CLASS-V, OUR ENVIRONMENT//AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-2, 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি

0

                       CLASS-V, OUR ENVIRONMENT // AMADER PORIBESH, MODEL ACTIVITY

TASK-2, 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক -2

আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণি

LASS-V, OUR ENVIRONMENT // AMADER PORIBESH, MODEL ACTIVITY Task-2





নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. ORS তৈরিতে কী কী উপাদান প্রয়ােজন? 

২. কী কী কারণে ভূমিক্ষয় হয়? 

৩. মানবদেহের তিনটি বড়াে হাড়ের নাম লেখাে ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখাে। 

৪. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখাে।

৫. তােমার জানা তিনটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও।



উত্তরসমূহ


১. ORS তৈরিতে কী কী উপাদান প্রয়ােজন? 


উঃ-  ORS তৈরি করতে যে যে উপাদানগুলি লাগে--

i.একগ্লাস ফোটানো জল (20 মিনিট ধরে) 

ii.এক চামচ চিনি 

iii.এক চিমটি লবণ


২. কী কী কারণে ভূমিক্ষয় হয়?


উঃ- ভূমিক্ষয়ের কয়েকটি কারণ হল--

i.গাছপালা না থাকলে সেই অঞ্চলের মাটি ক্ষয় হয়। 

ii.মাটির ভিতরে পলিথিন-প্লাস্টিক ইত্যাদি থাকলে। 

iii.ভূমির উপরে ঘাসের আচ্ছাদন না থাকলে। 

iv.বৃষ্টির জল খারাপ ভাবে প্রবাহিত হয়।


৩. মানবদেহের তিনটি বড়াে হাড়ের নাম লেখাে ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখাে। 


উঃ- মানবদেহের তিনটি বড়াে হাড়ের নাম ওব অবস্থান হল- 

i.ফিমার- কোমর থেকে হাঁটু পর্যন্ত। 

ii.হিউমেরাস- হাত থেকে কনুই পর্যন্ত। 

iii.আলনা রেডিয়াস- কনুই থেকে কবজি পর্যন্ত।


৪. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখাে।


উঃ- মাটির একটি উপকারী উপাদান হলো- কেঁচো এবং 

মাটির একটি অপকারী উপাদান হলো- প্লাস্টিক ও পলিথিন


৫. তােমার জানা তিনটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও।


উঃ- আমার জানা তিনটি অমেরুদণ্ডী প্রাণী হল- কেঁচো , আরশোলা , উইপোকা।

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top