মাধ্যমিক ভূগোল সাজেসন ২০২০-২০২১ // Madhyamik Geography Suggestion 2020-2021 (প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রীয়া ১ মার্কের প্রশ্ন ও উত্তর)
1.
'Grade' শব্দটি প্রথম ব্যবহার করেন?- জি কে
গিলবার্ট
2. অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে একত্রে প্রক্রিয়া কোন বলে?- পার্থিব প্রক্রিয়া
3. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া ভূমিরূপকে কোনন অবস্থায় নিয়ে আসে?- পর্যায়িত
4. অবরোহণের বিপরীত প্রক্রিয়াহল – আরোহণ প্রক্রিয়া।
5. আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে- নগ্নীভবন
6. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে? – রেগোলিথ
7. উল্কাপাত একটি কি ধরনের শক্তি?- মহাজাগতিক শক্তি।
8. একটি বহির্জাত শক্তি হল – সমুদ্রতরঙ্গ
9. কোন্ আলোড়ন ভূপৃষ্ঠের
সঙ্গে উল্লম্ব অক্ষে ক্রিয়া করে? – মহীভাবক আলোড়ন
10. কোন্ আলোড়ন ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর ক্রিয়া করে?- গিরিজনি আলোড়ন
11. কোন্ প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার ইতিবাচক পরিবর্তন ঘটে? – আরোহণ প্রক্রিয়া।
12. কোন্ প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে?- অবরোহন প্রক্রিয়া।
13. কোন প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়?- পর্যায়ন প্রক্রিয়া।
14. ক্ষয়ীভবন একটি কি ধরনের প্রক্রিয়া?- বহির্জাত প্রক্রিয়া
15. ক্ষুয়ীভবন হল? – গতিশীল
16. গাঙ্গেয় বদ্বীপ – আরোহণ আবহবিকার প্রকৃয়ার ফল
17.
জৈব
রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ?- অবরোহন প্রক্রিয়া।
18.
নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তা হল?- নিম্ন ক্ষয়সীমা
19. পর্যায়ন শক্তি একটি কি ধরনের শক্তি?- বহির্জাত শক্তি
20. পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কী ?- মাধ্যাকর্ষন শক্তি
21. পৃথিবীর সমস্ত অঞ্চলে নগ্নীভবনের হার কেমন?- সমান নয়
22. বহির্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ দাও- পুঞ্জিত ক্ষয়
23.
বহির্জাত প্রক্রিয়ার শক্তি
আসে কোথা থেকে?- সূর্য থেকে।
24. বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কী ? - নদী
25.
ভূ-গঠনকারী শক্তিকে কয় ভাগে
ভাগ করা হয়?- দুইভাগে
26. ভূপৃষ্ঠে দৃশ্যমান ভূমিরূপগুলি কোন শক্তির প্রকাশ?- বহির্জাত শক্তির
27. ভূপৃষ্ঠের উন্মুক্তকরণকে বলে?- নগ্নীভবন
28. যান্ত্রিক আবহবিকার সর্বাধিক দেখা যায়?- উষ্ণ ও শীতল মরু অঞ্চলে
29.
যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন
ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল – পর্যায়ন
30. রাসায়নিক আবহবিকার সর্বাধিক দেখা যায়?- আর্দ্র ক্রান্তীয়
keywords
মাধ্যমিক ভূগোল সাজেশন 2020 pdf
মাধ্যমিক সাজেশন 2020 PDF
মাধ্যমিক সাজেশন 2020
Geography Suggestion 2020,
মাধ্যমিক সাজেশন 2020 ভূগোল
মাধ্যমিক সাজেশন 2020 ইতিহাস
মাধ্যমিক ভূগোল সাজেশন 2020
মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
Sir class x model activity task Geography dile Bhalo ho to
উত্তরমুছুনSanajit Maity
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনSir মাধ্যমিক ইতিহাস নোট গুলি আগের মত দিলে ভালো হতো
উত্তরমুছুন