নবম শ্রেনী- তৃতীয় অধ্যায় Part-1 ১ মার্কের প্রশ্ন ও উত্তর

1


নবম শ্রেনী- তৃতীয় অধ্যায় Part-1


১ মার্কের প্রশ্ন ও উত্তর 



1.       ঊনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম - রাজতন্ত্র।
2.       ঊনবিংশ শতকে ইউরোপের পরিবর্তনমুখী একটি ভাবধারার নাম -জাতীয়তাবাদ/গণতন্ত্র/উদারনীতিবাদ।
3.       উনিশ শতকের প্রথমার্ধের ইউরোপে পরিবর্তনমুখী শক্তিগুলি কী ছিল? - জাতীয়তাবাদ, গণতন্ত্র উদারনীতিবাদ।
4.       ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী হল্যান্ডে কোন রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? - অরেঞ্জ
5.       ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন্ রাজবংশ রাজত্ব করতে? - পুঁরবো রাজবংশ


6.       ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সকে কত কোটি ফ্রাঙ্ক দিতে বাধ্য করা হয়? - ৭০ কোটি ফ্রাঙ্ক
7.       অ্যারিস্টটল কে ছিলেন? - রাষ্ট্রবিজ্ঞানী
8.       ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী কী ছিল?– সাম্য, মৈত্রী স্বাধীনতা।
9.       কোন্ সময় মেটারনিখের যুগ নামে পরিচিত? - ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ
10.   মেটারনি কে ছিলেন? - অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
11.   ন্যায্য অধিকার নীতিতে হল্যান্ডে কোন পরিবারের পুনঃপ্রতিষ্ঠা হয়? - অরেঞ্জ পরিবারের
12.   ন্যায্য অধিকার নীতিতে সিসিলি নেপলসে। কোন্ রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা হয়? - বুরবো রাজবংশের
13.   পবিত্র চুক্তির প্রবক্তা কে ছিলেন? - রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
14.   মেটারনি কত বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন? - প্রায় ৪০ বছর ধরে (১৮০৯-১৮৪৮ খ্রি.)
15.   স্যাভয় বংশ পুনঃপ্রতিষ্ঠা হয় কোথায়? - সার্ডিনিয়া পিডমন্টে-তে।
16.   কার্লসবাড ডিক্রি কে ঘোষণা করেন? - অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনি।
17.   কালর্সবাড় ডিক্রি কেন ঘোষিত হয়? - জার্মানিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য
18.   ১৮১৫ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন? -  ওয়াটারলুর যুদ্ধে
19.   কবে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? - ১৮১৫ খ্রিস্টাব্দে
20.   ভিয়েনা সম্মেলনের মূল নীতি তিনটি কী? - ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি।
21.   ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? - ট্যালিরান্ড
22.   ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক কে ছিলেন? - অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনি।
23.   ভিয়েনা সম্মেলনকে বিশ্বের কত তম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়?- ভিয়েনা সম্মেলনকে
24.   ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে কোন্ দেশের রাষ্ট্রপ্রধান ভিয়েনা সম্মেলনে সমবেত হননি? - তুরস্কের


