নবম শ্রেনী- তৃতীয় অধ্যায় Part-2
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1. ‘আধুনিক ইটালির স্রষ্টা’ কাকে বলা হয় ? - ক্যাভুরকে।
2. ‘ইউরোপের ককপিট’ বলা হত কোন্ অঞ্চলকে ? - বলকান অঞ্চলকে।
3. ‘ইয়ং ইউরোপ’ দলের প্রতিষ্ঠাতা কে ? - জোসেফ ম্যাৎসিনি।
4. ‘কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ? -ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে।
5. ‘ন্যায্য অধিকার নীতি’ দ্বারা ফ্রান্সে রাজা হন কে ? - অষ্টাদশ লুই।
6. ‘পবিত্র চুক্তির উদ্যোক্তা কে ছিলেন ? - প্রথম আলেকজান্ডার।
7. ‘ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হচে’ উক্তিটি কার ? - অস্ট্রিয়ার চ্যান্সেলার প্রিন্স মেটারনিখ
8. ‘বিসর্জিমেন্টো' কথার অর্থ কী ? - পুনরুত্থান বা পুনর্জাগরণ বা গণজাগরণ।
9. ‘ব্রেড ও লেড’ স্লোগানটি কোন বিপ্লবের সময়কার ? - ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার।
10. ‘ভাটিকান প্রসাদের বন্দি’ বলা হত কাকে ? - রোমের পোপকে।
11. ‘মুক্তিদাতা জার’ বলা হয় কাকে ? - দ্বিতীয় আলেকজান্ডারকে।
12. ‘রাশিয়ার বিসমার্ক কাকে বলা হয় ? - জার দ্বিতীয় আলেকজান্ডারের প্রধানমন্ত্রী স্টোলিপিনকে।
13. ‘রাষ্ট্র’ কথাটি কোন শব্দ থেকে এসেছে?- ‘স্টেটাস’ শব্দ থেকে।
14. ‘রাষ্ট্র’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ? - মেকিয়াভেলি।
15. ‘স্বাধীন ইটালির আত্মা’ বলা হয় কাকে ? - জোসেফ ম্যাৎসিনিকে।
16. ‘হাঙ্গেরির ম্যাৎসিনি’ বলা হয় কাকে ? - লুই কসুথকে।
17. ‘হেটাইরিয়া ফিলিকে’ কথার অর্থ কী ? - স্বাধীনতার অনুরাগী।
18. Nation' বা ‘জাতি’ কথাটি কোন্ শব্দ থেকে এসেছে? - লাতিন natio শব্দ থেকে।
19. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? - ওসমান।
20. অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ? - সুলেমান দ্য গ্রেট।
21. অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের রাজা হন কে ? - দশম চার্লস।
22. আধুনিক রাষ্ট্র’ কথাটি কোন্ শব্দ থেকে এসেছে?- গ্রিক polis শব্দ থেকে।
23. আলেকজান্ডার ইপসিল্যান্টি কে ছিলেন ? - হেটাইরিয়া ফিলিকের অন্যতম নেতা।
24. ইউরোপে ‘কূটনীতির জাদুকর’ বলা হয় কাকে? - অটো ভন বিসমার্ককে।
25. ইউরোপে ‘রক্ত ও লৌহ’ নীতির প্রবক্তা কে? - অটো ভন বিসমার্ক।
26. ইউরোপের ‘রুগ্ন মানুষ’ বলা হয় কোন্ দেশকে ?- তুরস্ককে।
27. ইউরোপের কাকে ‘সাধুসন্ন্যাসী’ বলা হত ? - অটো ভন বিসমার্ককে।
28. ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হত ? - প্রিন্স মেটারনিখকে।
29. ইটালিকে কে ‘ভৌগোলিক সংজ্ঞা’-র দেশ বলেছেন ? -প্রিন্স মেটারনিখ।
30. ইটালির ‘বিস্ময়কর বছর’ বলা হয় কোন্ সময়কে ? - 1860 খ্রিস্টাব্দকে।
31. ইটালির ঐক্য আন্দোলনের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ? - তৃতীয় নেপোলিয়ন।
