নবম শ্রেনী-দ্বিতীয় অধ্যায় Part-3
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
বিপ্লবের
সন্তান কে ছিলেন? -
নেপোলিয়ন বোনাপার্ট
2.
নেপোলিয়ন
কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন? -১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর
3.
নেপোলিয়ন
বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের
শাসনক্ষমতা দখল করেন? - ১৭৯৯ খ্রিস্টাব্দে
4.
ফ্রান্সে
কনস্যুলেট শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?
– নেপোলিয়
5.
কনস্যুলেট শাসনব্যবস্থায় কত জন কনসাল
ছিলেন ? - ৩ জন
6.
কনস্যুলেট
শাসনব্যবস্থার তিনজন কনসাল কারা? - নেপোলিয়ন, আবে সিয়েস এবং রজার ডুকোস।
7.
ফ্রান্সে
কনস্যুলেটের শাসনব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন? – নেপোলিয়ন বোনাপার্ট।
8.
নেপোলিয়ন
প্রথমে কত বছরের জন্য
কনসাল নিযুক্ত হন? - ১০ বছরের
জন্য
9.
কত
খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন? -১৮০২ খ্রিস্টাব্দে
10.
নেপোলিয়ন
কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট’ বলে ঘোষণা করেন? - ১৮০৪ খ্রিস্টাব্দে
11.
কোন্
সংবিধানকে অষ্টম বর্যের সংবিধান’ বলা হয়? -১৭৯৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে
12.
ফরাসি
বিপ্লবের চতুর্থ সংবিধান কোনটি? - ১৭৯৯ খ্রিস্টাব্দে
প্রবর্তিত কনস্যুলেট শাসনের সংবিধান
13.
ইতিহাসে
কোন সময়কে ‘নেপোলিয়নের যুগ’ বলা হয়? - ১৭৯৯ থেকে
১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে
14.
কাউন্সিল
অফ ফাইভ হান্ড্রেড’ -এর সভাপতি কে
ছিলেন? - নেপোলিয়নের ভ্রাতা লুসিয়েন্ট।
15.
ক্যাম্পো ফর্মিও-র সন্ধি কত
খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?- ১৭৯৭ খ্রিস্টাব্দে
16.
নীলনদের
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল
? - ১৭৯৮ খ্রিস্টাব্দে
17.
নীলনদের
যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? - ইংল্যান্ড ও
ফ্রান্সের মধ্যে।
18.
নীলনদের
যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? -
নেলসন।
19.
নীলনদের
যুদ্ধে কে জয়লাভ করেন?
- ব্রিটিশ সেনাপতি নেলসন।
20.
ইটালির
জনগণ নেপোলিয়নকে কেন মুক্তিদাতা’ বলেছিল? - অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত করার জন্য
21.
ইউনিভার্সিটি
অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত
হয়?- ১৮০৮ খ্রিস্টাব্দে
22.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন? -১৮০১ খ্রিস্টাব্দে
23.
কে
ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা
করেন ? - নেপোলিয়ন
24.
‘কোডনেপোলিয়ন’
নামকরণ কত খ্রিস্টাব্দে হয়?
- ১৮০৭ খ্রিস্টাব্দে।
25.
কোড
নেপোলিয়নের মূল লক্ষ্য কী ছিল? -সমগ্র
ফ্রান্সে একটি সাধারণ আইনবিধির প্রচলন করা।
26.
কোড
নেপোলিয়নে কটি ধারা আছে? – ২২৮৭ টি
27.
কেন
নেপোলিয়নকে ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়? - আইনবিধি সংকলন
করেছিলেন বলে
28.
‘লিজিয়ন
অফ অনার’ কী ? - নেপোলিয়ন প্রবর্তিত
বিশেষ সম্মান বা উপাধি।
29.
কে
বলেছিলেন আমিই বিপ্লব’ ? – নেপোলিয়ন বোনাপার্ট।
30.
কে
বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী’ ? - নেপোলিয়ন
31.
ম্যারেঙ্গোর
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়
? -১৮০০ খ্রিস্টাব্দে
32.
ম্যারেঙ্গের
যুদ্ধ কাদের মধ্যে হয় ?- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে।
33.
হোহেনলিভেনের
যুদ্ধ (১৮০০ খ্রি:) কাদের মধ্যে সংঘটিত হয় ? - ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে।
34.
