ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-3 ) ১ মার্কের প্রশ্ন ও উত্তর ।

3
 

ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-3)

১ মার্কের প্রশ্ন ও উত্তর 

ফরাসী বিপ্লবের কয়েকটি দিক(নবম শ্রেনী)




1.        আঁসিয়া রেজিমকথার অর্থ কী?-পূর্বতন সমাজ।
2.       আমিই রাষ্ট্র’–এ কথা বলেছিলেন?-চতুর্দশ লুই
3.       থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী?-রোবসপিয়র ও তার অনুগামীদের গিলোটিনে হত্যা
4.       দ্য স্পিরিট অফ লজগ্রন্থের লেখক হলেন? মন্তেস্কু


5.       পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অফ লজ গ্রন্থ দুটির প্রণেতা কে?-মন্তেস্কু।
6.       পার্সিয়ান লেটার্সগ্রন্থের রচয়িতা হলেন?-মন্তেস্কু।
7.       প্যারি কমিউনকেন গঠিত হয়েছিল?-প্যারিস নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য স্থানীয় কমিটি বা প্যারি কমিউনগঠন করেছিল।
8.        বিশ্বকোশ-এর রচনাকার হিসেবে দুজনের নাম লেখ?- ডেনিস দিদেরো এবং দ্য এলেমবার্ট।
9.       ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়-1792 খ্রিস্টাব্দে
10.   1774 খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের জন্য ষোড়শ লুই প্রথম কাকে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন-তুর্গোকে
11.   1774 খ্রিস্টাব্দে সিংহাসন লাভের কিছুদিনের মধ্যেই ষোড়শ লুই অর্থনৈতিক সংস্কারশ প্রবর্তনের জন্য অর্থমন্ত্রী নিযুক্ত করেন?- তুর্গোকে
12.   অ্যাসাইনেটকী ?-1790 খ্রিস্টাব্দে চার্চের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং চার্চের বাজেয়াপ্ত সম্পত্তির ভিত্তিতে অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রার প্রবর্তন করা হয়।
13.    
14.   1789 খ্রিস্টাব্দের 9 জুলাই জাতীয় সভা কীসে পরিণত হয় ?-সংবিধান সভায়
15.   First Estate বা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন?-যাজকরা
16.   অবাধ বাণিজ্য নীতির পক্ষে মত প্রকাশ করেছেন? অ্যাডাম স্মিথ
17.    অভিজাত সম্প্রদায় ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5 শতাংশ।
18.   অভিজাত সম্প্রদায়ের দখলে ছিল ফ্রান্সের সমগ্র কৃষিজমির-1/5 ভাগ
19.    অভিজাতরা ছিলেন?-দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত
20.   অর্থসংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ষোড়শ লুই কত বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন? -175 বছর পর


21.   অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রী আদর্শে বিশ্বাসী ছিলেন?-মন্তেস্কু
22.   অষ্টাদশ শতাব্দীর বুদ্ধি বিভাসার প্রধান কেন্দ্র ছিল?-ফ্রান্স
23.   আমার ইচ্ছাই আইন’–এ কথা বলেছিলেন -ষোড়শ লুই।
24.   আমার পরেই মহাপ্রলয় আসছে’–এ কথা বলেছিলেন-পঞ্চদশ
25.   আর্থিক অসংগতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘরবলেছেন?-অ্যাডাম স্মিথ
26.   ইউরোপের প্রথম লিখিত সংবিধান হল?-) ফ্রান্সের সংবিধান
27.   ইনটেনডেন্টকারা ছিলেন ?- প্রাদেশিক রাজকীয় কর্মচারী
28.   উগ্র রাজতন্ত্রীরা কার নেতৃত্বে ডাইরেক্টরির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় ? -ব্রোতিয়ারের নেতৃত্বে
29.    উচ্চ যাজকদের অধীনে ছিল সমগ্র ফ্রান্সের আবাদযোগ্য জমির -1/5 ভাগ।
30.   একজন জিরন্ডিস্ট নেত্রীর নাম লেখ?-ডি-আর্জন্ট।
31.   একটি প্রত্যক্ষ করের নাম লেখে যা শুধুমাত্র তৃতীয় সম্প্রদায়কেই দিতে হত? ভিটিংয়েমে (থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর আয়কর)
32.   এমিগ্রিকাদের বলা হত? -দেশত্যাগী অভিজাতদের
33.   কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের শেষ অধিবেশন হয়েছিল?-1614 খ্রিস্টাব্দে
34.   কত বছর পরে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন? 175 বছর পরে
35.   কবে নতুন আইনসভা জাতীয় সম্মেলনবা ন্যাশনাল কনভেনশনপ্রতিষ্ঠিত হয়? -1792 খ্রিস্টাব্দে নতুন


