নবম শ্রেনী- তৃতীয় অধ্যায় Part-3
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1. ‘ইউরোপীয় শক্তি সমবায়’ বা ‘কনসার্ট অফ ইউরোপ’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? – ১৮১৫ খ্রিস্টাব্দে
2. ‘এমস টেলিগ্রাম কী ? - এমস শহর থেকে বিসমার্ককে পাঠানো প্রাশিয়ার রাজার টেলিগ্রাম
3. ‘জার’ কাদের বলা হয়? - রাশিয়ার শাসকদের।
4. ‘জোলভেরেইন’ কী? - জার্মানির শুল্কসংঘ।
5. ‘ব্রেড অর লেড’ স্লোগানটি কোন বিপ্লবের সময়কার ? - ফেব্রুয়ারি বিপ্লবের
6. অটো ভন বিসমার্ককত খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হন? - ১৮৬২ খ্রিস্টাব্দে
7. অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া’ কে প্রতিষ্ঠা করেন? - ক্যাভুর
8. আধুনিক ইটালির স্রষ্টা' কাকে বলা হয় ? - ক্যাভুরকে
9. ইয়ং ইটালি’ বা নব্য ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? - জোসেফ ম্যাসিনি
10. উয় জলনীতি’ কী? - বরফমুক্ত জলপথ অধিকার করার নীতি।
11. এমস টেলিগ্রাম কবে পাঠানো হয়? - ১৮৭০ খ্রিস্টাব্দের ১৩ জুলাই
12. ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন? - কাইজার প্রথম উইলিয়ম।
13. কত খ্রিস্টাব্দে ইটালি ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ? - ১৮৭০ খ্রিস্টাব্দে
14. কত খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়? - ১৮৫৪ খ্রিস্টাব্দে
15. কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে ? - ১৮৪৮ খ্রিস্টাব্দে
16. কত খ্রিস্টাব্দে মেটারনিখতন্ত্রের পতন ঘটে ?- ১৮৪৮ খ্রিস্টাব্দে
17. কনফেডারেশন অফ দ্য রাইন কোথায় গড়ে ওঠে? - জার্মানিতে
18. কবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ? - ১৮৪৮ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি
19. কাউন্ট বেনেদিতি কে ছিলেন?- কাউন্ট বেনেদিতি
20. কাকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক’ বলা হয়? - মেটারনিখকে
21. কাকে ইউরোপের প্রধানমন্ত্রী’ বলা হত? - মেটারনিখকে
22. কাকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলা হত? - ক্যাভুরকে
23. কার উদ্যোগে জোলভেরেইন গড়ে ওঠে? - জার্মান অর্থনীতিবিদ মাজেন
24. কার্বোনারি' কী? - ইটালির বিপ্লবী গুপ্ত সমিতি।
25. কালর্সড ডিক্রি’ কত খ্রিস্টাব্দে জারি করা হয়? - ১৮১৯ খ্রিস্টাব্দে
26. কালর্সড ডিক্রি’ কে জারি করেন ? - মেটারনিখ।
27. কালর্সবাড ডিক্রি’ কোথায় জারি করা হয় ? - জার্মানিতে
28. কূটনীতির জাদুকর’ কাকে বলা হয় ?- বিসমার্ককে।
29. কূটনীতির রাজকুমার’ কাকে বলা হত ? - প্রিন্স মেটারনিখকে।
30. কে তৃতীয় নেপোলিয়ন’ উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন ? - লুই নেপোলিয়ন
31. কে নিজেকে ‘নেপোলিয়ন বিজেতা’ বলে মনে করতেন? - মেটারনিখ
32. কে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটান? - লুই নেপোলিয়ন
33. কে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? - তৃতীয় নেপোলিয়ন
34. কে বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? - প্রথম উইলিয়ম
35. কোন অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয় ? - ইজিয়ান সাগর ও দানিয়ুব নদীর মধ্যবর্তী অঞ্চলকে
36. কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি’ বলা হত?- তুরস্ককে
37. কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর’ বলা হয় ? - ১৮৪৮ খ্রিস্টাব্দকে
38. কোন ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন? - রাজা রামমোহন রায়
39. কোন যুদ্ধকে সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ’ বলা হয় ? - ক্রিমিয়ার যুদ্ধকে
40. কোন সন্ধির দ্বারা প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধে অবসান ঘটে? - প্রাগের সন্ধির দ্বারা
41. কোন সময়কে ‘মেটারনিখের যুগ’ বলা হয় ?- ১৮১৫-১৮৪৮ খ্রিস্টাব্দকে
