ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর

0

ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর

নবম শ্রেনী-প্রথম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর 

ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর

প্রিয় নবমশ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, নবমশ্রেনীর প্রথম অধ্যায় ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর। ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (Class -9 Chapter-1 Class Some sights of French Revolution) With PDF Download, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে নবমশ্রেনী ইতিহাস ১ নম্বরের প্রশ্ন ও উত্তর (Class 9 History 1 Mark Question And Answers), নবমশ্রেনী ইতিহাস ২ নম্বরের প্রশ্ন ও উত্তর (Class 9 History 2 Mark Question And Answers),নবমশ্রেনী ইতিহাস ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর (Class 9 History 4 Mark Question And Answers),নবমশ্রেনী ইতিহাস ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর (Class 9 History 8 Mark Question And Answers) পেয়ে যাবে। এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে আমাদের আসা এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে আসবে।

ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর

1. রবার্ট পামার এর মতে ফরাসি বিপ্লব আসলে- ইউরোপীয় বিপ্লব।

2. ফরাসি রাজ চতুর্দশ লুই-এর শাসনকাল ছিল— 1643-1715 খ্রিস্টাব্দ।

3. ফরাসি রাজ পঞ্চদশ লুই-এর শাসনকাল ছিল— 1715-1774 খ্রিস্টাব্দ।

4. অষ্টাদশ শতকে ফ্রান্সে যে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তা ছিল—অতি-কেন্দ্রীভূত।

5. ফরাসি রাজ মোড়শ লুই-এর শাসনকাল ছিল— 1774-1793 খ্রি।

6. ফরাসি বিপ্লব হয়েছিল-1789 খ্রিস্টাব্দে।

7.1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল— রাজা ষোড়শ লুই-এর আমলে।

8.ফ্রান্সে রাজশক্তির দুর্বলতার সুযোগ নিয়ে শাসনকার্যের ক্ষমতা পায়- অভিজাতরা।

9.ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ এ কথা বলেছিলেন-অ্যাডাম স্মিথ।

10.টেইলি ছিল—লবণ কর-ভূমি কর।

11.ফ্রান্সের যে রাজা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান করে প্রচুর অর্থব্যয় করেছিলেন তিনি হলেন—ষোড়শ লুই।

12.অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা ‘গণ্যমান্যদের পরিষদ’ আহ্বান করেছিলেন অর্থমন্ত্রী-ক্যালোন।

13.ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপিটেশন ছিল— উৎপাদন কর।

14.টাইথ ছিল—ধর্ম কর।

15.ফ্রান্সের কর কাঠামোয় ‘গ্যাবেলা’ ছিল-লবণ কর।

16.ভিংটিয়েমে ছিল—আয়কর।

17.ফ্রান্সের অভিজাতরা ছিলেন-দ্বিতীয় এস্টেট।

18.ফ্রান্সের যাজকরা ছিলেন—প্রথম এস্টেট।

20.প্রথম এস্টেটের অন্তর্গত-তৃতীয় এস্টেটের অন্তর্গত।

21.ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল-ফ্রান্সের সাধারণ জনগণ।

22.প্রথম লিখিত সংবিধান রচিত হয়-1791 খ্রিস্টাব্দে।

23.“দি পার্সিয়ান লেটার্স” গ্রন্থটি লিখেছেন-মন্তেস্কু

24.‘লেতর ফিলজফিক’ গ্রন্থটি লিখেছেন-ভলতেয়ার।

25.সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটি লিখেছেন-রুশো।

26.ফিজিওক্র্যাটগণ ছিলেন একশ্রেণির-অর্থনীতিবিদ।

27.ফ্রান্সে ইনটেনডেন্ট’গণ ছিল—সরকারি কর্মচারী।

28.জাতীয় সভা বা স্টেট জেনেরেলের অধিবেশন আহূত হয়েছিল-  1789 খ্রিস্টাব্দের 5ই মে।

29.বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 খ্রিস্টাব্দের -14 জুলাই।

