নবম শ্রেনী-দ্বিতীয় অধ্যায় Part-2 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

1


নবম শ্রেনী-দ্বিতীয় অধ্যায় Part-2



১ মার্কের প্রশ্ন ও উত্তর 



1.       ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কাকে ?- নেপোলিয়ন বোনাপার্টকে।
2.       প্রথম জীবনে নেপোলিয়ন কোন্ রাজনৈতিক দলের সদস্য ছিলেন ? - জ্যাকোবিন।
3.       কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তুলো বন্দর ইংরেজ বাহিনীর আক্রমণের হাত থেকে রক্ষা করেন ?- 1793 খ্রিস্টাব্দে।
4.       তুলো বন্দর রক্ষা করলে ফরাসিজাতীয় সভা’ নেপোলিয়নকে কী সম্মান দেয় ? - ফরাসি ব্রিগেডের জাতীয় সভা
5.       ফ্রান্সের উত্তেজিত জনতা কবে জাতীয় মহাসভা আক্রমণ করে ? - 5 অক্টোবর 1795 খ্রিস্টাব্দে।


6.       কত খ্রিস্টাব্দে ক্যাম্পো ফোর্মিয়ো- সন্ধি স্বাক্ষরিত হয় ? - 1797 খ্রিস্টাব্দে।
7.       নেপোলিয়ন পোপ ষষ্ঠ পায়াসের সঙ্গে কী সন্ধি করেন?- টলেন্টিনোর সন্ধি
8.       পিরামিডের যুদ্ধ কবে হয়?- 1798 খ্রিস্টাব্দে
9.       কত খ্রীষ্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান?- 1799 খ্রিস্টাব্দে
10.   ফ্রান্সের ইতিহাসে কোন্ ঘটনা ‘18 ব্রুমেইয়ারের ঘটনা নামে খ্যাত ? - নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসনের উচ্ছেদের ঘটনা।
11.   অষ্টমবর্ষের সংবিধান কতদিন টিকে ছিল ? - 1799–1804 খ্রিস্টাব্দ পর্যন্ত।
12.   ট্রিবিউনেটকী ? - ফরাসি আইনসভার উচ্চকক্ষ।
13.   রাষ্ট্রীয় পরিষদকী ?- কনস্যুলেট শাসনের একটি অঙ্গ।
14.   কত খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় ? - 1802 খ্রিস্টাব্দে।
15.   সম্রাট নেপোলিয়নের সময় পোপ কে ছিলেন ? - প্রথমে ষষ্ঠ পায়াস, পরে সপ্তম পায়াস।


16.   ফ্রান্সে কবে প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ? - 1804 খ্রিস্টাব্দে।
17.   নেপোলিয়ন কবে নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন ? - 1804 খ্রিস্টাব্দে।
18.   কত খ্রিস্টাব্দেকোড নেপোলিয়নঘোষিত হয় ?- 1807 খ্রিস্টাব্দে।
19.   কোড নেপোলিয়নেকতগুলি আইন সংকলিত হয় ?- 2287টি।
20.   কাকে দ্বিতীয় জাস্টিনিয়ানবলা হয় ?- সম্রাট নেপোলিয়নকে।
21.   কাকেফরাসি সমাজের বাইবেলবলা হয় ? - কোড নেপোলিয়নকে।
22.   নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রীর নাম কী ? - জোসেফাইন।
23.   ব্যাংক অভ ফ্রান্সকবে প্রতিষ্ঠিত হয় ?- 1800 খ্রিস্টাব্দে।
24.   নেপোলিয়ন কবে পোপের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন ? - 1801 খ্রিস্টাব্দে।
25.   নেপোলিয়ন কার সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি করেন ? - পোপ সপ্তম পায়াস-এর সঙ্গে।
26.   লিজিয়ন অভ অনারকী ? - ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
27.   কোন্ সময়কে ফ্রান্সেরনেপোলিয়নের যুগবলা হয় ? - 1799-1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে।
28.   ইউরোপের কোথায় সিজালপাইন রিপাবলিক প্রতিষ্ঠিত হয় ?- ইটালিতে।
29.   ইউরোপের কোন দেশে বাটাভিয়ান প্রজাতন্ত্র গড়ে ওঠে ?- হল্যান্ডে।
30.   লুনেভিলের চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? -1801 খ্রিস্টাব্দে।
31.   রাইন রাষ্ট্রসংঘকবে প্রতিষ্ঠিত হয় ? - 1806 খ্রিস্টাব্দে।
32.   ইতালীয় জাতীয়তাবাদের জনককাকে বলা হয় ? - নেপোলিয়নকে।
33.   ইউরোপীয় কোন্ দেশকে সমুদ্রের রানিবলা হত ? - ইংল্যান্ডকে।
34.    কত খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয় ? - 1805 খ্রিস্টাব্দে।
35.   কোন্ ডিক্রি দ্বারা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা বলবৎ করেন ? - বার্লিন ডিক্রি।