25.   ভিয়েনা সম্মেলনের অন্যতম একটি উদ্দেশ্য কী ছিল? - প্রাক্-বিপ্লব অবস্থা ফিরিয়ে আনা।
26.   ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি কোন কোন দেশগুলি ছিল ? - অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড
27.   ক্ষতিপূরণ বাবদ অস্ট্রিয়া কোন্ কোন্ অঞ্চল লাভ করেছিল? - লোম্বার্ডি ভেনেসিয়া
28.   বিগ ফোর বলা হয় কোন কোন রাষ্ট্রকে? - রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া ইংল্যান্ড-কে।
29.   ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়?- ১৮১৫ খ্রিস্টাব্দে
30.   কবে মেটারনিতন্ত্রের পতন হয়? - ১৮৪৮ খ্রিস্টাব্দে
31.   নেপোলিয়ন বিজেতাহিসেবে কাকে অভিহিত করা হয়? - প্রিন্স মেটারনিখকে
32.   ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়া ত্যাগ করে মেটারনিখ কোথায় আশ্রয় নেন? - ইংল্যান্ডে আশ্রয় নেন।
33.   ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফ্রান্সের সিংহাসনে কে বসেন? - ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই
34.   দশম চার্লস কে ছিলেন? - ফ্রান্সের রাজা
35.   ফ্রান্সে অষ্টাদশ লুই-এর পরে কে সিংহাসনে বসেন? - দশম চার্লস।
36.   অ্যাডলফ থিয়ার্স কে ছিলেন? - ফ্রান্সের উদারপন্থী নেতা।
37.   ট্রলো বৈঠক কোন্ বছর সংগঠিত হয়? - ১৮২০ খ্রিস্টাব্দে
38.   ফ্রান্সে জুলাই বিপ্লবকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? - দশম চার্লস।
39.   জুলাই রাজতন্ত্রের সময়কাল কী ছিল?- ১৮৩০-১৮০ খ্রিস্টাব্দ।
40.   দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিলেন? - ইংল্যান্ডে
41.   দেশশাসনে অষ্টাদশ লুই কী অধিকারে বিশ্বাস করতেন? - ঐশ্বরিক অধিকারে
42.   লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তার নাম কী ? - জুলাই রাজতন্ত্র
43.   বোনাপার্টিস্ট কারা ? - নেপোলিয়ন বোনাপার্টের অনুগামী রাজনৈতিক দলের সদস্যরা
44.   ইউরোপের ইতিহাসে কোন সময়বিপ্লবের বছরনামে পরিচিত? - ১৮৪৮ খ্রিস্টাব্দ


45.   জুলাই রাজতন্ত্রের শাসক লুই ফিলিপ কোন্ বংশের রাজা ছিলেন ? - অর্লিয়েন্স বংশের
46.   ডিউক ডি বেরি কাদের দ্বারা নিহত হন? - ফ্রান্সের উদারপন্থীদের
47.   রাজা রামমোহন রায় জুলাই বিপ্লবের বিপ্লবীদের অভিনন্দন জানিয়ে যে বার্তাটি জানিয়েছিলেন সেটি কী?-“Glory, glory, glory to France.”
48.   গিজো কে ছিলেন?- লুই ফিলিপের প্রধানমন্ত্রী।
49.   নাগরিক রাজা নামে কে পরিচিত? - লুই ফিলিপ।
50.   লুই কসুথ কে ছিলেন? - ১৮৪৮-এর বিপ্লবকালীন হাঙ্গেরির এক গুরুত্বপূর্ণ নেতা।
51.   কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেছিলেন? - কার্ল মার্কস এঙ্গেলস।
52.   কার্বোনারি কী(জ্বলন্ত অঙ্গারবাহী)? - ইটালির এক গুপ্ত সমিতি
53.   বিসর্জিমেন্টোবলতে কী বোঝায়? - উনিশ শতকের প্রথমার্ধে ইটালিতে ভাবজগতে বাস্তবে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা
54.   কে ইয়ং-ইটালিদলের প্রতিষ্ঠা করেন? - যোশেফ ম্যাসিনি।
55.   ইতালির ঐক্য আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন? - ম্যাৎসিনি, ক্যাভুর গ্যারিবল্ডি।
56.   ইয়ং ইটালি সংগঠনের সদস্যরা কী পোশাক পরত? - কালো পোশাক
57.   কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন? যোশেফ ম্যাসিনি।
58.   কার্বোনারিদের সংকেত কী ছিল? - কার্বন বা জ্বলন্ত কাঠকয়লা।
59.   বোহেমিয়ায় মূলত কোন্ জাতির লোক বাস করে? - চেক
60.   হাঙ্গেরি, বোহেমিয়া কোন রাষ্ট্রের অধীনে ছিল? - অস্ট্রিয়ার