30.আমিই রাষ্ট্র এ কথা বলেছিলেন—চতুর্দশ লুই।

31.ফরাসি রাজ ষোড়শ লুই প্রাদেশিক পার্লামেন্টগুলিকে বিলোপ করে যে কয়টি নতুন বিচারালয় স্থাপন করেন তা হল-45টি।

32.‘টেনিস কোর্ট-এর শপথ’ অনুষ্ঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 20 জুন।

33.ভারতের যে শাসক জ্যাকোবিন দলের সদস্য হন-টিপু সুলতান।

34.1789 খ্রিস্টাব্দে ভার্সাই থেকে রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করার ঘটনাটি ঘটেছিল-5 অক্টোবর।

35.রাজা ষোড়শ লুই দেশত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়েন তা হল-ভারেনে।

36.1791 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই দেশত্যাগ করতে গিয়ে ধরা পড়েন-21শে জুন।

37.ফ্রান্সে উগ্রপন্থী ও সাঁ-কুলেৎদের প্রচেষ্টায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল—1792খ্রীষ্টাব্দে।

38.“রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে”—উক্তিটি হল রোবসপিয়ারের।

39.‘শম্প দ্য মারস-এর হত্যাকাণ্ড’ নামে পরিচিত ঘটনাটি ঘটেছিল— 1791 খ্রীষ্টাব্দের 17ই জুলাই।

40.ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন - অ্যাডাম স্মিথ।

41.ভালমির যুদ্ধ হয়েছিল - ১৭৯২ খ্রিস্টাব্দে

42.সন্ত্রাসের শাসনের সূচনার প্রাক্কালে ফ্রান্সের লা - কৃষক বিদ্রোহ

43.ফ্রান্সে সন্ত্রাসের শাসন চলেছিল—জুন, ১৭৯৩ থেকে ২৭ জুলাই, ১৭৯৪ খ্রি

44.কান্ট ছিলেন একজন - ফরাসি চিন্তাবিদ

45.নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয়— সংবিধানের কার্যকালে

46.১৭৯২ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ফরাসি রাজাকে ক্ষমতাচ্যুত করে বন্দি করে রাখা হয়েছিল— টেম্পল দুর্গে

47.‘জাতীয় মহাসভা’ রাজা ষোড়শ লুইকে হত্যা করেছিল—১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি

48.ফরাসি সংবিধান সভার কার্যকাল ছিল—১৭৮৯-১৭৯১ খ্রিস্টাব্দে

49.আয়াসাইনেট হল – ফরাসি গির্জার নাম

50.নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জী প্রবর্তিত হয়— সন্ত্রাসের রাজত্বকালে

51.ধর্মযাজকদের সংবিধান (Civil Constitution of the Clergy, 1791) দ্বারা - গির্জার ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে

52.ফরাসি সমাজে অধিকারভোগী’ শ্রেণি বলা হত - যাজক ও অভিজাতদের

53.ফরাসি সমাজে ‘অধিকারহীন’ শ্রেণি বলা হত – সাঁকুলোৎদের

54.ফ্রান্সকে রাজনৈতিক কারাগার’ বলেছেন – ভলতেয়ার

55.ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত—বুরবো বংশ

56.ষোড়শ লুই সিংহাসনে বসেন - ১৭৭৪ খ্রিস্টাব্দে

আরও পড়ুন......

57. শেষবারের মতো স্টেটস জেনারেলের অধিবেশন বসেছিল— ১৬১৪ খ্রিস্টাব্দে

58.তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা যে দাবি করেছিল তা হল—মাথাপিছু ভোট।

59.যাঁর নেতৃত্বে ‘টেনিস কোর্টের শপথ’ হয়েছিল তিনি হলেন - মিরাব্যু

60.প্যারি কমিউনে নেতৃত্ব দিয়েছিলেন—লাফায়েৎ

61.ক্ষমতা বিভাজন নীতির কথা বলেন— মন্তেষ্কু

62.লেতর দ্য ক্যাশে’ হল - গ্রেপ্তারি পরোয়ানা

63.কাকে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত - ভার্সাইয়ের প্রাসাদ