32. ইটালির কোন শহরে তামাকের হাঙ্গামা’ হয় ? - মিলান শহরে।
33. ইটালির লালকোর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন ? - জোসেফ গ্যারিবল্ডি।
34. ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ? - জোসেফ ম্যাৎসিনি।
35. এমস টেলিগ্রাম নামক ঘটনাটি কবে ঘটে ? - 1870 খ্রিস্টাব্দে।
36. ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা কে হন ? - ভিক্টর ইমান্যুয়েল।
37. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে হন ? - কাইজার প্রথম উইলিয়াম।
38. কত খ্রিস্টাব্দে কার্লসড ডিক্রি জারি হয় ? - 1819 খ্রিস্টাব্দে।।
39. কত খ্রিস্টাব্দে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় ? - 1740 খ্রিস্টাব্দে।
40. কত খ্রিস্টাব্দে জুরিখের সন্ধি হয় ?- 1859 খ্রিস্টাব্দে।
41. কত খ্রিস্টাব্দে প্লমবিয়ার্সের চুক্তি হয় ? - 1858 খ্রিস্টাব্দে।
42. কত খ্রিস্টাব্দে ফ্রাংকফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় ? - 1848 খ্রিস্টাব্দে।
43. কত খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস আহূত হয়?- 1815 খ্রিস্টাব্দে।
44. কত খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাংকার সন্ধি হয় ? - 1859 খ্রিস্টাব্দে।
45. কত খ্রিস্টাব্দে রাশিয়ার সাফদের মুক্তি দেওয়া হয় ? - 1861 খ্রিস্টাব্দে।
46. কত খ্রিস্টাব্দে হেটাইরিয়া ফিলিকে গড়ে ওঠে ? - 1814 খ্রিস্টাব্দে।।
47. কাকে ‘নেপোলিয়ন বিজেতা’ বলা হত ?- অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিখকে।
48. কার নেতৃত্বে ফ্রাংকফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় ? উত্তর ফ্রেডারিক ইবার্ট।
49. কার্বোনারি কথার অর্থ কী? - কাঠকয়লা।
50. কুলাক কী ? - জার শাসনাধীন রাশিয়ার জোতদার গোষ্ঠী।
51. কূটনীতির রাজকুমার’ কাকে বলা হত ? - প্রিন্স মেটারনিখকে।
52. কোন আইন দ্বারা সারা মুক্তি পায় ? - এডিক্ট অভ ইমানসিপেশন।
53. কোন দুটি দেশ ভিয়েনা কংগ্রেসে ডাক পায়নি ? - তুরস্ক ও পোপের রাজ্য।
54. কোন বছরকে ইউরোপের ‘বিপ্লবের বছর’ বলা হত ? - 1848 খ্রিস্টাব্দকে।
55. কোন ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের এ সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন ? - রাজা রামমোহন রায়।
56. কোন যুদ্ধকে ‘সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ’ বলা হয় ?- ক্রিমিয়ার যুদ্ধকে।
57. কোন রুশ জার ‘উয় জল নীতি অনুসরণ করেন ? - পিটার দ্য গ্রেট।
58. কোন রুশ জারকে ‘বিজেতার বিজেতা’ বলা হত ? - প্রথম আলেকজান্ডারকে।
59. কোন সময়ে ইউরোপে জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়েছিল ? - পঞ্চাদশ ও ষোড়শ শতকে।শ
60. কোন্ অঞ্চলকে বলকান অঞ্চল বলে ? - ইজিয়ান সাগর ও দানিয়ুব নদীর মধ্যবর্তী অঞ্চলকে
61. কোন্ সন্ধি দ্বারা ক্রিমিয়া যুদ্ধের অবসান হয় ? -প্যারিসের সন্ধি (1856 খ্রি.)
