ইঙ্গ-মহিশূর// ANGLO-MYSORE

0

ইঙ্গ-মহিশূর// ANGLO-MYSORE



মহীশূরঃ
1.    মহীশূর রাজ্যে কোন রাজবংশ রাজত্ব করত?- ওয়েডার (1578-1617)
2.    ওয়েডাররা বিজাপুরের কোন সুলতানের কাছে বশ্যতা শিকার করেছিল?- আদিল সাহের কাছে
3.   নঞ্চরাজ কার মন্ত্রী ছিলেন?- মহীশূরের হিন্দু রাজা চিক্কা কৃষ্ণরাজের
4.   চিক্কাকৃষ্ণরাজের দূর্বলতার সুযোগে কারা ক্ষমতা করায়ত্ত করেন?- মন্ত্রী নঞ্চরাজ তার ভাই দেবরাজ
হায়দার আলিঃ

1.   কবে কোথায় হায়দার আলির জন্ম হয়?- 1721 খ্রিস্টাব্দে বুদিকোটে এক সাধারন পরিবারে
2.   হায়দার আলির পিতার নাম কি?- ফতে মহাম্মাদ
3.   হায়দার আলির শিক্ষাগত যোগ্যতা কি ছিল?- নিরক্ষর
4.   ফতে মহাম্মাদের পেশা কি ছিল?- ভাড়াটিয়া সৈনিক হিসেবে কাজ করতেন
5.   হায়দার আলি কার অধীনে কর্মজীবন শুরু করেছিলেন?- মহীশূরের হিন্দু রাজা নঞ্চরাজের অধীনে
6.   কত খ্রিস্টাব্দে হায়দার আলি দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন?- 1755 খ্রিস্টাব্দে
7.   নন্দরাজ/নঞ্চরাজ হায়দারকে কি উপাধি দিয়েছিলেন?- ফতে হায়দার বাহাদুর
8.   হায়দার আলি কবে মহীশূরের সর্বেসর্বা হয়ে ওঠেন?- 1760/1761 খ্রিঃ(নঞ্চরাজকে ক্ষমাতাচ্যুত নজরবন্দী করার পর)
9.   হায়দার কবে মারাঠা আক্রমন থেকে মহীশূরকে রক্ষা করেন?- 1759 খ্রিঃ
10. পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিপর্যয়ের সুযোগে হায়দার কোন কোন অঞ্চল দখল করেন?- বেদনুর,গুটি,সুন্দা,সেরা,হচকট,দোদবালপুর,বেলারি,কুদাঙ্গা,কুর্নল প্রভৃতি(1761-1763 খ্রিঃ)
11.  হায়দার আলি কোন মন্দির নির্মান করেছিলেন?- রঙ্গস্বামী মন্দির
12. হায়দার তার দরবারকে কয়টি দরবারে ভাগ করেছিল?- 18 টি
13. তিনি পুলিশ গোয়েন্দা বিভাগের শীর্ষে কাকে রেখেছিলেন?- শামিয়া নামকএকজন ব্রাহ্মন
14. হায়দার আলি কোথায় মুদ্রা প্রচলন করেন?- বিদনুরে
15. হ্যদার কর্তৃক বিদনুর দখল কি নামে পরিচিত?- Land of Gold
16. কারা বিদনুরের সমৃদ্ধি প্রসঙ্গে Land of Gold বিশেষনটি ব্যাবহার করেছেন?- পর্তুগিজরা
17. বিদনুর লুঠ করে হায়দার কত স্টার্লিং পান?- 12 মিলিয়ন
18. বিদনুরকে তিনি কি হিসেবে ঘোষনা করেন?- তার স্বরাজ্য
19. টিপু সুলতান বিদনুরের নাম কি দিয়েছিলেন?- হায়দার নগর
20. কোন যুদ্ধে পেশোয়া মাধব রাও হায়দার আলিকে পরাস্ত করেন?- রাতে হাল্গির
21. হায়দার আলি কি ধরনের ভুমি বন্দবস্ত করেছিলেন?- রায়তওয়ারি
প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ(1767-1769 খ্রিঃ)
1.    কবে হায়দার বিরোধী মৈত্রী গড়ে ওঠে?- 1666 খ্রিঃ ( মারাঠা ,ইংরেজ নিজাম)
2.   হায়দার আলি কার মাধ্যমে উপোঢৌকন পাঠিয়ে নিজামকে নিজদলে টানেন?- মাহফুজ খান
3.   হায়দার আলি কিভাবে মারাঠাদের এই মৈত্রীজোট থেকে বিচ্ছিন্ন করেন?- 23 লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করে