64.ক্যালোন ছিলেন ফ্রান্সের - অর্থমন্ত্রী

65.বাস্তিল হল ফ্রান্সের - দুর্গ

66.রোবসপিয়ার ছিলেন - জ্যাকোবিন নেতা

67.ম্যারাট ছিলেন - জ্যাকোবিন

68. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দেন - রোবসপিয়ার

69.বাস্তিল দুর্গ পতনে মুখ্য ভূমিকা পালন করেছিল - সাঁ কুলোৎরা

70.সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে সামন্তপ্রথার অবসান ঘটানো হয় ১৭৮৯ খ্রিস্টাব্দে - ৪ আগস্ট

71.সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয় ১৭৮৯ খ্রিস্টাব্দের - ২৬ আগস্ট

72.মানুষ স্বাধীন হয়ে জন্মালেও সে সর্বত্র শৃঙ্খলিত কথাটি বলেছেন - রুশো

73.নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল - ১৭৯১ খ্রিস্টাব্দে ৩০ সেপ্টেম্বর।

74.রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়—১৭৯৩ খ্রিস্টাব্দে

75.স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়—১৭৫ বছর পর

76.ফ্রান্সে যাজক ও অভিজাতরা মোট কর দিত—৫০ শতাংশ

77.ডাঃ গিলোটিনের মৃত্যু হয়—গিলোটিনে

78.ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়— ১৭৯৫ খ্রিস্টাব্দে ।

79.প্রাক্‌ বিপ্লবযুগে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে - ইনটেনডেন্ট নামক কর্মচারীদের

80.কোন রাজার শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল ? - ষোড়শ লুইশ

81.ফরাসি সমাজে তিনটি সম্প্রদায়ের নাম - যাজক, অভিজাত ও সাধারণ মানুষ।

82.আঁসিয়া রেজিম কথার অর্থ কী?- পুরাতনতন্ত্র

83.মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন? - ষোড়শ লুইয়ের পত্নী।

84.কে বিপ্লব-পূর্ব ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছিলেন?- অ্যাডাম স্মিথ

85.অষ্টাদশ শতকে ফ্রান্সের কয়েকটি ব্যস্ত বন্দরের নাম - সেন্ট মালো, মার্সাই, লা হাবরে।

86.ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারী কর্মচারীগণ কী নামে পরিচিত ছিল ?- ফারমার্স জেনারেল

87.কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে? - বার্গার (শহরবাসী)

88.করভি কী?- বাধ্যতামূলক শ্রমকর

89.দ্রোয়া দ্য কবিয়ে এ দ্য শাস কী?- জীবজন্তু ও মাছ শিকার করার সীমান্ততান্ত্রিক অধিকার।

90.কার মতে ফ্রান্স ছিল রাজনৈতিক কারাগার’?- ফরাসি দার্শনিক ভলতেয়ার

91.কোন্ ইংরেজ চিন্তাবিদ ফরাসি বিপ্লবকে হিংসাত্মক ও ষড়যন্ত্রমূলক বলেছেন? - এডমন্ড বার্ক (‘Reflections on the Revolution in France' গ্রন্থে)

92.প্রাক্-বিপ্লব ফ্রান্সের কয়েকটি প্রত্যক্ষ করের নাম - টেইলি বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিংটিয়েমে বা সম্পত্তি কর/আয়কর।

93.প্রাক্-বিপ্লব ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম - এডস্ বা আবগারি শুল্ক, গ্যাবেলা বা লবণ

94.সাঁ কুলোৎ কাদের বলা হত? শহরের ভিটেমাটি ও চালচুলোহীন ভবঘুরেদের সাঁ কুলোৎ বলা হত।

95.প্রাক-বিপ্লব ফ্রান্সের সমাজে কারা বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল?- যাজক ও অভিজাতগণ

