নবম শ্রেনী-দ্বিতীয় অধ্যায় Part-1
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
নেপোলিয়ান
বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? - ইটালির অ্যাজাকসিওতে
2.
প্রথম
জীবনে নেপোলিয়ান কী ছিলেন? - ফরাসি
গোলন্দাজ বাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট ছিলেন।
3.
নেপোলিয়ানের
পিতার নাম কী?- কার্লো বোনাপার্ট।
4.
নেপোলিয়ান
কোন্ সামরিক বিদ্যালয়ে শিক্ষালাভ করেন?- ব্রিয়েনের সামরিক বিদ্যালয়
5.
ডাইরেক্টরি
শাসনব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত
হয়?- 1795 খ্রিস্টাব্দে
6.
1795 খ্রিস্টাব্দে
নতুন সংবিধান অনুসারে কতজন ডাইরেক্টরকে নিয়ে গঠিত আইনসভার হাতে ফ্রান্সের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের
দায়িত্ব অর্পিত হয় ?- পাঁচজন
7.
ডাইরেক্টরি
কী?- ফ্রান্সের জাতীয়
সভা পাঁচজন ডাইরেক্টর ও আইনসভার মাধ্যমে যে শাসনব্যবস্থা
চালু করেন
8.
কার
নেতৃত্বে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে ?- নেপোলিয়ান বোনাপার্টের
9.
কাকে
দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয়?- নেপোলিয়ান বোনাপার্টকে
10.
নেপোলিয়ান কাদের সহায়তায় ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান?- অ্যাবে
সিয়েস এবং ব্যারাস
11.
কত
খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে?- 1799 খ্রিস্টাব্দে
12.
ফরাসি
বিপ্লবের আদর্শগুলি কী কী?- সাম্য,
মৈত্রী ও স্বাধীনতা।
13.
নেপোলিয়ান
কত খ্রিস্টাব্দে ফ্রান্সে কনসুলেট নামে নতুন এক শাসনব্যবস্থা প্রবর্তন
করেন?- 1799 খ্রিস্টাব্দে
14.
নেপোলিয়ানের
গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট’ উপাধি ধারণের সময়কাল- 1804 খ্রিস্টাব্দে
15.
নেপোলিয়ান
কাদের প্রস্তাবানুসারে নিজেকে গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট’ বলে ঘোষণা করেন ? - ফরাসি সিনেটের
প্রস্তাবানুসারে
16.
নেপোলিয়ান
যে আইনবিধিটি প্রবর্তন করেন সেটি কী নামে ইতিহাস প্রসিদ্ধ ?- ‘কোড নেপোলিয়ান’
17.
কোড
নেপোলিয়ানের ধারার সংখ্যা কত?- মোট 2287টি
18.
সামাজিক
ক্ষেত্রে ফরাসি বিপ্লবের লক্ষ্য কী ছিল?- সমাজে
সাম্য প্রতিষ্ঠা।
19.
কোড
নেপোলিয়ানের মাধ্যমে সমগ্র ইউরোপে কীসের বাণী ছড়িয়ে পড়েছিল ? সাম্যের বাণী
20.
কোড
নেপোলিয়ানের অংশ ফৌজদারি কোডের আইনবিধিগুলি কীসের উপর গুরুত্ব দিয়ে রচিত হয়েছিল?- যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের
উপর
21.
নেপোলিয়ান
কত বছরের জন্য ফরাসি কনসাল নিযুক্ত হুন ? - 10 বছরের জন্য
22.
কোন্
আইনের বলে নেপোলিয়ান যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন? - 1802 খ্রিস্টাব্দে
23.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে ‘ফরাসি সম্রাট রূপে ঘোষণা করেন ? - 1804 খ্রিস্টাব্দে
24.
কোন
প্রজাতন্ত্রকে নেপোলিয়ান ইতালীয় প্রজাতন্ত্র নামে আখ্যা দিয়েছিলেন? - সিজালপাইন প্রজাতন্ত্রকে
25.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়ান সম্রাটের মুকুট ধারণ করেছিলেন? - 1804 খ্রিস্টাব্দে
26.
ট্রাফালগারের
নৌযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত
হয়?- 1805 খ্রিস্টাব্দে
27.
1805 খ্রিস্টাব্দের
ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ নৌ-সেনাপতি কে ছিলেন? -
নেলসন।
28.
নেপোলিয়ান
কাদের নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন
করেন? - জার্মান রাজ্যগুলিকে
নিয়ে
29.
কত
খ্রিস্টাব্দে ফ্রান্সের কাছে প্রাশিয়া পরাজিত হয় ?- 1806 খ্রিস্টাব্দে
30.
কোন্
যুদ্ধে ফ্রান্সের কাছে প্রাশিয়া পরাজিত হয় ? - জেনার যুদ্ধে
31.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন ?- 1812 খ্রিস্টাব্দে
32.
নেপোলিয়ান
প্রাশিয়া অধিকৃত কোন্ রাষ্ট্র নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ সংগঠন
তৈরি করেন ?- প্রাশিয়া অধিকৃত পোল্যান্ড
33.
সুইস
কনফেডারেশনের কয়টি ক্যানটন ফ্রান্সের ওপর নির্ভরশীল ছিল?- উনিশটি
34.
ইটালির
উত্তরে কোন্ প্রজাতন্ত্র সুইস কনফেডারেশন পরিণত হয় ?- হেলেভেটিক
35.
গ্র্যান্ড
ডাচি অফ ওয়ারশ সংগঠন
তৈরির পর নেগেট ডাচিকে কোন
রাজার শাসনাধীনে রাখেন?- স্যাক্সনির
36.
কত
খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়? - 1815 খ্রিস্টাব্দে
37.