লুনিভিলের
সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত
হয় ? - ১৮০১ খ্রিস্টাব্দে
35.
লুনিভিলের
সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে
36.
অ্যামিয়েন্সের
সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত
হয়? - ১৮০২ খ্রিস্টাব্দে
37.
ফ্রান্সবিরোধী
প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে
ওঠে?- ১৭৯৩ খ্রিস্টাব্দে
38.
ফ্রান্সবিরোধী
দ্বিতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে
ওঠে? - ১৭৯৯ খ্রিস্টাব্দে
39.
ফ্রান্সবিরোধী
তৃতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে
ওঠে? - ১৮০৫ খ্রিস্টাব্দে
40.
ফ্রান্সবিরোধী
চতুর্থ শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে
ওঠে?- ১৮১৩ খ্রিস্টাব্দে
41.
প্রথম
শক্তিজোট কোন কোন দেশের মধ্যে হয়েছিল? - অস্ট্রিয়া, প্রাশিয়া,
ইংল্যান্ড, পোর্তুগাল ও সার্ডিনিয়াক
42.
দ্বিতীয়
শক্তিজোট কোন্ কোন্ দেশের মধ্যে হয়েছিল। - অস্ট্রিয়া, ইংল্যান্ড,
রাশিয়া, নেপণ,পোর্তুগাল ও তুরস্ককে
43.
কোন্
কোন্ দেশ তৃতীয় শক্তিজোট গঠন করেছিল? - ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেন
44.
কোন্
কোন্ দেশ চতুর্থ শক্তিজোট গঠন করেছিল? - রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া ও তুরস্ক
45.
নেপোলিয়ন
ভূমধ্যসাগরের কোন্ দ্বীপটি অধিকার করেন? - মল্টো দ্বীপ
46.
উলম্-এর যুদ্ধ কত
খ্রিস্টাব্দে হয়? - ১৮০৫ খ্রিস্টাব্দে
47.
উলম-এর যুদ্ধ কাদের
মধ্যে হয় ? - ফ্রান্স ও
অস্ট্রিয়ার মধ্যে
48.
ট্রাফালগারের
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়
? - ১৮০৫ খ্রিস্টাব্দে হয়।
49.
ট্রাফালগারের
যুদ্ধে কে জয়লাভ করে?
- ইংল্যান্ড
50.
অস্টারলিজের
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়
? - ১৮০৫ খ্রিস্টাব্দে
51.
অস্টারলিজের
যুদ্ধ কাদের মধ্যে হয় ? - ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়া ও রাশিয়ার যুগ্মবাহিনীর মধ্যে
52.
প্রেসবার্গের
সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত
হয়? - ১৮০৫ খ্রিস্টাব্দে
53.
নেপোলিয়ন
প্রেসবার্গের সন্ধি কোন দেশের সঙ্গে করেছিলেন? - অস্ট্রিয়ার সঙ্গে
54.
কে,
কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান ? - নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৬ খ্রিস্টাব্দে
55.
কোন
যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়? - ফ্রিডল্যান্ডের যুদ্ধে
56.
ফ্রিডল্যান্ডের
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
- ১৮০৭ খ্রিস্টাব্দে
57.
ফ্রিডল্যান্ডের
যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? - ফ্রান্স ও
রাশিয়ার মধ্যে।
58.
টিলসিটের
সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - ফ্রান্স ও
রাশিয়ার মধ্যে
59.
কোন্
সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়? - টিলসিটের সন্ধির দ্বারা
60.
কে
‘মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম’
ঘোষণা করেন? - নেপোলিয়ন
61.
নেপোলিয়ন
কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেছিলেন? - ইংল্যান্ডের বিরুদ্ধে
62.
নেপোলিয়নের
কোন্ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র’ বলা হয় ? - মহাদেশীয় অবরোধ
63.
বার্লিন
ডিক্রি'তে কী বলা
হয় ? - ফ্রান্স বা
তার মিত্রদেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না।
64.
অর্ডারস-ইন-কাউন্সিল’ কত
খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? - ১৮০৭ খ্রিস্টাব্দে
65.
অর্ডারস-ইন-কাউন্সিল’ কার
বিরুদ্ধে ঘোষণা করা হয় ?- ফ্রান্সের বিরুদ্ধে
66.
নেপোলিয়ন
কত খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেন? - ১৮০৭ খ্রিস্টাব্দের
67.