62. ক্যাভুর কত খ্রিস্টাব্দে পিডমন্ট-সার্ডিনিয়ার আজ প্রধানমন্ত্রী হন ? - 1852 খ্রিস্টাব্দে।
63. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কবে ? - 1854 খ্রিস্টাব্দে।
64. গেস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? - 1865 খ্রিস্টাব্দে।
65. গ্রিস কবে স্বাধীন হয় ? - 1832 খ্রিস্টাব্দে।
66. জার্মান ভাষায় ‘কাইজার’ কথার অর্থ কী ? - সম্রাট।
67. জেমস্টভো কী ? - রাশিয়ার জার আমলের প্রাদেশিক সভা।
68. জোলভেরেইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ? - 1819 খ্রিস্টাব্দে।
69. জোলভেরেইন কী ? - এটি ছিল জার্মানিতে প্রতিষ্ঠিত একধরনের আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা।
70. তবিয়া চিলিকে কী?- গ্রিসের বান্ধবসভা।
71. তুগেনবন্ড কী ? - জার্মানির ছাত্র সংগঠন।।
72. তুরস্ককে কে ইউরোপের রুগ্ন মানুষ’ আখ্যা দেন ? - রাশিয়ার জার প্রথম নিকোলাস।
73. তুর্কি ভাষায় বলকান কথার অর্থ কী? - পার্বত্য অঞ্চল।
74. থার্ড সেকশন কী ? - রাশিয়ার গুপ্ত পুলিশবাহিনী।
75. দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে ? -নিকালো মেকিয়াভেলি।
76. পলিগন্যাক কে ছিলেন ? - দশম চার্লসের প্রধানমন্ত্রী।
77. প্রথম আলেকজান্ডার কে ছিলেন ? - রাশিয়ার জার।
78. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন কে ? - লুই নেপোলিয়ন/তৃতীয় নেপোলিয়ন।
79. ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ? - লুই ফিলিপ।
80. ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ কবে প্রতিষ্ঠিত হয় ? - 1848 খ্রিস্টাব্দে।
81. ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে ? -1852 খ্রিস্টাব্দে।
82. ফ্রান্সের কোন রাজাকে ‘ভণ্ডামির অবতার’ বলা হত ? - অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপকে।
83. ফ্রান্সের কোন্ বছরকে ‘মাগ্নি রুটির বছর’ বলা হয় ? - 1846 খ্রিস্টাব্দকে।
84. ফ্রান্সের কোন্ বিপ্লবকে ‘জনগণের বসন্তকাল’ বলা হয় ? - ফেব্রুয়ারি বিপ্লবকে।
85. ফ্রান্সের কোন্ বিপ্লবকে একটি রক্ষণশীল বিপ্লব’ - বলা হয় ? - জুলাই বিপ্লব।
86. বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয় ? - জার দ্বিতীয় আলেকজান্ডারকে।
87. বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন ? -1862 খ্রিস্টাব্দে।
88. ভিয়েনা সম্মেলনের পর নরওয়েকে কোন দেশের সঙ্গে যুক্ত করা হয় ? - সুইডেনের সঙ্গে।
89. ভিয়েনা সম্মেলনের পর বেলজিয়ামকে কোন্ দেশের সঙ্গে যুক্ত করা হয় ? - হল্যান্ডের সঙ্গে।
90. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ? - প্রিন্স মেটারনিখ।
91. ভিল্লাফ্রাংকার সন্ধি কাদের মধ্যে হয় ? - অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে।
92. ভূমধ্যসাগরের বন্দিনী’ বলা হত কোন্ দেশকে? - ইটালিকে।
93. মির কাদের বলা হত ? - জার শাসনাধীন রাশিয়ার গ্রাম্য সমবায় সমিতি।
94. মেটারনিখ কে ছিলেন ? - অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
95. রাশিয়ার ভূমিদাসদের কী বলা হত ? - সার্ফ।
96. লুই কসুথ কে ছিলেন ? - হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা।
97. সেডানের যুদ্ধ কবে হয় ? - 1870 খ্রিস্টাব্দে।
98. স্টোলিপিন কে ছিলেন? - রাশিয়ার প্রধানমন্ত্রী।
99. স্যাডোয়ার যুদ্ধ কবে হয় ? - 1866 খ্রিস্টাব্দে।
100. হেটাইরিয়া ফিলিকে কে প্রতিষ্ঠা করেন ? - স্কুপাস নামে জনৈক গ্রিক বণিক।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
|
Ami kutnitir jadugor kake bole er answer paini😑
উত্তরমুছুনঅটো ভন বিসমার্ককে
মুছুনKutnitir rajputra kake bole?
উত্তরমুছুনকূটনীতির রাজপুত্র বলা হয় মেটারনিককে
উত্তরমুছুন