4.   ইঙ্গ মহীশূর যুদ্ধের প্রত্যক্ষ কারন কি ছিল?- ইংরেজদের আশ্রিত কর্নাটকের নবাবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা
5.   ইংরেজ এবং আরকোটের নবাব মহাম্মাদ আলি কেন হায়দারের উপর ক্ষুব্ধ ছিলেন?- চাঁদা সাহেবের পুত্র রাজা সাহেবকে  তার অধীনে চাকুরী দেওয়ার জন্য
6.   ত্রিনোমালির বা চাংগমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?- নিজাম হায়দারের যুগ্ম বাহিনীর সঙ্গে ইংরেজদের(কর্নেল স্মিথ) (1768 খ্রিঃ)
7.   ত্রিনোমালির যদ্ধে কারা জয়ী হয়েছিল?- ইংরেজরা
8.   কবে নিজাম হায়দারের সঙ্গ ত্যাগ করেন?- 1768 খ্রিঃ মার্চ মাসে
9.   হায়দার কবে ইংরেজ বাহিনীকে পর্যুদস্ত করে মাদ্রাজ উপকন্ঠে উপস্থিত হয়?- 1769 খ্রিঃ
10. মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?- হায়দার আলি মাদ্রাজের ইংরেজদের মধ্যে (1769 খ্রিঃ 4 এপ্রিল)
11.  মদ্রাজের সন্ধির দুটি শর্ত-
                                                                                i.    একে অন্যের স্থান ফিরিয়ে দেওয়া (কারুর ছাড়া অন্য সকল স্থান হায়দারকে ফিরিয়ে দেওয়া হয়)
                                                                              ii.    এক পক্ষ অন্য শত্রুর দ্বারা আক্রান্ত হলে অন্য পক্ষ তাকে সাহায্য করবে
                                                                             iii.    তাঞ্জোরের রাজাকে হায়দারের বন্ধু হিসেবে মেনে  নেওয়া হয়
12. কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীসূর যুদ্ধের অবসান হয়?- মাদ্রাজের সন্ধি (1769 খ্রিঃ 4 এপ্রিল)
দ্বিতীয় ইঙ্গ-মহীসূর(1780-1784 খ্রিঃ)
1.   দ্বিতীয় ইঙ্গ-মহীসূর যুদ্ধের প্রত্যক্ষ কারন কি ছিল?- হায়দার আলি কতৃক আরকোট দখলকে কেন্দ্র করে
2.   কবে হায়দার আলি কর্নাটকের আর্কোট দখল করেন?- 1780 খ্রিষ্টাব্দ(কর্নেল বেলিকে পরাস্ত করে)
3.    হায়দার আলির সময় ইউরোপ মহাদেশে কোন যুদ্ধ শুরু হয়েছিল?- আমেরিকার স্বাধীনিতা যুদ্ধ
4.    আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সুময় ভারতে কাদের মধ্যে যুদ্ধ শুরু হয়?- ইঙ্গ-ফরাসি
5.    ভারতে ইঙ্গ-ফরাসি যুদ্ধের সময় ইংরেজরা মহীশূরে ফরাসিদের কোন উপোনিবেশটি দখল করে?- মাহে
6.    দ্বিতীয় ইঙ্গ-মহীসূর যুদ্ধের সময় কোন ফরাসি সেনাপতি নৌবহর নিয়ে ভারতে এসেছিলেন?- স্যাফ্রেন
7.    হায়দার আলি কবে কার কাছে পরাজিত হয়?- 1781 খ্রিঃ পোটোনোভোর যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুটের কাছে
8.    কোন যুদ্ধে টিপু সুলতান ইংরেজ সেনাপতি ব্রেটওয়েটকে পরাজিত করেন?- তাঞ্জোরের যুদ্ধে(1782 খ্রীঃ)
9.   1783 খ্রীষ্টাব্দে টিপু কোন ব্রিগেডিয়ারকে পরাস্ত করে-ব্রিগেডিয়ারকে ম্যাথুকে
10.  হায়দার আলির মৃত্যু কবে হয়?- 1782 খ্রিঃ 7 ডিসেম্বর (কর্কট রোগে)