61.   পোল্যান্ডের আক্রমণ কঠোরভাবে দমন কে করেছিলেন?- রাশিয়ার জার নিকোলাস
62.   সিসিলি নেপলস থেকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কে বিদেশি শাসকদের বিতাড়িত করেন? -গ্যারিবল্ডি
63.   প্যান জার্মানিজম কথাটির অর্থ কী? - সর্ব জার্মানবাদ।
64.   ক্যাভুর কে ছিলেন? - ইটালির পিডমন্ট-সার্ডিনিয়ার রাজ্যের প্রধানমন্ত্রী।
65.   কাউন্ট ক্যাভুর সম্পাদিত পত্রিকাটির নামকী ছিল?- রিসর্জিমেন্টো।
66.   রিসর্জিমেন্টো পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? - ক্যাভুর।
67.   ক্যাভুর কবে পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন? - ১৮৫২ খ্রিস্টাব্দে
68.   পিড়ন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী?- ভিী, নিয়েল।
69.   পবিত্র চুক্তির কে বিরোধিতা ছিলেন ? - ইংল্যান্দ্রের প্রধানমন্ত্রী কাসালার
70.   চতুঃশক্তি চুক্তি অনুসারে প্রথম চারটি দেশের রাষ্ট্রপ্রধানরা কোন্ সম্মেলনে প্রথম মিলিত হন? - আই-লা-স্যাপেল
71.   ডিউক ডি বেরি কে ছিলেন? - অষ্টাদশ লুইয়ের ভাইয়ের ছেলে।
72.   প্লমবিয়ার্স-এর চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? - ১৮৫৮ খ্রিস্টাব্দে
73.   প্লমবিয়ার্স-এর চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? - ইটালির প্রধানমন্ত্রী ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে।
74.   ভিল্লাফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী কারা ছিল? - ফ্রান্স অস্ট্রিয়া।
75.   ভিল্লাফ্রাঙ্কার চুক্তি কবে স্বাক্ষরিত হয়? - ১৮৫৯ খ্রিস্টাব্দে
76.   যোশেফ গ্যারিবল্ডি কে ছিলেন ? - ইটালির দেশপ্রেমিক লালকোর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা।
77.   সাভোয়ার যুদ্ধের পর ইটালির সঙ্গে কোন্ প্রদেশ অন্তর্ভুক্ত হয়? - ভেনেশিয়া নামক প্রদেশ


78.   কবে রোম ইটালির অন্তর্ভুক্ত হয়?- ১৮৭০ খ্রিস্টাব্দে
79.   কোন ঘটনার মাধ্যমে ইটালি জাতীয় রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? - রোম নগরীর অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে
80.   জোলভেরাইন কী? - জার্মানি অর্থনীতিবিদ ম্যাজেন-এর উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে গঠিত আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংঘ
81.   রাশিয়ার সম্রাটদের কী বলা হয়? - জার।
82.   কোন্ জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়? - ম্যাজেন
83.   কে ঘোষণা করেন জার্মানি একটি পরিতৃপ্ত দেশ’? - বিসমার্ক
84.   কূটনীতির যাদুকর কাকে বলা হয়? - মেটারনিখকে
85.   জোলভেরাইন কবে প্রথম গঠিত হয়? - ১৮১৯ খ্রিস্টাব্দে
86.   কনফেডারেশন অফ দি রাইনকে গঠন করেন? - নেপোলিয়ন বোনাপার্ট।
87.   ভিয়েনা বন্দোবস্ত অনুযায়ী জার্মান রাষ্ট্র সমবায়’-এর উপর কোন্ দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? - জার্মান রাষ্ট্র
88.   বুরশেন্যাফটন কী? - জার্মানির একটি গুপ্ত সমিতি
89.   ত্রিশক্তি চুক্তি (১৮৮২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - জার্মানি, অস্ট্রিয়া ইতালির মধ্যে
90.   হেটাইরিয়া ফিলিকে বলতে কী বোঝায়? -গ্রিস দেশের একটি গুপ্ত সমিতির নাম
91.   কোন্ সন্ধি দ্বারা তুরস্ক গ্রিসের স্বাধীনতা মেনে নেয়?- এড্রিয়ানোপলের সন্ধি
92.   জার্মানির কয়েকজন দার্শনিক কারা ছিলেন? - হেগেল, স্টেইন, কান্ট, ফিক্টে, বোহেমার, ডাহলম্যান প্রমুখ।
93.   জার্মানিতে ১৮১৯ খ্রিস্টাব্দে কার্লর্সবাড নির্দেশ কে জারি করেছিলেন? - মেটারনি।