42. কোন সময়ে ইউরোপে জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়েছিল ? - পঞ্চদশ ও ষোড়শ শতকে
43. কোন্ দেশ উয় জলনীতি গ্রহণ করেছিল?- রাশিয়া
44. কোন্ বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল? - জুলাই বিপ্লবের
45. কোন্ রুশ জারের আমলে রাশিয়ায় ডিসেমব্রিস্ট আন্দোলন হয়েছিল ? - প্রথম নিকোলাসের।
46. কোন্ সন্ধির দ্বারা ফ্রান্স-প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে ? - ফ্রান্স-প্রাশিয়া যুদ্ধের
47. ক্যাভুর কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? - ভিক্টর ইমানুয়েল
48. ক্রিমিয়ার যুদ্ধের কারণ কী ছিল?— গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের বিরোধ।
49. গিজো কে ছিলেন? - লুই ফিলিপের প্রধানমন্ত্রী।
50. গ্যাস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? - ১৮৬৫ খ্রিস্টাব্দে
51. গ্যাস্টিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে
52. চতুঃশক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? - ১৮১৫ খ্রিস্টাব্দে
53. চতুঃশক্তি চুক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক কত খ্রিস্টাকে হয় ?- ১৮১৮ খ্রিস্টাব্দে
54. চতুঃশক্তি চুক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ? - জার্মানির আই-লা-স্যাপেল শহরে।
55. চতুঃশক্তি চুক্তির উদ্ভাবক কে ছিলেন?- প্রিন্স মেটারনিখ।
56. জাংকার’ কাদের বলা হত? - প্রাশিয়ার বড়ো ভূস্বামীদের
57. জার্মানি হল পরিতৃপ্ত দেশ’ কার উক্তি?– বিসমার্কের
58. জার্মানির কোন রাজ্যের নেতৃত্বে জোলভেরেইন গড়ে ওঠে? - জার্মানির প্রাশিয়ার
59. জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হন?- দশম চার্লস
60. জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট কে হয়েছিলেন? – লুই ফিলিপ।
61. জোলভেরেইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? - ১৮১৯ খ্রিস্টাব্দে
62. জোসেফ গ্যারিবন্ডি কে ছিলেন ?- ইটালির জাতীয়তাবাদী নেতা।
63. ট্রপো প্রোটোকল বা ট্র্পোর ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি করা হয় ? - ১৮২০ খ্রিস্টাব্দে
64. ডেকাব্রিস্ট বা ডিসেমব্রিস্ট আন্দোলন কোন দেশে হয়েছিল? - রাশিয়ায়
65. ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধের সময় ডেনমার্কের রাজা কে ছিলেন? - নবম খ্রিস্টিয়ান।
66. তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কী?- পর্বত।
67. দশম চার্লস কে ছিলেন? - ফ্রান্সের বুরবোঁ বংশের সম্রাট।
68. দশম চালর্স কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন? - ১৮২৪ খ্রিস্টাব্দে
69. দ্বিতীয় ফ্রান্সিস কোন রাজ্যের রাজা ছিলেন ? - নেপলস ও সিসিলি রাজ্যের
70. নেপোলিয়ন জার্মানি জয়ের পর জার্মানিতে ক'টি রাজ্যের সৃষ্টি হয়? -৩৯টি রাজ্যের
71. নেপোলিয়নের পতনের পর কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? - ১৮১৪-১৫ খ্রিস্টাব্দে
72. পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় ? - ১৮১৫ খ্রিস্টাব্দে
73. পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন? - রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
74. পলিগন্যান্ কে ছিলেন? - সম্রাট দশম চার্লসের প্রধানমন্ত্রী।
75. প্রথম উইলিয়ম কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার সিংহাসনে বসেন? - ১৮৬১ খ্রিস্টাব্দে
76. প্রথম কোথায় জাতি-রাষ্ট্র গঠিত হয়? - স্পেনে
77. প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? - ১৮৬৬ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট
78. প্রাগের সন্ধি কাদের মধ্যে হয় ?- প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে
79. প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়মের মৃত্যুর পর কে প্রাশিয়ার রাজা হন ? - প্রথম উইলিয়ম।
80. প্লোমবিয়ার্সের গোপন সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?- ১৮৫৮ খ্রিস্টাব্দে