নেপোলিয়ন
কত খ্রিস্টাব্দে ‘ওয়ারশ ডিক্রি জারি করেন?- ১৮০৭ খ্রিস্টাব্দে
68.
নেপোলিয়ন
কত খ্রিস্টাব্দে ফন্টেন্য ডিক্রি জারি করেন ?- ১৮১০ খ্রিস্টাব্দে
69.
নেপোলিয়ন
স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে
কাকে বসিয়েছিলেন? - তার ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়েছিলেন।
70.
উপদ্বীপের
যুদ্ধ চলাকালে স্পেনের রাজা কে ছিলেন? –
চতুর্থ চার্লস।
71.
বোরোডিনোর
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
- ১৮১২ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর
72.
বোরোডিনোর
যুদ্ধ কাদের মধ্যে হয় ? - ফ্রান্স ও
রাশিয়ার মধ্যে
73.
নেপোলিয়নের
মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি কে ছিলেন? - কুতুসভ।
74.
চতুর্থ
শক্তিজোটের কাছে নেপোলিয়ন কোন যুদ্ধে পরাস্ত হন? - লিপজিগের যুদ্ধে
75.
লিপজিগের
যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত
হয়?- ১৮১৩ খ্রিস্টাব্দে
76.
লিপজিগের
যুদ্ধ কাদের মধ্যে হয়? - ফ্রান্স ও
চতুর্থ শক্তিজোটের মধ্যে।
77.
ফন্টেন্যুর
সন্ধি (১৮১৪ খ্রি:) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - নেপোলিয়ন ও চতুর্থ শক্তিজোটের
মধ্যে
78.
কোন
সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন? - ফন্টেনন্যুর সন্ধি
79.
অষ্টাদশ
লুই কে ছিলেন? -
ষোড়শ লুই-এর ভাই।
80.
কোন্
সন্ধির মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন? -প্যারিসের প্রথম সন্ধি
81.
এলবা
দ্বীপ কোথায় অবস্থিত? - ইটালি ও
ফ্রান্সের মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপ অবস্থিত।
82.
ওয়াটারলুর
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
- ১৮১৫ খ্রিস্টাব্দে
83.
ওয়াটারলুর
যুদ্ধ কাদের মধ্যে হয়? - নেপোলিয়ন ও
মিত্রপক্ষের (ইংল্যান্ড,প্রাশিয়া ইত্যাদি)
84.
কোন্
ইংরেজ সেনাপতি ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন ? - ডিউক অফ
ওয়েলিংটন
85.
ওয়াটারলুর
যুদ্ধের পর নেপোলিয়নকে কোথায়
নির্বাসিত করা হয় ? - সেন্ট হেলেনা দ্বীপে
86.
ওয়াটারলুতে
নেপোলিয়নের পরাজয়ের পর স্পেনের সিংহাসনে কাকে ফিরিয়ে
আনা হয়? - সপ্তম ফার্ডিনান্ড-কে
87.
কত
খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? - ১৮২১ খ্রিস্টাব্দের ৫ মে
88.
নেপোলিয়নকে
কোন্ ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয় ? - গুপ্ত সম্রাট
সমুদ্রগুপ্তের সঙ্গে
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
|
I love it.....
উত্তরমুছুনThank you so much....
Ami ai proshono gulo peya kub kusi....😀😀☺️
Thank you .....stay with us ....if you want more question answers then comment here or our telegram channel
মুছুনপ্যারিসের প্রথম সন্ধি কত খ্রিঃ ঘটে?🗼
উত্তরমুছুন১৮৫৬ খ্রীষ্টাব্দে
মুছুন. ক্যাম্পো ফর্মিও সন্ধি কত সালে কাদের মধ্যে হয়
উত্তরমুছুনফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে
মুছুনঅন্য অধ্যায়ের
উত্তরমুছুনপ্রশ্নগুলো পেতে কি করতে হবে একটু বলতে পারবেন
নবমশ্রেনীর আরও প্রশ্ন ও উত্ত্র পেতে তুমি নীচের লিঙ্কটি follown করতে পার
উত্তরমুছুনhttps://history4u3.blogspot.com/search/label/%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AE%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%2F%20Class-Nine?&max-results=7
website থেকে class 9/ নবম শ্রেনী category থেকে আরও পেয়ে জাবে
উত্তরমুছুন