বাস ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না

() করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে

() করোনা রোগ।

() ভাইরাস দ্বারা সংক্রামক রোগ

() অসংক্রামক রোগ

() বংশগত রোগ

() মশাবাহিত রোগ

২। সারণির মধ্যে সমতাবিধান করো

 

বামদিকের

ডানদিকের

() হৃদরোগ

(iv) অসংক্রামক রোগ

() আন্ত্রিক

(iii) জলবাহিত রোগ

() কোভিড ১৯

(i) জ্বর সর্দি-কাশি শ্বাসকষ্ট

() অসংক্রামক রোগের কারণ।

ii) শরীরচর্চার অভাব, গতিহীনতা ফাস্টফুড খাওয়া প্রভৃতি

 

৩। নিজের মতো করে লেখো ?

() নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো।

উঃ-  নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি হল:-

a) নভেল করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো  শ্বাস নিতে কষ্ট হওয়া। এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর এবং কাশি অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া। হতে পারে নিউমোনিয়া।  

b) স্বাদ বা গন্ধ না পাওয়া।

c) সাধারণ শুস্ক কাশি জ্বরের মাধ্যমে শুরু হয় উপসর্গ।

d)ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যায়।

e) আক্রান্ত ব্যক্তির বুকে ব্যাথা বা বুকে চাপ অনুভব হয়।

f) আক্রান্ত ব্যক্তি কথা বলার বা হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে।

 

() নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?

উঃ- নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের যে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা হলো -  

i) ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতেই হবে।

ii) যেহেতু টিকা তৈরি হয়ে গেছে তাই আমাদের প্রত্যেক কে করোনা প্রতিরোধক টিকা নিতে হবে। টিকা নেওয়ার পর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।

iii) জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

iv) অসুস্থ রোধ করলে বাড়িতে থাকতে হবে।  

v) ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুবেন

vi) জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবেন

vii) হাঁচি-কাশির সময় টিস্যু না থাকলে কনুই দিযে নাক-মুখ ঢাকিবেন।

viii) এছাড়াও সংবাদপত্র প্রচার গাড়ির মাধ্যমে সবাইকে করোনা ভাইরাসের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানতে হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top