Online History Quiz ( Nawab Of Bengal)

0


Modern Indian History
Online History Quiz ( Nawab of Bengal)
From Siraj-ud-daula To Najam-ud-daula

Part-3
 নবাবি আমলে বাংলা ( সিরাজ-উদ-দৌলা থেকে নজম-উদ-দৌলা)



1.নিম্নলিখিত দের মধ্যে যারা ভারতবর্ষে ব্রিটিশদের আসতে প্রভাবিত করেছিলেন ?



... Answer is A)
“ নিম্নলিখিত দের মধ্যে যারা ভারতবর্ষে ব্রিটিশদের আসতে প্রভাবিত করেছিলেন - পর্তুগিজরা "


2. ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে পূর্বে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন ?




... Answer is B)
“ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে পূর্বে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন -রানী এলিজাবেথ i”.


3. ব্রিটিশরা ভারতবর্ষে প্রথম কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল ?




... Answer is B)
ব্রিটিশরা ভারতবর্ষে প্রথম কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল - বাংলা.


4. এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়




... Answer is C)
এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয় - লর্ড ক্লাইভ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর মধ্যে .


5. ব্রিটিশদের সাথে আলিনগরের চুক্তি স্বাক্ষর করেন ?




... Answer is A)
ব্রিটিশদের সাথে আলিনগরের চুক্তি স্বাক্ষর করেন - সিরাজদৌলা .




6. কালানুক্রম অনুসারে বাংলার নবাবদের সাজাও ১. সুজাউদ্দিন ২. সারফরাজ খাঁ ৩. আলীবর্দী খাঁ৪. সিরাজউদ্দৌলা ৫. নজমউদ্দৌলা ?




... Answer is B)
কালানুক্রম অনুসারে বাংলার নবাবদের সাজাও ১. সুজাউদ্দিন ২. সারফরাজ খাঁ ৩. আলীবর্দী খাঁ৪. সিরাজউদ্দৌলা ৫. নজমউদ্দৌলা - ১২৩৪৫.


7. তথাকথিত ব্ল্যাক হোল এপিসোড সম্পর্কিত সমস্ত তথ্য যে ইংরেজের বিবরণে পাওয়া যায় ?




... Answer is D)
তথাকথিত ব্ল্যাক হোল এপিসোড সম্পর্কিত সমস্ত তথ্য যে ইংরেজের বিবরণে পাওয়া যায় – হলওয়েল .


8. ব্রিটিশরা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে অপসারণের জন্য দরবারে একটি ষড়যন্ত্র করেছিলেন। নিচের যে ব্যক্তিকে উক্ত ষড়যন্ত্রের মধ্যে রাখা হয়নি?




... Answer is C)
ব্রিটিশরা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে অপসারণের জন্য দরবারে একটি ষড়যন্ত্র করেছিলেন। নিচের যে ব্যক্তিকে উক্ত ষড়যন্ত্রের মধ্যে রা
খা হয়নি- খ ও ঙ.

9. ১৭০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম উইলিয়াম কাউন্সিলর প্রথম সভাপতি ছিলেন ?




... Answer is B)
১৭০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম উইলিয়াম কাউন্সিলর প্রথম সভাপতি ছিলেন - স্যার চার্লস আইয়ার.


10. সোসাইটি অব ট্রেড গঠন করেন ?




... Answer is A)
সোসাইটি অব ট্রেড গঠন করেন- ক্লাইভ .




11. ১৭৬৫-১৭৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা রাজস্ব বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন ?



... Answer is B)
১৭৬৫-১৭৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা রাজস্ব বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন - রেজা খান "


12. নিম্নলিখিত যে ম্যাগাজিনে ১৭৭১ সালের দুর্ভিক্ষের সমকালীন বর্ণনা পাওয়া যায় ?




... Answer is D)
নিম্নলিখিত যে ম্যাগাজিনে ১৭৭১ সালের দুর্ভিক্ষের সমকালীন বর্ণনা পাওয়া যায় - জেন্টেলম্যান


13. মীরজাফরের সময় পাটনা তে বিদ্রোহ করেছিলেন




... Answer is B)
মীরজাফরের সময় পাটনা তে বিদ্রোহ করেছিলেন - রামনারায়ন .


14. ১৭৭০ সালে বাংলার দুর্ভিক্ষের সময় গভর্নর ছিলেন ?




... Answer is A)
১৭৭০ সালে বাংলার দুর্ভিক্ষের সময় গভর্নর ছিলেন - 
 কার্টিয়ার

15. বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন ?




... Answer is C)
বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন - ভ্যান্সিটার্ট .




16. ছিয়াত্তরের মন্বন্তরের সময় মুর্শিদাবাদের ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন ?




... Answer is C)
ছিয়াত্তরের মন্বন্তরের সময় মুর্শিদাবাদের ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন - রিচার্ড বেচার .


17. ১৭৬৫ সালের চুক্তি অনুযায়ী নায়েব নাজিম পদে মনোনীত হন ?




... Answer is A)
১৭৬৫ সালের চুক্তি অনুযায়ী নায়েব নাজিম পদে মনোনীত হন - রেজা খাঁ.


18. ছিয়াত্তরের মন্বন্তরের পরোক্ষ কারণ ছিল ?




... Answer is C)
ছিয়াত্তরের মন্বন্তরের পরোক্ষ কারণ ছিল - দ্বৈত শাসন ব্যাবস্থা .


19. ১৭৬৫ সালে ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদদৌলার সঙ্গে এলাহাবাদের চুক্তি স্বাক্ষর করেন যে চুক্তির দ্বারা ক) কোম্পানি কে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেন ?




... Answer is C)
১৭৬৫ সালে ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদদৌলার সঙ্গে এলাহাবাদের চুক্তি স্বাক্ষর করেন যে চুক্তির দ্বারা ক) কোম্পানি কে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেন - ক ও খ .


20. রায়দুর্লভ ছিলেন ?




... Answer is B)
রায়দুর্লভ ছিলেন - মীরজাফরের মন্ত্রী.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top