মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১
বাংলা।
পঞম শ্রেণি
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১ পঞম শ্রেণি |
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১. গল্পবুড়াে কেন ছােটোদের ছুটে আসার ডাক দিয়েছেন?
২. লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনাে হাঁসেরা কী করেছিল?
৩. এতােয়া কীভাবে সারাদিন ঘুরে বেড়ায়?
৪. বিমলার অভিমানের কারণ কী?
৫. ‘শব্দ’ এবং ‘পদ’ -এর মধ্যে পার্থক্য কোথায় ?
উত্তর
১. গল্পবুড়াে কেন ছােটোদের ছুটে আসার ডাক দিয়েছেন?
উঃ- গল্পবুড়ো দাঁত তল্পীতে কী আছে তা দেখানোর জন্য বাচ্চাদের কে ডাক দিয়েছিলেন।
২. লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনাে হাঁসেরা কী করেছিল?
উঃ- জওয়ানদের মুরগি রাখার জন্য যে খালি জায়গা ছিল। সেখানে বুনোহাঁস দুটি থাকতো টিনের মাছ, তরকারি , ভুট্ট , ফুলের কুটি, ইত্যাদি খাবার খেত।এই হাঁসদুটির দেখাশোনা করা জওয়ানদের কাছে খুবই আনন্দের ছিল।
৩. এতােয়া কীভাবে সারাদিন ঘুরে বেড়ায়?
উঃ- দোকানির দোকান ছাড় দিয়ে দোয়া একটি বস্তা নিয়ে আমবাগানে বাবুর গরু চরাতে চরাতে চৌকো আম শুকনো কাঠ মেটে আলু মাটি থেকে বের করে পুকুরের পাড় থেকে সাক তুলে তারপর গরু নিয়ে এসে ডুলং নদী পেরিয়ে ঘন সবুজ ঘাস বনে গরু-মোষ ছেড়ে দিয়ে সুবর্ণরেখা চূড়ায় দৌড়ায় এবং বাঁশ দিয়ে বনা জাল পেতে বসে নিজেকে রাজা ভাবতে থাকে।
৪. বিমলার অভিমানের কারণ কী?
উঃ- বিমল আর অভিমান এর কারণ হলো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করে সকলের ফরমাশ শোনে কিন্তু বাড়িতে খাবার এলে সে সকলের থেকে পরিমাণে কম পেত তার দাদা বড় তাই বেশি খাবে, ভাই ছোট তাই সেও বেশি খাবে। তাই মাঝখানে থেকে তার মনে হয় সে ছাইয়ের নুরু হয়ে গেছে তাই তার অভিমান হয়েছে।
৫. ‘শব্দ’ এবং ‘পদ’ -এর মধ্যে পার্থক্য কোথায় ?
উঃ- শব্দঃ-
i. কয়টি বর্ণ যুক্ত হয়ে শব্দ তৈরি করে।
ii. বাক্যে স্থান লাভের যোগ্যতা পায়না।
iii. সমস্ত নাম পদই শব্দ
পদঃ-
i. শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ তৈরি করে।
ii. বাক্যে স্থান লাভের যোগ্যতা পায়।
iii. সমস্ত শব্দ পদ নয়।
আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নাও