36.   কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়?- 1795 খ্রিস্টাব্দের 25 অক্টোবর
37.   কবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল?-1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
38.   কবে ষোড়শ লুইকে হত্যা করা হয়? -1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি
39.   কবে স্টেটস জেনারেল জাতীয় সভায় পরিণত হয় ? উত্তর : 1789 খ্রিস্টাব্দের 17 জুন
40.   কর্ডেলিয়ার ক্লাবের একজন নেতার নাম লেখ–দাঁতো
41.   কাদিদগ্রন্থটি রচনা করেন?- ভলতেয়ার
42.   কার নেতৃত্বে ফরাসি স্বেচ্ছাসেবকরা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল ?- লাফায়েতের নেতৃত্বে
43.   কার সামরিক কৃতিত্বে বৈদেশিক ক্ষেত্রে ডাইরেক্টরি সাফল্য লাভ করেছিল?-নেপোলিয়ান বোনাপার্টের
44.   কে পাদুয়ার ঘোষণাপত্র জারি করেছিলেন? লিওপোল্ড
45.   কে প্যারি কমিউনের মেয়র নিযুক্ত হয়েছিলেন?-প্যারি কমিউনের মেয়র নিযুক্ত হয়েছিলেন বেইলি।
46.   কোন অভিযোগের ভিত্তিতে ষোড়শ লুইকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছিল?-বিশ্বাসঘাতকতার অভিযোগে।
47.   কোন ঐতিহাসিক ফরাসি বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন? ঐতিহাসিক লুই ফিশার
48.   কোন ঘটনার মধ্য দিয়ে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে ?-রোবসপিয়রের মৃত্যুর সঙ্গে সঙ্গে
49.   কোন দার্শনিকের রাজনৈতিক আদর্শ অভিজাত বিপ্লবের পথ সুগম করেছিল? মন্তেস্কুর
50.   কোন বিপ্লবকে ফরাসি বিপ্লবের প্রবর্তক বলা যায় ?-অভিজাত বিপ্লবকে


51.   কোন শব্দ থেকে বুর্জোয়াশব্দের উদ্ভব ঘটেছে?-বার্গারশব্দ থেকে
52.   কোন্ ঘটনার মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয় ? স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করায়
53.   কোন্ যুদ্ধে অংশগ্রহণ করে ফ্রান্স সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়?  আমেরিকার স্বাধীনতা যুদ্ধে
54.   কোন্ শ্রেণিকে ফরাসি বিপ্লবের অগ্রদূত বলা হয়?-বুর্জোয়াদের
55.   ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কু।
56.   ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন?-মস্তেস্কু
57.   জনগণের সার্বভৌমত্বতত্ত্বের প্রবক্তা ছিলেন?- রুশো।
58.   জিরন্ডিন দলের অন্য কী নাম ছিল?-জিরন্ডিন দলের অন্য নাম ছিল ব্রিসসা বা ব্রিসোপন্থী।
59.   জ্যাকোবিন ক্লাবের দুজন নেতার নাম লেখ?- লাফায়েৎ এবং মিরাব্যু।
60.   জ্যাকোবিন দলের খ্যাতনামা একজন নেত্রীর নাম লেখ- পাওলিন লিওন।
61.   জ্যাকোবিনদের ধ্বংস করার জন্য যে সন্ত্রাস শুরু হয়েছিল, তাকে কী বলা হত?-শ্বেত সন্ত্রাস।
62.   টেনিস কোর্টের শপথ কবে গৃহীত হয়েছিল?-1789 খ্রিস্টাব্দের 20 জুন
63.   টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল- 1789 খ্রিস্টাব্দের 20 জুন।
64.   তুর্গো যে রাজার আমলে অর্থমন্ত্রী ছিলেন, তিনি হলেন?-ষোড়শ লুই।
65.   তুর্গোর পর কারা অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন? -তুর্গোর পর নেকার (1776 খ্রিস্টাব্দ), ক্যালোন (1783 খ্রিস্টাব্দ) এবং ব্রিয়াঁ (1787 খ্রিস্টাব্দ) অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।