96.টাইথ কী? - ধর্ম কর।

97. প্রাক্-বিপ্লব ফ্রান্সে অভিজাতদের মধ্যে কটি ভাগ ছিল এবং এগুলি কী কী?-দুটি ভাগ ছিল, অধিকারী অভিজাত ও পোশাকি অভিজাত।

98.কয়েকজন ফরাসি দার্শনিকের নাম - মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ।

99.ক্ষমতা-বিভাজন তত্ত্বের প্রবর্তক কে?- ফরাসি দার্শনিক মন্তেস্তু।

100.বিশ্বকোশের সংকলক কারা ছিলেন? - ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট।

101.‘পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটির রচয়িতা কে? - মস্তেস্কু।

102.ডেনিস ডিডেরা কে ছিলেন?-  ফ্রান্সের একজন পণ্ডিত ও বিশ্বকোশ রচয়িতা।

103.কাদিদ’ গ্রন্থটির লেখক কে?- ভলতেয়ার।

104.‘দি স্পিরিট অব লজ’ গ্রন্থের রচয়িতার নাম - মন্তেস্কু ছিলেন

105.এমিগ্রি বলতে কাদের বোঝাতো? - দেশত্যাগী ফরাসি অভিজাতদের

106.ফ্রান্সে এস্টেট জেনারেল সভা কবে, কেন ও কে আহ্বান করেন? - ১৭৮৯ খ্রিস্টাব্দের মে মাসে অর্থ সংগ্রহের উপায় উদ্ভাবনের জন্য রাজা ষোড়শ লুই এই সভা আহ্বান করেন।

107.নেকার কে ছিলেন? - ফরাসি অর্থমন্ত্রী

108.তৃতীয় সম্প্রদায় এস্টেট জেনারেল-এর অধিবেশনে ভোটাধিকার প্রয়োগের জন্য কী দাবি করেছিল?- মাথাপিছু ভোটদানের

109.কত বছর পর ১৭৮৯ খ্রিস্টাব্দে এস্টেট জেনারেল-এর অধিবেশন আহূত হয়? - ১৭৫ বছর

110.ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের স্থপতি কাকে বলা হয়?- রোবসপিয়ার।

111.ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম - সসাসাইটি অব রেভোলিউশনারি রিপাবলিকান উত্তমেন।

112.গিলোটিন কী? - ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের সময় বিপ্লব বিরোধী ব্যক্তিদের যে যন্ত্র দ্বারা শিরচ্ছেদের ব্যবস্থা করা হয়েছিল

113.গিলোটিন যন্ত্রের আবিষ্কার কে করেন?- ড. গিলোটিন।

114.সন্ত্রাসের রাজত্বকালে দুজন নেতার নাম - রোবসপিয়ার, দাঁতো

115.গিলোটিন যন্ত্রে ফ্রান্সের কোন্ রানির শিরচ্ছেদ করা হয়েছিল? - রানি মেরি আঁতোয়ানেত-এর শিরচ্ছেদ করা হয়েছিল।

116.টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল?- মিরাব্যু ও অ্যাবে সিয়েস

117.জ্যাকোবিনরা কাদের উৎখাত করে ক্ষমতায় এসেছিল?- জিরন্ডিস্টদের

118.কবে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে ? -  ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই

119.জ্যাকোবিন শাসনকালে সন্ত্রাস পরিচালনার জন্য দুটি গুরুত্বপূর্ণ কমিটির নাম - গণনিরাপত্তা কমিটি ও সাধারণ নিরাপত্তা কমিটি।

120.কোন উপন্যাসে সেপ্টেম্বর হতাকা মমস্পর্শী বর্ণনা পাওয়া যায়?- চার্লস ডিকেন্সের ‘এ টেল অফ টু সিটিস’ উপন্যাসে

121.ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কবে হয়েছিল?- ২৬ আগস্ট, ১৭৮৯ খ্রিস্টাব্দ।

