Online History Quiz ( Nawab of Bengal)
Part-4
নবাবি আমলে বাংলা(সিরাজ-উদ-দৌলা থেকে নজম-উদ-দৌলা) |
1.দ্বৈত শাসন ব্যবস্থা অনুসারে নিজামতের দায়িত্ব ছিল ?
“ দ্বৈত শাসন ব্যবস্থা অনুসারে নিজামতের দায়িত্ব ছিল - নবাবের "
2. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় অবাধ বাণিজ্যের সুবিধা দিয়েছিল ?
“ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় অবাধ বাণিজ্যের সুবিধা দিয়েছিল - ১৭১৭ খ্রিস্টাব্দে”.
3. পলাশীর যুদ্ধের প্রধান ফলাফল ছিল ?
পলাশীর যুদ্ধের প্রধান ফলাফল ছিল - ব্রিটিশ প্রভুত্ব স্থাপন.
4. মীরকাসেমের শাসনকাল
মীরকাসেমের শাসনকাল - ১৭৬০-৬৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত .
5. এলাহাবাদের প্রথম সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
এলাহাবাদের প্রথম সন্ধি কবে স্বাক্ষরিত হয় - ১৬ আগস্ট ১৭৬৫.
6. পলাশীর বিতর্কে পিজে মার্শাল রজতকান্ত রায় যে বিষয়ের উপর গুরুত্ব দেন ?
পলাশীর বিতর্কে পিজে মার্শাল রজতকান্ত রায় যে বিষয়ের উপর গুরুত্ব দেন - মুর্শিদাবাদ দরবারের সিরাজ বিরোধী ষড়যন্ত্রের উপর .
7. দস্তক নামক ফরমান কে কোম্পানির ম্যাগনাকাটা বলে অভিহিত করেছেন ?
দস্তক নামক ফরমান কে কোম্পানির ম্যাগনাকাটা বলে অভিহিত করেছেন - ওরমে .
8. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীরজাফরকে প্রথমবার সিংহাসনচ্যুত করেছিল ?
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীরজাফরকে প্রথমবার সিংহাসনচ্যুত করেছিল - ওলন্দাজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে .
9. ১৭৬৭-৬৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ?
১৭৬৭-৬৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন - ভেরেলস্ট .
10. মুর্শিদাবাদ থেকে সরকারি কোষাগার কলকাতা স্থানান্তরিত করেন ?
মুর্শিদাবাদ থেকে সরকারি কোষাগার কলকাতা স্থানান্তরিত করেন - ওয়ারেন হেস্টিংস .
11. রবার্ট ক্লাইভ কে স্বর্গ প্রেরিত সেনানায়ক (heaven sent general) বলে অভিহিত করেছিলেন ?
রবার্ট ক্লাইভ কে স্বর্গ প্রেরিত সেনানায়ক (heaven sent general) বলে অভিহিত করেছিলেন - উইলিয়াম পিট "
12. ১৭৫১ সালে রবার্ট ক্লাইভ যে শহরটি দখল করেছিলেন ?
১৭৫১ সালে রবার্ট ক্লাইভ যে শহরটি দখল করেছিলেন - আরকোট
13. মুঙ্গেরে বন্দুক তৈরীর কারখানা নির্মাণ করেন
মুঙ্গেরে বন্দুক তৈরীর কারখানা নির্মাণ করেন - মীরকাসিম .
14. ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ যখন ভারতে ফিরে আসেন তখন তার উপাধি ছিল ?
১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ যখন ভারতে ফিরে আসেন তখন তার উপাধি ছিল - গভর্নর এবং কমান্ডার ইন চিফ অফ বেঙ্গল.
15. বাংলার নবাবী পাওয়ার পরে মীর কাসিম যেসকল জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার দিয়েছিলেন ?
বাংলার নবাবী পাওয়ার পরে মীর কাসিম যেসকল জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার দিয়েছিলেন - মেদিনীপুর বর্ধমান চট্টগ্রাম .
16. নিমকহারাম দেউরী হল ?
নিমকহারাম দেউরী হল - মীরজাফরের বাসস্থান .
17. রবার্ট ক্লাইভ ১৭৫৯ সালে কোন ঔপনিবেশিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছিলেন ?
রবার্ট ক্লাইভ ১৭৫৯ সালে কোন ঔপনিবেশিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছিলেন - ডাচ .
18. নবাব সিরাজ দৌলার সঙ্গে ইংরেজদের সম্পর্ক তিক্ত হওয়ার মূল কারণ ছিল ?
নবাব সিরাজ দৌলার সঙ্গে ইংরেজদের সম্পর্ক তিক্ত হওয়ার মূল কারণ ছিল - কলকাতা দূর্গের সংস্কার .
19. দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয় ?
দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয় - ১৭৬৫.
20. ইংরেজরা প্রথম বানিজ্যকুঠী স্থাপন করে ?
ইংরেজরা প্রথম বানিজ্যকুঠী স্থাপন করে - সুরাটে.