66.   তৃতীয় এস্টেটই আসলে ফরাসি জাতি’–এ কথা বলেছেন?-অ্যাবে সিয়েস
67.   তৃতীয় শ্রেণিকে বহন করতে হত এমন তিনটি পরোক্ষ কারের নাম লেখ?-গ্যাবেল' বা লবণ কর; ‘অ্যাদবা সুরা, তামাক প্রভৃতি ভোগ্যবস্তুর ওপর করভিবা বিনা পারিশ্রমিকে শ্রমদান বহন করত
68.   তৃতীয় সম্প্রদায়ের দুজন নেতার নাম লেখ-মিরাব্যু এবং অ্যাবে সিয়েস।
69.   দ্য ওয়েলথ অফ নেশনসগ্রন্থের লেখক হলেন?-অ্যাডাম স্মিথ
70.   ধর্মীয় কররূপে প্রচলিত ছিল ?- টাইথ
71.   নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল?- 1791 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর
72.   নেপোলিয়ান বোনাপার্ট করে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন? -1799 খ্রিস্টাব্দে
73.   পঞ্চদশ লুইকে বলা হত?-প্রজাপতি রাজা
74.   পঞ্চদশ লুইকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তাঁর উপপত্নী?- মাদাম দ্য পম্পাদ্যুর
75.   পাদুয়ার ঘোষণা জারি করেন?-অস্ট্রিয়ার সম্রাট
76.   প্রথম ফরাসি প্রজাতন্ত্রের সূচনা হয় কবে? - ফ্রান্সে ন্যাশনাল কনভেনশনের শাসন প্রতিষ্ঠিত হলে(1792 খ্রিস্টাব্দে)।
77.   প্রাক্-বিপ্লব যুগে ফরাসি সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল সেগুলি হলফার্স্ট এস্টেট বা যাজক সম্প্রদায়, সেকেন্ড এস্টেট বা অভিজাত সম্প্রদায় এবং থার্ড এস্টেট বা সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়।
78.   প্রাক্-বিপ্লব যুগের অভিজাত প্রভাবিত ফরাসি সমাজ কী নামে পরিচিত ছিল?-পূর্বতন সমাজ (অঁসিয়া রেজিম
79.   ফরাসি চার্চকে দেয় করকে বলা হত-টাইথ
80.   ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর অধিনায়ক কে ছিলেন? - লাফায়েৎ


81.   ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ?- 1779 খ্রিস্টাব্দে
82.   ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে’—একথা বলেছেন?-লেফেভর
83.   ফরাসি বিপ্লবের জনক ছিলেন?-রুশো
84.   ফরাসি বিপ্লবের প্রথম রক্তাক্ত ঘটনা কী? -বাস্তিল দুর্গের পতন
85.   ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের বুরবো বংশীয় শাসক ছিলেন?-ষোড়শ লুই।
86.   ফরাসি সমাজে লবণ কর কী নামে পরিচিত ছিল? গ্যাবেল
87.   ফরাসি সম্রাট ষোড়শ লুইকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তার সুন্দরী পত্নী?-মেরি আঁতোয়ানেৎ
88.   ফিলজফ' কাদের বলা হত? বুদ্ধি বিভাসার ধারক দার্শনিকদের ফিলজফ বলা হত।
89.   ফ্রান্সে কবে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটে? -1789 খ্রিস্টাব্দের ৪ আগস্ট
90.   ফ্রান্সে কারা নবিলিটি অব দ্য সোর্ডনামে পরিচিত ছিল? -বংশানুক্রমিক অভিজাতরা
91.   ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের বলা হত?-ইনটেনডেন্ট
92.   ফ্রান্সে ফিজিওক্রাটরা ছিলেন?-এক শ্রেণির অর্থনীতিবিদ
93.   ফ্রান্সে বিলাসী রাজারূপে পরিচিত ছিলেন -  পঞ্চদশ লুই।
94.   ফ্রান্সে ভূমিকরের নাম ছিল?-টেইলি
95.    ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলেছিল?-1793 খ্রিস্টাব্দের জুন থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত
96.   ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন?-রোবসপিয়র
97.   ফ্রান্সের জাতীয় সভা কবে সংবিধান সভায় রূপান্তরিত হয়? উত্তর : 1789 খ্রিস্টাব্দের 9 জুলাই
98.   ফ্রান্সের জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের মহীশূর রাজ্যের শাসক-টিপু সুলতান
99.   ফ্রান্সের নিম্ন যাজকরা ছিলেন?-তৃতীয় সম্প্রদায়ভুক্ত
100.   ফ্রান্সের পূর্বতন সমাজব্যবস্থায় প্রথম দুটি সুবিধাভোগী শ্রেণি?-সমস্ত করভার থেকে মুক্ত ছিল।


