CLASS VI, BENGALI, MODEL ACTIVITY TASK-1, 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১ বাংলা ষষ্ঠ শ্রেণি

 CLASS VI, BENGALI,  MODEL ACTIVITY TASK-1, 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১

বাংলা

ষষ্ঠ শ্রেণি

CLASS VI, BENGALI,  MODEL ACTIVITY TASK-1



নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

১. ‘বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?

- কে, কাকে একথা বলেছেন? তাঁর একথা বলার কারণ কী?

২. ‘তাই তারা স্বভাবতই নীরব।

- বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?

৩. ‘বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।

- কোন্ রচনার অংশ? কাদের সম্পর্কে আলােচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তাঁর এমন মন্তব্যের কারণ কী?

৪. ‘আঁচল পেতে বিশ্বভুবন।

   ঘুমােচ্ছে এইখানে।

  – কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।

৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কে?

৬. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বােঝায়?

৭. সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।

 

উত্তরসমূহ


১. ‘বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?- কে, কাকে একথা বলেছেন? তাঁর একথা বলার কারণ কী?


উঃ- উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পের শিক্ষক বিভীষণ দাস শংকর কে একথা বলেছেন।

ক্লাস চলাকালীন শংকর অন্যমনস্ক ছিল তাই শিক্ষক মহাশয় যখন বুঝতে পারলেন যে শংকর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অন্যমনা হয়ে পড়েছে। তিনি শংকরকে প্রশ্ন করলেন,তিনি কী পড়াচ্ছেন? সেটা বলতে বললেন। শংকর তখন ঘাবড়ে যায় এবং  কাল্পনিক- অবাস্তব উত্তর দেয় এ সময় শিক্ষক বিভীষণ দাশ  ক্ষুব্ধ হয়ে একথা বলেছিলেন


২. ‘তাই তারা স্বভাবতই নীরব।- বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?


উঃ- উদ্ধৃত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা ‘পশু পাখির ভাষা’ রচনা থেকে সংগৃহীত।

উক্তিটির বক্তা হলেন ক্যাস্টাং সাহেব।

উদ্ধৃত অংশে ক্যাস্টাং সাহেব জঙ্গলের পশুদের প্রসঙ্গে উক্তিটি করেছেন। তাঁর মতে জঙ্গলের পশুদের থেকে পোষা জন্তুরা বেশি চিৎকার করে।  কারণ বন্য পশুদের/জন্তুদের নিজেদের আত্মরক্ষার জন্য ভাবতে হয়। তাই জঙ্গলের বা বনের পশুরা স্বাভাবিকভাবেই  নীরব।


৩.‘বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।- কোন্ রচনার অংশ? কাদের সম্পর্কে আলােচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তাঁর এমন মন্তব্যের কারণ কী?


উঃ- আলোচ্য অংশটি গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত ‘কুমোরে পোকার বাসাবাড়ি’ রচনা অংশ।

উদ্ধৃত অংশটি কুমোরে পোকার সম্বন্ধে লেখক এমন মন্তব্য করেছেন--

কুমোরে পোকা হল কালো রঙের লিকলিকে একপ্রকার পোকা। এই কুমোরে পোকারা ডিম ফুটে বাচ্চা হওয়ার পরই যাতে সেই বাচ্চারা খাবার পায় তার ব্যবস্থা আগে থেকেই করে রাখে। এরপর সেই পোকারা আর তাদের বাচ্চার-বাসার খবর রাখে না। এই প্রসঙ্গে লেখক এরূপ মন্তব্য করেছিলেন।


৪.আঁচল পেতে বিশ্বভুবন।

   ঘুমােচ্ছে এইখানে।

  – কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।


উঃ- নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতায় কবি এমন মন্তব্য করেছেন। গ্রীষ্মের দুপুরে সময় যেন থমকে আছে। গৃহস্থরা নিদ্রাচ্ছন্ন এবং নাগরিক জীবনের কর্মচাঞ্চল্যহীন। সারাবিশ্ব যেন বিশ্রামে বিভাের। তাই এই মন্তব্য।


৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কে?


উঃ- পাইন গাছ মরুভূমির স্বপ্ন দেখছিল তার কারণ পাইন গাছ চায় পাম গাছ যেমন তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাড়িয়ে রয়েছে মরু তটে ঠিক সেই রকম ভাবে সেও মরু অঞ্চলে বসবাস করবে। যেহেতু পাইন গাছ ঠান্ডা দেশের উদ্ভিদ তাই স্বভাবতই সে মরু অঞ্চলে থাকতে চাইছে।


৬. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বােঝায়?


উ:- ব্যুৎপত্তিগত অর্থ বলতে বােঝায় বিশেষভাবে বিশ্লেষণ করা।


৭. সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।


উঃ-  মৌলিক শব্দের দুটি উদাহরণ হলাে - লাল,নীল,সাদা,হাত,পা, ইত্যাদি।

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 

 

 


 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url