81. প্লোমবিয়ার্সের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে
82. ফরাসি সম্রাট অষ্টাদশ লুই-এর পর কে ফ্রান্সের সম্রাট হন? – দশম চার্লস।
83. ফ্রাঙ্কফোর্টের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? - ১৮৭১ খ্রিস্টাব্দের ১০ মে
84. ফ্রান্সে কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল? - ১৮৩০ খ্রিস্টাব্দে
85. ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয় ? - ১৮৪৮ খ্রিস্টাব্দে
86. ফ্রান্সে কাকে ‘নাগরিক রাজা’ বলা হয় ? - লুই ফিলিপকে
87. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? – লুই নেপোলিয়ন।
88. বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয়? - রুশ জার থি আলেকজান্ডারকে।
89. বিয়ারিটসের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? - ১৮৬৫ খ্রিস্টাব্দে
90. বিয়ারিটসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?- প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে
91. বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়? - ভিয়েনা সম্মেলনকে
92. বিসমার্ক কত খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ? - ১৮৬৪ খ্রিস্টাব্দে
93. ভিক্টর ইমান্যুয়েল কোন্ রাজ্যের রাজা ছিলেন? - সার্ডিনিয়া রাজ্যের
94. ভিয়েনা কোন দেশে অবস্থিত? - অস্ট্রিয়াতে
95. ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি কে ছিলেন?- পররাষ্ট্রমন্ত্রী ক্যালরি।
96. ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? - তালেরাঁ।
97. ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? - জার প্রথম আলেকজান্ডার।
98. ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সম্রাট কে হয়েছিলেন? - অষ্টাদশ লুই।
99. ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি’ আনুসারে ফ্রান্সের সিংহাসনে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? -বুরবো বংশের
100. ভিয়েনা সম্মেলনের পর (১৮১৫ খ্রি.) নরওয়েকে কোন্ দেশের সঙ্গে যুক্ত করা হয়েছিল? - সুইডেনের সঙ্গে
101. ভিয়েনা সম্মেলনের পর (১৮১৫ খ্রি.) বেলজিয়ামকে কোন দেশের সঙ্গে যুক্ত করা হয়েছিল ? - হল্যান্ডের সঙ্গে
102. ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন?- মেটারনিখ।
103. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? - মেটারনিখ।
104. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ? - ১৮৫৯ খ্রিস্টাব্দে
105. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? - অস্ট্রিয়া ও ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের মধ্যে
106. মেটারনিখ কে ছিলেন? - অস্ট্রিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী।
107. রিসঅর্গিমেন্টো’ শব্দের অর্থ কী? - নবজাগরণ বা পুনরুত্থান।
108. লালকোর্তা বাহিনী কে গঠন করেন? - গ্যারিবল্ডি।
109. লুই ফিলিপ কোন্ বংশের লোক ছিলেন? - অর্লিয়েন্স বংশের
110. শক্তি সমবায়ের ট্রপো বৈঠক কত খ্রিস্টাব্দে হয়েছিল ? - ১৮২০ খ্রিস্টাব্দে
111. শক্তি সমবায়ের বা চতুঃশক্তি চুক্তির দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? - ট্রপো-তে
112. সেডানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ? - ১৮৭০ খ্রিস্টাব্দে
113. সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয় ? - প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে।
114. সেডানের যুদ্ধে কে জয়লাভ করে ? - প্রাশিয়া
115. স্যাডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? - ১৮৬৬ খ্রিস্টাব্দে।
116. স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয় ? - প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে
117. স্যাডোয়ার যুদ্ধে কোন্ দেশ জয়লাভ করে? - প্রাশিয়া
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর
|
Not bad
উত্তরমুছুন