নেপোলিয়ান
ফরাসি বাহিনীকে
বিব্রত করার জন্য স্পেনীয় জনতা কী ব্যবস্থা গ্রহণ
করেছিল?- চোরাগোপ্তা হামলা
বা গেরিলা যুদ্ধ
38.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন ?- 1812 খ্রিস্টাব্দে
39.
উপদ্বীপের
যুদ্ধের সময় স্পেনের রাজপদে কে অধিষ্ঠিত ছিলেন ? - চতুর্থ চার্লস।
40.
‘আর্মি
অফ ইংল্যান্ড’ কাকে বলা হত? – নেপোলিয়ান বোনাপার্ট ইংল্যান্ডকে পরাজিত
জন্য যে বৃহৎ নৌবাহিনী গঠন করেন
41.
ট্রাইবুনেট’কী? - ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম ট্রাইবুনেট।
42.
নেপোলিয়ান
কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? - 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট
43.
কবে
ও কাদের মধ্যে নীলনদের যুদ্ধ সংঘটিত হয় ? - 1798 খিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
44.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়ানব্যাংক অফ ফ্রান্স’
প্রতিষ্ঠা করেন? - 1800 খ্রিস্টাব্দে
45.
ধর্মমীমাংসা
চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - নেপোলিয়ান ও
পোপ সপ্তম পায়াসের মধ্যে
46.
কত
খ্রিস্টাব্দে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়? - 1801 খ্রিস্টাব্দে
47.
ফন্টেন
ব্লু’-র সন্ধি দ্বারা
নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয় ? -এলবা দ্বীপে
48.
কবে
ও কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ সংঘটিত হয়? - 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
49.
লেজিসলেচার’
কী?- ফ্রান্সের আইনভার নিম্নকক্ষকে বলা হত লেজিসলেচার।
50.
নেপোলিয়ানের
কোথায় মৃত্যু
হয়? - সেন্ট হেলেনা
দ্বীপে নির্বাসিত অবস্থায়
51.
রাশিয়া
কেন পোড়ামাটি নীতি অনুসরণ করে ? - নেপোলিয়ান ফ্রান্স
আক্রমণ করায়
52.
প্রেসবার্গের
সন্ধি কবে ও কাদের মধ্যে
স্বাক্ষরিত হয়? - 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্য
53.
করুন্নার
যুদ্ধ’ কাদের মধ্যে সংঘটিত হয়?- ফ্রান্স ও
ইংল্যান্ডের মধ্যে 1809 খ্রিস্টাব্দে
54.
পদাতিক
সেনাবাহিনীর অফিসারদের জন্য নেপোলিয়ান বোনাপার্ট কোন্ কলেজ নির্মাণ করেন? - ‘সেন্ট সেসির
সামরিক কলেজ
55.
নেপোলিয়ান
কত খ্রিস্টাব্দে
ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন ? - 1807 খ্রিস্টাব্দে
56.
ফরাসি
সমাজের বাইবেল' কাকে বলা হয় ? - নেপোলিয়ানের আইন-সংহিতাকে
57.
কোন
গির্জায় নেপোলিয়ানের ফরাসি সম্রাট রূপে অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় ? - নটারদাম গির্জায়
58.
নেপোলিয়ানের
কয়েকজন উল্লেখযোগ্য
সৈন্যাধ্যক্ষের নাম - ম্যাসেনা, ক্যামবেসেরেস,
লেবার্ন
59.
নেপোলিয়ান
ছাড়া আর দুজন কনসালের নাম - রজার ডুকোস ও অ্যাবে সিয়েস।
60.
‘বোনাপার্টিস্ট
কোলবার্টিজম’ কী ? - নেপোলিয়ান বোনাপার্ট
ফ্রান্সে শিল্পোন্নয়নের জন্যযে পদক্ষেপ নিয়েছিলেন
61.
ইউনিভার্সিটি
অফ ফ্রান্স’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : নেপোলিয়ান বোনাপার্ট
62.
নেপোলিয়ান
পোপ সপ্তম পায়াসকে কেন বন্দি করেন ? - পোপ সপ্তম
পায়াস নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ অমান্য করায়
63.
পেনিনসুলার
যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ? - নেপোলিয়ান বোনাপার্ট
এবং স্পেন ও পোর্তুগালের অধিবাসীদের মধ্যে
64.
কোন
সাহিত্যিকের বর্ণনা থেকে নেপোলিয়ানের রাশিয়া অভিযানের কথা জানা যায় ? -লিও টলস্টয় রচিত ‘ওয়ার অ্যান্ড পিস’ নামক গ্রন্থ থেকে
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
|
ফরাসি সংবিধান সভার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
উত্তরমুছুন১৭৮৯ সালের ফরাসী সংবিধান সভার গুরুত্ব দেওয়া হয়েছে website-এ visit করে নাও
মুছুননেপোলিয়ান কোন দেশকে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ তে পরিণত করে
উত্তরমুছুনNepoliyan কিভাবে ফরাসি জাতির সম্রাট উপাধি লাভ করেন
উত্তরমুছুনকেউ জানে থাকলে দয়া করে আমাকে Ripley দিন
মুছুননেপলিয়ান বোনাপাট Napoleon Bonapart) কিভাবে ফরাসি জাতির সম্রাটে পরিণত হয়েছিলেন?
উত্তরমুছুনAnswer Link ,.......Dilam
https://history4u3.blogspot.com/2021/06/napoleon-bonapart-napoleon-bonapart.html
তাড়াছা উত্তর ওয়েবসাইটে দেওয়া হয়েছে দেখে নাও
উত্তরমুছুনhttps://youtu.be/0u6Fie4mgOA
উত্তরমুছুন