94.   রাশিয়ার কয়েকজন লেখক বুদ্ধিজীবীর নামটলস্টয়, গোগোল, গ্রিনকা প্রমুখ।
95.   জার্মানিতে কবে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল? - ১৮৪৮ খ্রিস্টাব্দের মে মাসে
96.   ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কাকে জার্মানির রাজা হওয়ার আবেদন জানায়? - প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে
97.   বিসমার্ক কবে জার্মানির প্রধানমন্ত্রী পদে যোগ দেন? - ১৮৬২ খ্রিস্টাব্দে
98.   বিসমার্ককে কে পদচ্যুত করেন ? - জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম
99.   কোন দুটি রাজ্য নিয়ে প্রাশিয়ার সঙ্গে ডেনমার্কের বিরোধ বাধে? - শ্লেজউইগ হলস্টেইন
100.   লৌহ রক্ত নীতির প্রবক্তা কে ছিলেন? - বিসমার্ক।
101.   গ্যাস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? - ১৮৬৫ খ্রিস্টাব্দে
102.   স্যাভোয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়েছিল? - ১৮৬৬ খ্রিস্টাব্দে
103.   কে তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন? - রাশিয়ার জার প্রথম নিকোলাস।
104.   ছয় সপ্তাহের যুদ্ধবলতে কোন্ যুদ্ধকে বোঝায়? - স্যাডোয়ার যুদ্ধকে
105.   ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? - তৃতীয় নেপোলিয়ন।
106.   কোন্ সন্ধি দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়?- ফ্রাঙ্কফোর্ট সন্ধি (১৮৭১ খ্রিস্টাব্দে)
107.   এমস্ টেলিগ্রাম কোন্ যুদ্ধের সূচনা করে? - সেডান যুদ্ধের
108.   সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষ কারা ছিল?- প্রাশিয়া ফ্রান্স।
109.   তুরস্কের সুলতান কোন ধর্মাবলম্বী ছিলেন? - ইসলাম
110.   সাধু দালাল কাকে বলা হয়? - বিসমার্ককে
111.   গ্রিস কবে স্বাধীন হয়েছিল? - ১৮৩২ খ্রিস্টাব্দে


112.   কোন্ বিপ্লবী ধ্যানধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল? - ফরাসি বিপ্লব-এর
113.   ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটেছিল? - ১৮৫৪ খ্রিস্টাব্দে।
114.   কোন্ সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে? - প্যারিস সন্ধি (১৮৫৬
115.   রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা কে করেছিলেন? - দ্বিতীয় আলেকজান্ডার।
116.   মুক্তিদাতা জার কাকে বলা হয়?- দ্বিতীয় আলেকজান্ডার
117.   ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে চলেছিল? - দুই বছর
118.   রাশিয়ার ভূমিদাসদের করুণ অবস্থার চিত্র কোন্ সাহিত্যিকের রচনায় পাওয়া যায়। - রুশ
119.   কে উদারনৈতিক জার নামে প্রসিদ্ধ? - প্রথম আলেকজান্ডার
120.   ফ্রাঙ্কফোর্ট-এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? - ১৮৭১ খ্রিস্টাব্দে
121.   কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন?- প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম
122.   স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন? - প্রথম অটো।
123.   কনসার্ট অফ ইউরোপ গঠনের প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন? - রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
124.   উয়জল নীতি প্রথম কোন্ দেশ গ্রহণ করেছিল? - রাশিয়া



পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
















একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top