জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF

2

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF



জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF : ১৮৮৫ সালে থিওজোফিক্যাল সোসাইটির কিছু “অকাল্ট” সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এঁরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দিনশ এদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন টি ১৮৮৫ সালে তৎকালীন বোম্বাই (মুম্বাই) শহরে হয়েছিলো এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্ধ্যোপাধ্যায়।


S.l no
সাল
স্থান
সভাপতি
মন্তব্য
1
1885
মুম্বাই(07)
উমেশচন্দ্র বন্দোপাধ্যায়(02)
কংগ্রেসের প্রথম অধিবেশন  72 জন প্রতিনিধি এতে যোগদান করে
2
1886
কলকাতা(10)
দাদা ভাই নওরোজি(03)

3
1887
মাদ্রাজ(07)
বদরুদ্দিন তয়েবজি(01)
i. প্রথম মুসলিম সভাপতি
4
1888
এলাহাবাদ(03)
জর্জ ইয়ুল(01)
i.প্রথম ইংরেজ সভাপতি
5
1889
মুম্বাই(07)
স্যার উইলিয়াল ওয়েডারবার্ন(02)

6
1890
কলকাতা(10)
ফিরোজ শাহ মেহতা (01)

7
1891
নাগপুর(02)
পি আনন্দ চার্লু (01)
কংগ্রেস কথাটির আগে প্রথম জাতীয় কথাটি ব্যবহার করা শুরু হয়।
8
1892
এলাহাবাদ(03)
উমেশচন্দ্র বন্দোপাধ্যায়(02)

9
1893
লাহোর(05)
দাদা ভাই নওরোজি(03)

10
1894
মাদ্রাজ (07)
আলফ্রেড ওয়েব (01)

11
1895
পুনা(01)
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়(02)

12
1896
কলকাতা(10)
রহিমতুল্লাহ সাহানি (01)

13
1897
অমরাবতী(01)
সি. শঙ্করন নায়ার(01)

14
1898
মাদ্রাজ (07)
আনন্দমোহন বসু(01)

15
1899
লক্ষ্ণৌ (03)
রমেশচন্দ্র দত্ত(01)

16
1900
লাহোর (05)
এন জি চন্দ্রভারকর (01)

17
1901
কলকাতা (10)
দিনশাওয়াচা (01)

18
1902
আমেদাবাদ(02)
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় (02)

19
1903
মাদ্রাজ (07)
লালমোহন ঘোস

20
1904
মুম্বাই(07)
স্যার হেনরি কটন

21
1905
বেনারস(01)
গোপাল কৃষ্ণ গোখলে

22
1906
কলকাতা (10)
দাদা ভাই নওরোজি (03)

23
1907
সুরাট (01)
রাসবিহারী ঘোষ

24
1908
মাদ্রাজ (07)
রাসবিহারী ঘোষ

25
1909
লাহোর (05)
মদনমোহন মালব্য(02)

26
1910
এলাহাবাদ(03)
স্যার উইলিয়াল ওয়েডারবার্ন (02)

27
1911
কলকাতা (10)
বিষান নারায়ণ ধর

28
1912
পাটনা (01)
আর.এন মাধলকর

29
1913
করাচি (02)
সাইদ মহম্মাদ বাহাদুর

30
1914
মাদ্রাজ (07)
ভুপেন্দ্রনাথ বসু

31
1915
মুম্বাই(07)
স্যার এস.পি সিনহা

32
1916
লক্ষ্ণৌ (03)
এ.সি মজুমদার
i.নরমপন্থী ও চরমপন্থী মিলন
33
1917
কলকাতা (10)
আনি বেসান্ত (01)
i.প্রথম মহিলা সভাপতি
34.1
1918
মুম্বাই(07)
(বিশেষ)
সইদ হাসান ইমাম
i.Indian National Federation-সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে
34.2
1918
দিল্লী (04)
মদনমোহন মালব্য (02)
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের কংগেস ত্যাগ
35
1919
অমৃতসর (01)
মতিলাল নেহরু

36.1
1920
কলকাতা (10)
(বিশেষ)
লালা লাজপত রায় (01)

36.2
1920
নাগপুর (02)
বিজয় রাঘব চারিয়ার
সংগ্রেসের সংবিধান পরিবর্তন
37
1921
আমেদাবাদ(02)
হাকিম আজমাল খান
অস্থায়ী সভাপতি
সভাপতি সি.আর দাস  জেলে
38
1922
গয়া (01)
চিত্তরঞ্জন দাস
স্বরাজ দল গঠন
39.1
1923
দিল্লী (04) (বিশেষ)
মৌলানা আবুল কালাম আজাদ (07)
সবচেয়ে কমবয়সের সভাপতি
39.2
1923
কাঁকিনাড়া
মৌলানা মহম্মদ আলি

40
1924
বেলগাঁ (01)
মহাত্মা গান্ধী

41
1925
কানপুর (01)
সরোজিনী নাইডু
প্রথম ভারতীয় মহিলা
42
1926
গৌহাটি (01)
শ্রীনিবাস আয়েঙ্গার

43
1927
মাদ্রাজ  (07)
এম.এ আনসারি
জওহরলাল নেহরুর চাপে স্বাধীনতার প্রস্তাব
44
1928
কলকাতা (10)
মতিলাল নেহেরু
প্রথম সারা ভারত যুব কংগ্রেস
45
1929
লাহোর (05)
জহরলাল নেহেরু
পূর্ণ স্বরাজেরে দাবী
46
1930
লাহোর (05)
জহরলাল নেহেরু

47
1931
করাচি (02)
বল্লভভাই প্যাটেল
প্রথম মৌলিক অধিকার,জাতীয় অর্থনীতি প্রস্তাব
48
1932
দিল্লী (04)
আর.ডি অমৃতলাল

49
1933
কলকাতা (10)
মিসেস নেলি সেনগুপ্ত

50
1934-1935
মুম্বাই(07)
রাজেন্দ প্রসাদ(03)
কংগ্রেস সোসালিস্ট দল গঠন
51
1936
লক্ষ্ণৌ (03)
জহরলাল নেহেরু

52
1937
ফইজপুর (01)
জহরলাল নেহেরু
প্রথম গ্রামে অধিবেশন
53
1938
হরিপুরা (01)
সুভাষচন্দ্র বসু

54
1939
ত্রিপুরা (01)
সুভাষচন্দ্র বসু
নেতাজির পদত্যাগে রাজেন্দ্রপ্রসাদ সভাপতি হন, প্রথম কংগ্রেস নির্বাচন,
ফরওয়ার্ড ব্লক গঠন
55
1940-1945
রামগড় (06)
আবুল কালাম আজাদ (07)

56
1946
মিরাট  (01)
জে.বি কৃপালনি  (07)

63
1947
দিল্লী (04)
রাজেন্দ প্রসাদ (02)

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top