11.  ইউরোপে ইঙ্গ-ফরাসি যুদ্ধের অবসান হয় কবে?- 1783 খ্রিঃ
12.  ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?- 1784 খ্রিঃ মাদ্রাজের ইংরেজ (গভর্নর ম্যাককার্টনি) কতৃপক্ষ টিপুর মধ্যে
13.  ম্যাঙ্গালোরের সন্ধির অপরনাম কি?-টুস
14.  কার মতে ম্যাঙ্গালোরের সন্ধি হলঅপমানজনক শাস্তি’?- ওয়ারেন হেস্টিংস
15.  ম্যাঙ্গালোরের সন্ধির শর্ত-
                                                                                      i.  অম্বুরগড় সতগুর দুর্গছাড়া টিপু তার হারানো দুর্গ ফিরে পায়
                                                                                    ii.  টিপু 1680 জন যুদ্ধবন্দিকে মুক্তি দেন
তৃতীয় ইঙ্গ-মহীসূর(1790-1792 খ্রিঃ)
1.   টিপু সুলতান কোন কোন কোন জিনিসের প্রবর্তন করেছিলেন?-নতুন ক্যালেণ্ডার, মুদ্রা,ওজন পরিমাপ
2.    টিপু সুলতান কবে একটি নৌসেনা গঠন করেন?- 1796 খ্রিষ্টাব্দে
3.    টিপু সুলতান ভারতের বাইরে কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন?-ফ্রান্স, তুরস্ক, ইরান, কনস্ট্যান্টিনোপল, কাবুল,মরিশাস,চীন প্রভৃতি স্থানে
4.    টিপু কবে ফ্রান্স তুরস্কের সাহায্যের জন্য দূত পাঠিয়েছিলেন- 1787 খ্রিঃ
5.    টিপু সুলতান কোন ভক্তিবাদী সাধকের অনুগামী ছিলেন- শঙ্করাচার্যের
6.    টিপু সুলতানের সময় মারাঠারা কোন মন্দির আক্রমন করেছিলেন-শৃঙ্গেরী
7.    টিপু সুলতান পলিগারদের কতৃত্ব কমানোর জন্য কি করেছিলেন- পলিগারদের সম্পত্তি অধিগ্রহন
8.    টিপু সুলতান Tree of Liberty বা স্বাধীনতার বৃক্ষ কোথায় স্থাপন করেছিলেন- রাজধানী শ্রীরঙ্গপত্তমে
9.   তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?- লর্ড কর্নওয়ালিশ
10. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের প্রত্যক্ষ কারন কি ছিল?- কর্নওয়ালিশ প্রকাশিত ইংরেজদের মিত্র রাজ্যের তালিকায় মহীশূরের নাম না থাকায় টিপুর 1789 খ্রিঃ ইংরেজদের মিত্র রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমন
11.  ইংরেজ,নিজাম মারাঠাদের মৈত্রী কবে গড়ে ওঠে?- 1790 খ্রিঃ
12.  1790 খ্রিঃ টিপু ইংরেজদের কোন মেজরকে পরাস্ত করেন?- জেনারেল মেডোকে
13. কর্নওয়ালিশ কবে ব্যাঙ্গালোর দখল করেন?- 1791 খ্রিঃ
14. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে নিজাম মারাঠা কার পক্ষ অবলম্বন করে?- ইংরেজদের
15. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?- টিপু ইংরেজদের (কর্নওয়ালিশ) মধ্যে(1792 খ্রিঃ)
16. শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্তঃ-
                                                                                      i.  টিপু 3 কোটি 30 লক্ষ টাকা এবং ইংরেজ,নিজাম মারাঠাদের তার রাজ্যের অর্ধাংশ ছেড়ে দেয়