101.   ফ্রান্সের সমগ্র জনসংখ্যার 97% ছিল ?-তৃতীয় সম্প্রদায়
102.   বাধ্যতামূলক শ্রমদান ছিল?-করভি।
103.   বাস্তিল কী?- প্যারিসের পূর্ব প্রান্তে অবস্থিত বাস্তিল নামক দুর্গটি ছিল বুরবো রাজাদের স্বৈরাচারের মূর্ত প্রতীক
104.   বাস্তিল দুর্গের পতন হয়েছিল-1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
105.   বিপ্লব চলাকালীন সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক সংগঠনের নাম লেখ।
106.   বিপ্লব চলাকালীন সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক সংগঠনের নাম হলকর্ডেলিয়ার এবং জ্যাকোবিন।
107.   বিপ্লব পূর্ব ফরাসি রাজতন্ত্রের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থা পরিপ্রেক্ষিতে কে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসেবে চিহ্নিত করেছেন? –ভলতেয়ার
108.   বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের রাজতন্ত্রের সংকটকে কে  জনৈতিক কারাগারবলেছেন? -ভলতেয়ার
109.   বিপ্লবের অব্যবহিত পূর্বে ফরাসি সমাজ কাঠামো ছিল মধ্যযুগীয় -সামন্ততান্ত্রিক
110.   বিপ্লবের পূর্বে প্রথম সম্প্রদায়ভুক্তরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1 শতাংশ
111.   বিপ্লবের পূর্বে ফরাসি সমাজের উপশ্রেণি ছিল - 3টি
112.   বিপ্লবের পূর্বে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষকে কর দিতে হত ?-95 শতাংশ
113.   বিপ্লবের পূর্বে বৃহৎ শিল্পপতি ও বিত্তশালী শ্রেণি ছিল?-তৃতীয় সম্প্রদায়ভুক্ত
114.   বিপ্লবের সঙ্গে জড়িত একটি নারী সংগঠনের নাম লেখ?- সোসাইটি অফ রেভল্যুশনারি রিপাবলিক উইমেন।
115.   বিপ্লবের সময় ফ্রান্সে ক-টি রাজনৈতিক দল ছিল ? চারটি
116.   ব্যাবুফ ষড়যন্ত্র কী? -1796-97 খ্রিস্টাব্দে জ্যাকোবিন নেতা ব্যাবুফের নেতৃত্বে উগ্রপন্থীরা ডাইরেক্টরিকে উচ্ছেদ করে ক্ষমতা দখলের চেষ্টা করে।
117.   ভারতের কোন্ শাসক ফরাসি বিপ্লবকে সম্মান জানিয়েছিলেন?-ভারতের মহীশূরের শাসক টিপু সুলতান
118.   মারাত ছিলেন-জ্যাকোবিন নেতা
119.   মিরাব্যু কবে মারা যান? -1791 খ্রিস্টাব্দের 2 এপ্রিল
120.   রাজনৈতিক ও ধর্মীয় ফরাসি সমাজের সুবিধাভোগী শ্রেণি কাদের বলা হত? -যাজক সম্প্রদায়


121.   রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি
122.   রুশোর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ হল?- সামাজিক চুক্তি।
123.   রোবসপিয়র কোন দলের নেতা ছিলেন? –রোবসপিয়র ছিলেন জিরভিন দলের নেতা।
124.   লৎ এৎ ভেন্তিকী? -বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত সম্পত্তি ও হস্তান্তরজনিত  করকে বলা হত লৎ এৎ ভেন্তি।
125.   লেজিসলেটিভ অ্যাসেম্বলি কী? উত্তর : এই নতুন আইনসভার নাম(1791 খ্রিস্টাব্দের 1 অক্টোবর)
126.   লেতর দ্য ক্যাশে ছিল?-গ্রেফতারি পরওয়ানা।
127.   শাসনকার্যের সুবিধার জন্য ফরাসি সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে ক-টি ডিপার্টমেন্টে?- 83টি
128.   ষোড়শ লুই সপরিবারে দেশত্যাগ করে অস্ট্রিয়ায় পলায়ন করার চেষ্টা করেন?-1791 খ্রিস্টাব্দের 20 জুন
129.   ষোড়শ লুইয়ের রাজত্বকালে ফ্রান্স যোগদান করেছিল?-আমেরিকার স্বাধীনতা যুদ্ধে
130.    সংবিধান সভা কবে ব্যক্তি ও নাগরিকের অধিকারগুলির ঘোষণা করে? -1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট
131.   সন্ত্রাসের রাজত্বকালে কার অনুগামীদের নিয়ে ফ্রান্সে সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল? বামপন্থী নেতা হেবার্তের অনুগামীদের নিয়ে
132.   সন্ত্রাসের রাজত্বের সময় অন্যতম বামপন্থী নেতা হেবার্তের নেতৃত্বে কোন দল গঠিত হয়েছিল?-সমাজতন্ত্রী
133.   সমাজ ও রাষ্ট্রের সমস্ত সুযোগ ভোগ করতেন?-প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়
134.   স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ কীসের প্রস্তাব করেন?  মাথাপিছু একটি ভোটের
135.   স্টেটস জেনারেলে ভোটদানের পদ্ধতি কীরূপ ছিল? -সম্প্রদায়গত
136.   স্টেটস জেনারেলের শেষ অধিবেশন বসেছিল-1614 খ্রিস্টাব্দে।


পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর










একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top