ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও।

1
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও।

ফরাসি বিপ্লবে নারী

উঃ-ফরাসি সমাজ পরিবারে পুরুষের মতো নারীর সমান অধিকার থাকলেও ফরাসি বিপ্লবে নারীসমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিপ্লবের শুরু থেকে শেষ অবধি নারীরা ছিল পুরুষদের সঙ্গী, বন্ধু বিপ্লবী কাজকর্মের অংশীদার।
নারীদের ভূমিকা : ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের নারীদের অবদানের বিভিন্ন দিকগুলি হল
1. ১৭৮৯ খ্রিস্টাব্দের মে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে যে মহান ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, তাতে পুরুষদের সঙ্গে মহিলারাও যুক্ত হয়ে পড়ে। ঐতিহাসিক কার্লাইল (Carlyle) তাঁর  'The French Revolution' গ্রন্থে  বিপ্লবে মহিলাদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন।
2. আবার ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই যখন জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তখন বহু সাহসিনী মহিলা তাদের দুর্গ ভেঙে ফেলার জন্য উৎসাহ দিয়েছিল এবং নতুন ব্যবস্থা কার্যকর করার সপক্ষে মতপ্রকাশ করেছিল।
3. রুটির দাবিতে - অক্টোবর যে বিশাল জনতা মিছিল করে রাজা-রানিকে প্যারিসে ফেরাতে ভার্সাই গিয়েছিল, সেই মিছিলে কমপক্ষে ১০ হাজার মহিলা যোগদান করেছিল এবং সেই কাজে তারা সফলও হয়েছিল, এমনকি মহিলারা অস্ত্রাগার লুণ্ঠনেও সক্রিয় ভূমিকা নেয়।
4. ১৭৯২ খ্রিস্টাব্দের ১০ আগস্ট টুইলারিস প্রাসাদ অবরোধের ক্ষেত্রে এবং ওই বছরের ২১ সেপ্টেম্বর জাতীয় সম্মেলনের অধিবেশনে রাজতন্ত্রের উচ্ছেদের পক্ষেও মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
5. ফরাসি বিপ্লবকালে সংবিধানসভা বা বিপ্লবী আইনসভা ক্রীতদাসদের মুক্তিতে সচেষ্ট হলেও নারীর সামাজিক বা রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বিষয়ে কোনো প্রস্তাব গ্রহণ করেনি। ফলে নারীরা পুরুষের সমানাধিকার দাবি করে।। ১৭৯৩ খ্রিস্টাব্দের নারীসমাজের অধিকার প্রজাতন্ত্রের পক্ষে প্রচার চালানোর জন্য প্যরিসে ক্লেয়ার ল্যাকম্ব পাওলিন লেয় বিপ্লবী প্রজাতন্ত্রী নারীসমিতি গঠন করেছিলেন।

মন্তব্য: ফরাসি বিপ্লবকালে বিপ্লবী নেতারা নারীদের রাজনৈতিক অধিকার যোগ্যতার প্রশ্নে দূরদর্শিতার পরিচয় দিতে না পারলেও সময়ে নারীমুক্তির যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরবর্তীকালে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হয়।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর















একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top