                                                                                    ii.  ক্ষতিপূরনের টাকার জামিন হিসেবে টিপু তার দুই পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেয়
চতূর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ(1799 খ্রিঃ)
1.   টিপু তার সামরিক সাহায্য লাভের আশায় কোন কোন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন?- ফ্রান্স,কনস্ট্যান্টিনোপল,কাবুল,মরিশাস,আরব প্রভৃতি (1798 খ্রিঃ)
2.   তিনি ফ্রান্সের কোন ক্লাবের সদস্য হয়েছিলেন?- জ্যাকোবিন ক্লাব
3.   টিপুর সময় গভর্নর কে ছিলেন?- লর্ড ওয়েলেসলি
4.   লর্ড ওয়েলেসলি কবে টিপুকে এক চরমপত্র পাঠিয়ে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেয়?- 1799 খ্রিঃ জনুয়ারি মাসে
5.   কবে নিজাম ইংরেজদের যুগ্মবাহিনী মহীশূর আক্রমন করে?- 1799 খ্রিঃ
6.   নিজাম ইংরেজদের যুগ্মবাহিনী কেন মহীশূর আক্রমন করে?- লর্ড ওয়েলেসলি টিপুকে এক চরমপত্র পাঠিয়ে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরের নির্দেশ দেয় এবং টিপু তা ঘৃনাভরে প্রত্যাক্ষান করেছিল তাই
7.   কোন যুদ্ধে টিপু পরাজিত নিহত(1799,4ঠা মে, শ্রীরঙ্গপত্তমে) হন?- সদাশির (1799 খ্রিঃ) (টিপু ইংরেজ সেনাপতি স্টুয়ার্ট) মলভেরির যুদ্ধে (1799 খ্রিঃ 27 মার্চ) (টিপু ইংরেজ সেনাপতি হ্যারিস)
8.   ভারতে ইংরেজপদের সাম্রাজ্য স্থাপনের প্রথম বাঁধা পলাসির যুদ্ধ হলে দ্বিতীয় বাঁধা কোনটি?- শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ
9.   ফরাসিরা কবে থেকে শেষ নির্ভরযোগ্য মিত্রের সাহায্য থেকে বঞ্চিত হয়?- টিপু সুলতানের পতনের পর
10. কোন ঐতিহাসিক মনে করেন যেমহীশূর সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য হায়দার এবং ধ্বংস করার জন্য টিপু জন্মগ্রহন করেন’(‘Haidar was born to creat an empire. Tipu to loss one’)?- ঐতিহাসিক উইলকস
11.  হায়দার টিপুর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি আদর্শগত পার্থক্যঃ-
                                                                                              i.    প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের সুযোগ নিয়ে হায়দার মহিশূর-মারাঠা জোট গঠন করে কোম্পানীকে বিপন্ন করেছিল কিন্তু টিপু এরকম সু্যোগ পাননি(কর্নওয়ালিশ ওয়েলেসলি সর্বদাই মারাঠা নিজামকে নীজ পক্ষে রেখেছিলেন
                                                                                            ii.    টিপু ফরাসিদের সাহায্য আশা করেও পাননি
                                                                                           iii.    বৈদেশিক নীতি সম্পর্কে টিপু অনভিজ্ঞ ছিল