36.   কোন্ দেশকে জব্দ করার জন্য মহাদেশীয় অবরোধ শুরু হয় ? -ইংল্যান্ডকে।
37.   মহাদেশীয় অবররোধ প্রথা কবে শুরু হয় ? - 1806 খ্রিস্টাব্দে।
38.   নেপোলিয়ন কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তুলে নেন ? - 1813 খ্রিস্টাব্দে।
39.   পোড়ামাটি নীতি কোন্ দেশের যুদ্ধ কৌশল ? - রাশিয়া।
40.   উপদ্বীপের যুদ্ধ কোন সময় হয় ? - 1808–1813 খ্রিস্টাব্দ পর্যন্ত।
41.   কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয় ? - 1813 খ্রিস্টাব্দে।
42.   সম্রাট নেপোলিয়ন কোন্ যুদ্ধে সম্পূর্ণ রূপে পরাজিত হন ? - ওয়াটারলুর যুদ্ধে।
43.   কোন অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীতবলা হয় ? - রাশিয়া অভিযানকে।
44.   কুটুজফ কে ছিলেন ? - রুশ সেনাপতি।
45.   সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কী ? -গ্র্যান্ড আর্মি।
46.   কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয় ? - লিপজিগের যুদ্ধ।
47.   কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয় ? -1821 খ্রিস্টাব্দে।
48.   ওয়াটারলুর যুদ্ধক্ষেত্রটি বর্তমানে কোথায় অবস্থিত ? - বেলজিয়ামে।
49.   ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয় ? - সেন্ট হেলেনা দ্বীপে।
50.   লিপজিগের যুদ্ধের পর ফ্রান্সে কে রাজা হন ? - অষ্টাদশ লুই।


51.   এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কতদিন রাজত্ব করেন ? - 100 দিন।
52.   ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?- ডিউক অভ ওয়েলিংটন।
53.   টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? -1807 খ্রিস্টাব্দে।
54.   নেপোলিয়ন কোন্ দেশকেদোকানদারের জাতবলতেন ? - ইংল্যান্ডকে।
55.   স্পেন আক্রমণ করে নেপোলিয়ন সেখানে কাকে রাজা করেন ? - তাঁর নিজের ভাই জোসেফকে।
56.   মার্শাল জুদান কে ছিলেন ? - ফরাসি সেনাপতি।
57.   নেপোলিয়নের সমসাময়িক রাশিয়ার জার কে ছিলেন ? - প্রথম আলেকজান্ডার।
58.   ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল- 1795 খ্রিস্টাব্দে
59.   নেপোলিয়ন কনস্যুলেট শাসনব্যবস্থা চালু করেছিলেন - 1799 খ্রিস্টাব্দে
60.   ফ্রান্সের সঙ্গে ক্যাম্পো ফোর্মিয়ো সন্ধি করেছিলঅস্ট্রিয়া
61.   নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হন- নেলসনের কাছে।
62.   কনসুলেট শাসনব্যবস্থায় কনসাল ছিলেন- তিনজন
63.   নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাটবলে ঘোষণা করেন- পোপ সপ্তম পায়াস
64.   টিলসিট সন্ধি স্বাক্ষরিত হয়েছিল- 1807 খ্রিস্টাব্দে
65.   মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন- নেপোলিয়ন বোনাপার্ট
66.   বার্লিন ডিক্রির প্রতিবাদে ইংল্যান্ড জারি করে- অর্ডারস-ইন-কাউন্সিল


