মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২
বাংলা
পঞ্চম শ্রেণি
CLASS FIVE, BENGALI, MODEL ACTIVITY TASK-2 |
১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১.১ ‘কী আছে মাের তল্পিটায় / দেখবি যদি জলদি আয়।” – গল্পবুড়াের তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে?
১.২ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। – ‘বুনাে হাঁস’ গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।
১.৩ ‘শুনেই হাবু বেজায় কাবু...'— কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল ?
১.৪ ‘ঝড় বাদলের রাতে স-ব শােনা যায়।– কী শােনা যায় বলে বক্তার বিশ্বাস?
১.৫ ‘ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর’ – তার পরবর্তী পরিস্থিতির কথা ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতা অনুসরণে লেখাে।
১.৬ খাব না তাে আমি’ – কথাটি ‘বিমলার অভিমান’ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে?
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ ঠিক উত্তরটি হল – উৎ + মেষ = উন্মেষ / পদ + ধতি = পদ্ধতি | রাজ + নী = রাজ্ঞী / ষ + ঠ = ষষ্ঠ।
২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। – নিম্নরেখাঙ্কিত পদটি হল সকর্মক ক্রিয়া / নাম বিশেষণ / বিশেষণের বিশেষণ /
ক্রিয়া বিশেষণ।
২.৩ সন্ধি বিচ্ছেদ করাে – পরিষ্কার।
উত্তর
১.১ ‘কী আছে মাের তল্পিটায় / দেখবি যদি জলদি আয়।” – গল্পবুড়াের তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে?
উঃ- গল্পবুড়ো তল্পিটিতে দানব, পক্ষীরা্ রাজপুত্র, সার বাধা করীর পাহাড়, চোখধাঁধানো হীরামন মানিকলাল, সোনার কাঠি, ময়নামতির টলটলে জল, তেপান্তরের মাঠ হট্টমেলার হাট, এবং কেশবতী নন্দিনী এইসব আজগুবি গল্প ভরা ছিল।
১.২ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। – ‘বুনাে হাঁস’ গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।
উঃ- বুনোহাঁস গদ্যাংশ শীতের শুরুতে এক ঝাক বুনোহাঁস উত্তর থেকে দক্ষিণে গরমের দেশে দিকে উড়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটি হাঁসের ডানা জখমের কারণে উড়তে পারছিল না এবং শীতে কাঁপছিল। জখম হওয়া হাঁসটিকে নিয়ে জওয়ানরা মুরগির খাঁচাতে রেখেছিল এবং সারা শীতকাল হাঁসটি জওয়ানদের কাছে ছিল।
১.৩ ‘শুনেই হাবু বেজায় কাবু...'— কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল ?
উঃ- দারোগা বাবুর কথা শুনে হাবু কাবু হয়ে পড়েছিল।
সে কাবু হয়ে পরলো কারণ-- দরজা-জানালা খুলে রাখলে হাবুর দেড়শস পায়রা উড়ে যেত।
১.৪ ‘ঝড় বাদলের রাতে স-ব শােনা যায়।– কী শােনা যায় বলে বক্তার বিশ্বাস?
উঃ- ভজন ভক্ত বলতে যে সুরবীর নামে একজন আদিবাসী রাজা ছিল। যার রাজ্যপাট চলে যাওয়ায় সে ঘন্টা তীর-ধনুক নিয়ে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল এবং অপেক্ষা করছিল তার রাজত্ব উদ্ধারের আসায়। তার গর্জন আর ঘন্টার আওয়াজ এখনো ঝড় বাদলের দিনে নাকি শোনা যায়।
১.৫ ‘ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর’ – তার পরবর্তী পরিস্থিতির কথা ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতা অনুসরণে লেখাে।
উঃ- কবি প্রকৃতিপ্রেমী মানুষ। তিনি রাতের আকাশের ডাবের মত চাঁদ উঠতে দেখে ছিটকিনি আস্তে করে খুলে বাড়ি থেকে বেরিয়ে যান। তখন তার মনে হচ্ছিলো ওটা যেন থর থর করে কাঁপছে। মিনারকে দেখে মনে হয়েছে যে কে দাঁড়িয়ে আছে। দরগাতলা পেরোতে তিনি দেখেন একটা পাহাড় তাকে ডাকছে। লালদিঘির পাড়ে জোনাকিরা দরবার বসিয়েছে। দীঘির জল ফুল-পাখি সকালে যেন কবিকে কবিতা সোনানোর আবদার করে এবং কবিতার পকেট থেকে ছড়ার বই বের করে নিজের মনের কথা বলতে থাকে।
২.১ ঠিক উত্তরটি হল – উৎ + মেষ = উন্মেষ / পদ + ধতি = পদ্ধতি | রাজ + নী = রাজ্ঞী / ষ + ঠ = ষষ্ঠ।
২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। – নিম্নরেখাঙ্কিত পদটি হল- সকর্মক ক্রিয়া / নাম বিশেষণ / বিশেষণের বিশেষণ /
ক্রিয়া বিশেষণ।
২.৩ সন্ধি বিচ্ছেদ করাে – পরিষ্কার।
উঃ- পরিঃ + কার
আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নাও