CLASS V OUR ENVIRONMENT // AMADER PORIBESH MODEL ACTIVITY TASK-1, 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১, ২০২১ আমাদের পরিবেশ পঞম শ্রেণি

                            CLASS V OUR ENVIRONMENT // AMADER PORIBESH MODEL

ACTIVITY TASK-1, 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১, ২০২১

আমাদের পরিবেশ

পঞম শ্রেণি

   CLASS V OUR ENVIRONMENT // AMADER PORIBESH MODEL ACTIVITY TASK-1,


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?

২. কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন?

৩. কোনাে অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তােমার মনে হয়? 

৪. “পিঁপড়েরা হয়তাে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে”। এর সত্যতা প্রমাণে একটি ঘটনার উল্লেখ করাে।


উত্তরসমূহ


১. পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?


উঃ- পুকুরে বজ্র পদার্থ খেলা যাবে না জামা কাপড় কাটা যাবে না পুকুরের আশে পাশের জমিতে সার দেওয়া যাবেনা পুকুরে গবাদিপশুর স্নান করানো যাবেনা।


২. কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন?


উঃ- মাটির ওপর থেকে বৃষ্টির বা নালার নোংরা জল চুঁইয়ে নিচে চলে যায়, আবার পুকুরের দূষিত জল মাটির নিচে চলে যায় এবং উপরের স্তর গুলিতে জমে বেশি নীচে যেতে পারেনা গভীরে ভূগর্ভের জলই থাকে। এই কারণে কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয়।


৩. কোনাে অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তােমার মনে হয়?


উঃ- 

i.অনেক উপকারী প্রাণী যাতে হারিয়ে না যায়। 

ii.অনেক ঔষধি গাছের প্রজাতির বিলুপ্ত না হয়।

iii.বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে রক্ষিত হয়।

ivজীব-বৈচিত্র যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব ততো দীর্ঘস্থায়ী হবে।


৪. “পিঁপড়েরা হয়তাে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে”। এর সত্যতা প্রমাণে একটি ঘটনার উল্লেখ করাে।


উঃ- একদিন বাগানে সবজির গাছের গুলিতে জল দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম পিঁপড়েরা দল বেধে বেধে যাচ্ছে এবং তাদের মুখে সাদা সাদা ডিম ছিল। শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিম নিয়ে উঁচু স্থানে চলে যায়। আর দেখলাম সেই দিন বৃষ্টি হয়েছিল।

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url