122.ফ্রান্সের নতুন সংবিধানে আইনসভার সদস্য সংখ্যা কত করা হয়? - ৭৫৪।

123.কার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হয়?- অ্যাবেসিয়েস-এর

124.নতুন ফরাসি সংবিধানে ফ্রান্সকে ক-টি ডিপার্টমেন্ট-এ বিভক্ত করা হয়?- ৮৩টি

125.কবে রাজা ষোড়শ লুই-এর প্রাণদণ্ড হয়?- ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি

126.নারী অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেন?- অলিম্পে দ্য গৌজেস।

127.লা-ভেন্ডিতে কী হয়েছিল? - রাজাকে হত্যার প্রতিবাদে কৃষক বিদ্রোহ

128.ফরাসি বিপ্লবের তিনটি প্রধান আদর্শ কী? - সাম্য, মৈত্রী, স্বাধীনতা।

130.কোন্ দিনটি ফ্রান্সের জাতীয় দিবস?- ১৪ জুলাই। (বাস্তিল দুর্গ পতন)।

131.বাসকুল নীতি’ কারা প্রয়োগ করতেন?- ডিরেক্টরির শাসনকালে প্রশাসকরা

132.কবে ফরাসি বিপ্লবের সূচনা হয়? - ১৭৮৯ খ্রিস্টাব্দে


আরও পড়ুন

https://pic.sopili.net/pub/emoji/twitter/2/72x72/1f50d.png ফরাসী বিপ্লবের কয়েকটি দিক  ১ মার্কের প্রশ্ন ও উত্তর 

Click Here

 https://pic.sopili.net/pub/emoji/twitter/2/72x72/1f50d.png ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো?

Click Here

 https://pic.sopili.net/pub/emoji/twitter/2/72x72/1f50d.png নবম শ্রেণী প্রথম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন এবং উত্তর

Click Here

 https://pic.sopili.net/pub/emoji/twitter/2/72x72/1f50d.png জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো

Click Here

 https://pic.sopili.net/pub/emoji/twitter/2/72x72/1f50d.png কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? 

Click Here

 https://pic.sopili.net/pub/emoji/twitter/2/72x72/1f50d.png নবম শ্রেনী প্রথম অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর 

Click Here



133.কাদের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়?- তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের মাধ্যমে

134.প্রাবিপ্লব পর্বে ফরাসি সমাজক-টি শ্রেণিতে বিভক্ত ছিল?- তিনটি শ্রেণিতে

135.‘আমার ইচ্ছাই আইন’ এ কথা কে বলতেন? - ষোড়শ লুই।

136.কাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত? - পঞ্চদশ লুইকে

137.‘আমার পরেই মহাপ্রলয় আসছে’—উক্তিটি কার? - পঞ্চদশ লুই

138.ভলতেয়ারের প্রকৃত নাম কী?- ফঁসোয়া মারি আরোয়েৎ।

139.‘এস্টেট’ বলতে কী বোঝায়?- ফরাসি সমাজের এক একটি শ্রেণিকে এস্টেট বলা হত।

140.কোন্ দার্শনিককে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি’ বলা হত?- রুশোকে

141.কাকে চাবি সারাইওয়ালা রাজা’ (Lock Smith King) বলা হত? - ষোড়শ লুইকে।

142.কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়?- রুশোকে

143.কোন্ গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়?- রুশোর লেখা ‘সোশ্যাল কন্ট্রাক্ট’ গ্রন্থকে

144.ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?- তিন ধরনের

145.জাতীয় সভা কী?- ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি সভাই হল জাতীয় সভা।

146.জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস’—উক্তিটি কার?- রুশোর।

147.বুর্জোয়া শব্দের অর্থ কী?- পুঁজিপতি বা ধনতান্ত্রিক শ্রেণি।

148.নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়?- ১৭৯১ খ্রিস্টাব্দে

149.‘ভামির যুদ্ধ’ কবে ঘটে?- ২০ সেপ্টেম্বর ১৭৯২ খ্রিস্টাব্দে

150.ফ্রান্সের কোন্ রাজকর্মচারীদের ইনটেনডেন্ট বলা হত?- রাজস্ব আদায়কারী কর্মচারীদের