67.   বিপ্লবের বরপুত্র বলা হয়নেপোলিয়নকে
68.   ইউরোপে কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় ? - 1799–1814 খ্রিস্টাব্দ পর্যন্ত
69.   18 ব্লুমাইয়ার’ -এর ঘটনা বলা হয়নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসন উচ্ছেদের ঘটনাকে
70.   ফ্রান্সে অষ্টম বর্ষের সংবিধান টিকেছিল- 1799-1804 খ্রিস্টাব্দ পর্যন্ত ।,
71.   ফ্রান্সে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়- 1804 খ্রিস্টাব্দে
72.   কোড নেপোলিয়ন’ - কতগুলি আইন সংকলিত হয় ? - 2287টি
73.   ফরাসি সমাজের বাইবেলবলা হয়- কোড নেপোলিয়নকে।
74.   ফ্রান্সে দ্বিতীয় জাস্টিনিয়াননামে পরিচিত ছিলেন- নেপোলিয়ন 
75.   উপদ্বীপের যুদ্ধের সঙ্গে কোন সন্ধিটি সম্পর্কযুক্ত ?- লিপজিগ
76.   কোন অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীত বলা হয় ?- রাশিয়া
77.   ফ্রান্সের বিরুদ্ধে গড়ে ওঠা চতুর্থ রাষ্ট্রজোটে নিম্নোক্ত কোন দেশটি ছিল না ? - পোল্যান্ড
78.   ওয়াটারলুর যুদ্ধ হয় 1815 খ্রিস্টাব্দের- 18 জুন।
79.   ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?-  সেন্ট হেলেনা দ্বীপে
80.   ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন- ডিউক অভ ওয়েলিংটন
81.   জাতিসমূহের যুদ্ধে (1808-13) কতগুলি দেশ বা জাতি যযাগদান করে ? - 13টি
82.   ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ চলেছিল- 1808–1813 খ্রিস্টাব্দ পর্যন্ত
83.   নেপোলিয়ন কনফেডারেশন অভ দি রাইনগঠন করেনজার্মানিতে
84.   আর্থার ওয়েলেসলি ছিলেন একজন - ইংরেজ সেনাপতি
85.   ফ্রান্সে একশত দিবসের রাজত্ব করেছিলেন- নেপোলিয়ন বোনাপার্ট  


86.   রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন- গ্র্যান্ড আর্মি
87.   ফ্রান্সের মুকুটধারী জ্যাকোবিন' বলা হত - নেপোলিয়ন বোনাপার্টকে
88.   1799-1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়প্রথম ফরাসি সাম্রাজ্য
89.   সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করেন- বার্লিন ডিক্রি দ্বারা
90.   আমি বিপ্লবের সন্তানএই উক্তিটি করেছিলেন- সম্রাট নেপোলিয়ন
91.   সম্রাট নেপোলিয়ন প্রথম জীবনে- জ্যাকোবিন দলের সদস্য ছিলেন।
92.   সম্রাট নেপোলিয়ন ব্যাংক অভূ ফ্রান্সপ্রতিষ্ঠা করেন— 1800 খ্রিস্টাব্দে
93.   কনফেডারেশন অভ দ্য রাইনগঠিত হয়জার্মানির রাজ্য নিয়ে
94.   স্পেন দখলের পর নেপোলিয়ন স্পেনের সিংহাসনে - জোসেফকে স্থাপন করেন।
95.   জাতিসমুহের যুদ্ধবলা হয়লিপজিগের যুদ্ধকে
96.   ফরাসি বিপ্লবেরঅগ্নিময় তরবারিবলা হয়- নেপোলিয়নকে
97.   কোন্ ফরাসি সম্রাটকেআধুনিক যুগের সিজারবলা- নেপোলিয়নকে
98.   সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন- সপ্তম পায়াস
99.   1799-1804 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের প্রচলিত সংবিধানকে বলা হয়অষ্টম বর্ষের সংবিধান
100.   1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট নির্বাচিত হন- গণভোটে
101.   সিজালপাইন রিপাবলিক প্রতিষ্ঠিত হয়ইটালিতে
102.   ইতালীয় জাতীয়তাবাদের জনক বলা হয়নেপোলিয়নকে
103.  সম্রাট নেপোলিয়নের সময় রাশিয়ার জার ছিলেন- প্রথম আলেকজান্ডার


104.   কনস্যুলেট শাসনব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিলসিনেট
105.   ফরাসি সাম্রাজ্য কতগলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল ? - 130টি
106.   আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু কিছুই ছেড়ে গেলাম না”—উক্তিটি করেছেন - নেপোলিয়ন বোনাপার্ট
107.   সম্রাট নেপোলিয়নের মৃত্যু হয়- ক্যানসার রোগে
108.   রাশিয়া আক্রমণকালে ফরাসি গ্র্যান্ড আর্মিরবহু সেনা মারা যায় - টাইফাস জ্বরে


 
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top