                                                                                           iv.    হায়দার অশ্বারোহী বাহিনীর উপর নির্ভরশীল ছিল কিন্তু টিপু জোর দিয়েছিল পদাতিক বাহিনীর উপর
12. স্বাধীন মহীশূর রাজ্যের পতন কবে হয়?- 1799 খ্রিঃ
13. টিপুর জীবনীকার কে ছিলেন?- মহীবুল হাসান
14. টিপুর শ্রীরংপত্তমে অবস্থানকালে শ্রীরঙ্গপত্তম কে অবরোধ করেছিল?- লর্ড ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেসলি
15. টিপুর মৃত্যুর পর সিংহাসনে কে বসেন?- তৃতীয় কৃষ্ণরাজকে ( তিনি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন)
16. বেন্টিং কবে মহীশূর দখল করে?- 1831 খ্রিঃ
17. কে কবে পুনরায় মহীশূরের রাজাকে তার রাজ্য ফিরিয়ে দেয়?- 1881 খ্রিঃ লর্ড রিপন
18. টিপু কোথায় রাস্তা নির্মান করেছিলেন?- মালাবারে
19. টিপু সুলতান শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করেছিলেন?- 7 টি
20. প্রদেশের শাসনকর্তাকে কি বলা হত?- আশরফ
21. সৈন বিভাগের প্রধানকে কি বলা হত?- ফৌজদার

ইঙ্গ-মহীশূর যুদ্ধ সম্পর্কে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য সমূহ
1.   ত্রিশক্তি(নিজাম,মারাঠা ও ইংরেজ) জোট কবে কবে হয়েছিল?- 1766 সালে (হায়দার) 1790 সালে (টিপুর) বিরুদ্ধে
2.   টিপুর বিশ্বস্ত সচীব কে ছিলেন?- শ্রীনিবাস রাও
3.   টিপুর বিশ্বস্ত উপদেষ্টা কে ছিলেন?- পন্ডিত পূর্ণারাইয়া
4.   নানা ফড়নবিশ কোন ফরাসি পর্যটককে পশ্চিম উপকূলে উপনিবেশ বা কুঠি বা বন্দর স্থাপনের অনুমতি দিয়েছিল?- সেন্ট লুবিন
5.   টিপু সুলতান আফগানিস্থানের কোন শাসককে ভারত আক্রমনের জন্য আমন্ত্রন জানিয়ে ছিল?- জামান শাহ
6.   হায়দার নঞ্চরাজকে সরিয়ে মহিশূরের অধিপতি হয় সেখানে ওর অনুচর কে ছিল?- খন্ডে রাও
7.   হায়দার নঞ্চরাজকে সরিয়ে মহিশূরের অধিপতি হয়ে কি উপাধি নিয়েছিল?- খোদেদাব
8.   হায়দার কবে সুলতান উপাধি নেন?- 1760/61 সালে
9.   টিপু শ্রীরঙ্গপত্তমে কি উপাধি নিয়েছিল?- বাদশাহ
10. টিপু সুলতান কবে সুলতান উপাধি নেন?- 1786 সালে
11.  চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর মারাঠা স্ম্রাজ্যকে কটি ভাগে ভাগ করা হয়েছিল?- তিনটি(উঃপূঃ-নিজাম,উঃপঃ-মারাঠা এবং বাকি ইংরেজদের)
12. হায়দার কোন বংশকে সরিয়ে রাজ্য দখল করে?- ওয়েডার/ওড়িয়ার
13.  নঞ্চরাজ ও দেবরাজ কোন কোন বিভাগে যুক্ত ছিল?- রাজস্ববিভাগের প্রধান(নঞ্চরাজ) সৈনদলের প্রধান (দেবরাজ)
14.  টিপু কবে ফ্রান্সে দূত পাঠিয়েছিল?- 1785 সালে
15.  টিপুকে কোন ফরাসি শাসক সাহায্য করেছিলেন?- ম্যালারটিক
16.  টিপু কাকে বলেছেন আপনাদের বোঝা উচিত আমি আপনাদের শত্রু নই, আপনাদের প্রকৃত শত্রু হচ্ছে ইংরেজরা তাদের সম্পর্কে আপনাদের সাবধান হওয়া উচিত’?- হরিশন পান্থকে

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
                         

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top