151.ফরাসি জাতীয় সভার নাম কী? - স্টেট জেনারেল।

152.ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল? - বাস্তিল দুর্গ

153.পঞ্চদশ লুই এর রানির নাম কী ছিল? - মাদাম দ্য পম্পাদ্যর

154.ফরাসি সমাজে ‘অধিকারহীন শ্রেণি’ বলতে কাদের বোঝায়?- তৃতীয় শ্রেণিকে

155.ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল?- ফরাসি রাজতন্ত্রকে

156.ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম - সোসাইটি অব রেভোলিউশনরি রিপাবলিকান উত্তমেন।

157.বাস্তিল দুর্গ পতনের সময় কতজন সেখানে বন্দি ছিল? – সাতজন

158.ফরাসিবাসী কোন্ দিনটিকে ‘টালি দিবস’ হিসেবে পালন করে ?- ১৭৮৮ খ্রিস্টাব্দে ৭ জুন

159.সেপ্টেম্বর হত্যাকাণ্ড’ কবে সংগঠিত হয়? - ২-৫ সেপ্টেম্বর, ১৭৯২ খ্রিস্টাব্দে

160.সেপ্টেম্বর হত্যাকাণ্ডের’ নায়ক কে ছিলেন? - জাঁপল ম্যারাট।

161.কোন্ ঘোষণাপত্রকে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা’ বলা হয়? - ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রকে

162.কে শ্রীরঙ্গপত্তনে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন? - টিপু সুলতান।

163.ফ্রান্সে কবে জ্যাকোবিন দলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? - ২ জুন, ১৯৭৩ খ্রিস্টাব্দে

164.কবে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়? - ৯ জুলাই ১৭৮৯ খ্রিস্টাব্দে

165.কোন ঘোষণাকে ১৭৯১ খ্রিস্টাব্দের

166.সংবিধানের মুখবন্ধ বলা হয়? - ব্যক্তি ও নাগরিক ঘোষণাপত্রকে।

167.টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল?- মিরাব্যু ও অ্যাবে সিয়েস

168.পপাইসির চুক্তি কবে হয়েছিল? - ১৫৬১ খ্রিস্টাব্দে

169.ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন? - রোবসপিয়ার

170.কোন্ সংবিধানকে প্রথম লিখিত ফরাসি সংবিধান বলা হয়? - ১৭৯১ খ্রিস্টাব্দে ফরাসি সংবিধানকে

171.ফ্রান্সে কার শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়? - রোবসপিয়ারের

172.কারা, কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে? - জাতীয় মহাসভা ২২ সেপ্টেম্বর ১৭৯২ খ্রিস্টাব্দে

173.ইতিহাসের দর্শন কথাটি প্রথম কে ব্যবহার করেন?- ভলতেয়ার।

174.চার্চকে বিশেষ অধিকারভোগী উৎপাত কে বলেছেন? - ভলতেয়ার

175.ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের সম্রাট কে হন? - নেপোলিয়ন

176.কার নেতৃত্বে জাতীয় রক্ষীবাহিনী গঠিত হয়? - লাফায়েৎ

177.কত খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরির শাসন চালু হয়? - ১৭৯৫ খ্রিস্টাব্দে

178.A Tale to Two cities' উপন্যাসটি কাঁর লেখা? - চার্লস ডিকেন্সের।

179.‘কেবল আমি আর তুর্গো দেশকে ভালোবাসি’–এখানে আমি কে? - ষোড়শ লুইকে।


File Details

 

File Name/Book Name

ফরাসী বিপ্লবের কয়েকটি দিক (নবম শ্রেনী-প্রথম অধ্যায় Part-4) ১ মার্কের প্রশ্ন ও উত্তর 

File Format

PDF

File Language

Bengali

File Size

137 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File
















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top