CLASS 6 HISTORY MODEL ACTIVITY TASK 2021 Part 5 |
2ND SERIES CLASS 6 HISTORY
MODEL ACTIVITY TASK 2021 Part 5
QUESTION WITH ANSWER (AUGUST)
ষষ্ঠ শ্রেণি ইতিহাস
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ)
প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)
১. বেমানান শব্দটি খুঁজে লেখো :
১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ
১.২ ব্ৰত্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্ণণ
১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।
২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।
২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা।
৩. একটি বা দুটি বাক্যে লেখো :
৩.১ বেদের আরেক নাম শুতি কেন?
৩.২ জনপদ কী ?
৪. নিজের ভাষায় লেখো (৩ - ৪ টি বাক্যে) :
বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল?
১. বেমানান শব্দটি খুঁজে লেখো :
১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ
১.২ ব্ৰত্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্ণণ
১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।[সত্য]
২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।[সত্য]
২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা।[সত্য]
৩. একটি বা দুটি বাক্যে লেখো :
৩.১ বেদের আরেক নাম শ্রুতি কেন?
“বিদ" নামক শব্দ থেকে
বেদ কথাটি এসেছে যার মূল অর্থ হল জ্ঞান। প্রাচীন ঋষিরা তাদের শিষ্যদের বেদের প্রতিটি
বাক্য, প্রতিটি শব্দ শুদ্ধ উচ্চারণসহ মুখস্থ করাতেন বা শেখাতেন। অর্থাৎ পাচীনকালে বেদের
কোন লেখ্যরূপ ছিল না। শুনে শুনে বেদ মনে রাখতে হত। তাই বেদের অপর নাম শ্রুতি।
৩.২ জনপদ কী ?
'জন' ও 'পদ' এই শব্দ দুটি
সংযুক্ত হয়ে 'জনপদ' শব্দটি গঠিত হয়েছে। 'জন' শব্দের অর্থ হল উপজাতি এবং 'পদ' শব্দের
অর্থ হল পা, আক্ষরিক অর্থে কোন নির্দিষ্ট জনগোষ্ঠী বা 'জন' যেখানে তার 'পা' রেখেছে
তাকে 'জনপদ' বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট কোন উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোন বসতিই হল
'জনপদ'।
৪. নিজের ভাষায় লেখো (৩ - ৪ টি বাক্যে)
:
বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল?
ঋকবেদে অনার্য পনি নামে একশ্রেণীর
লোকের কথা উল্লেখ আছে, যারা ব্যবসা-বাণিজ্যে দক্ষ ছিল। আর্যরাও পরবর্তীকালে কৃষির প্রসারের
সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যে নিযুক্ত হয়। প্রথমদিকে স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের
সূত্রপাত হয়। এজন্য নদীপথ এবং স্থলপথ দুই-ই ব্যবহার করা হত। ঋকবেদে সমুদ্র ও সামুদ্রিক
শব্দের উল্লেখ আছে। অনুমান করা হয় যে, আর্যরা সমুদ্রপথের সাহায্যে সামুদ্রিক বাণিজ্যের
সঙ্গেও পরিচিত ছিল। তবে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে নিশ্চিত কিছু বলা যায় না।
পরবর্তী বৈদিকযুগে
ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও সম্প্রসারণ ঘটেছিল। অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য দুই-ই প্রচলিত
ছিল। পরবর্তী বৈদিক সাহিত্যে 'শ্রেষ্ঠিণ' অর্থাৎ
ধনী ব্যবসায়ীর উল্লেখ আছে। সে যুগের বণিকরা মিলিত ভাবে 'গণ' বা সংঘ (Guild) স্থাপন
করেছিল। এযুগেই ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ক্ষেত্রে বংশানুক্রমিক হয়ে দাঁড়ায়। সতপথ
ব্রাহ্মণে এই যুগে বহির্বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্রযাত্রার কথা জানা যায়। মেসোপটেমিয়া
ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়।