Online History Quiz (ইঙ্গ মারাঠা ও ইঙ্গ মহীসূর)

0
Modern Indian History
Online History Quiz 
(ইঙ্গ মারাঠা ও ইঙ্গ মহীসূর)
Part-5

ইঙ্গ মারাঠা ও ইঙ্গ মহীসূর

1.হায়দার আলীর জন্ম হয়েছিল ?



... Answer is )
“ হায়দার আলীর জন্ম হয়েছিল – বুদিকোট "


2. টিপু সুলতান বিদরের নাম দেন ?



     D)
... Answer is C)
“টিপু সুলতান বিদরের নাম দেন – হায়দার নগর”.


3. নাদির শাহ যার সময় ভারত আক্রমণ করেন ?




... Answer is D)
নাদির শাহ যার সময় ভারত আক্রমণ করেন - প্রথম বাজীরাও.


4. মারাঠারা নিজাম কে পরাস্ত করেন




... Answer is )
মারাঠারা নিজাম কে পরাস্ত করেন – উদগীরের যুদ্ধে .


5. কোন সন্ধির দ্বারা ভারতের অভ্যন্তরস্থ বিটিশ সাম্রাজ্য ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত হয় ?




... Answer is C)
কোন সন্ধির দ্বারা ভারতের অভ্যন্তরস্থ বিটিশ সাম্রাজ্য ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত হয় - বেসিনের সন্ধি দ্বারা.


6. রাজা শাহু সেনাকর্তা উপাধি দেন ?



     D)
... Answer is D)
রাজা শাহু সেনাকর্তা উপাধি দেন - বালাজি বিশ্বনাথকে.


7. হায়দার আলী যেখানকার ফৌজদার নিযুক্ত নিযুক্ত হন ?




... Answer is C)
হায়দার আলী যেখানকার ফৌজদার নিযুক্ত নিযুক্ত হন - দিন্দিগুল .


8. মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় ?




... Answer is A)
মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় – ১৭৬৯ খ্রিস্টাব্দে .


9. পোর্টোনোভার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন ?




... Answer is C)
পোর্টোনোভার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন - আয়ারকূট.


10. হায়দার আলী যে সামরিক বাহিনীর ওপর নির্ভর করতেন ?




... Answer is A)
হায়দার আলী যে সামরিক বাহিনীর ওপর নির্ভর করতেন - অশ্বারোহী বাহিনী .


11. মারাঠা রাস্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস হয় ?



... Answer is A)
মারাঠা রাস্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস হয় - গভর্নর জেনারেল লর্ড ময়রার শাসনকালে "


12. বাংলার গভর্নর কে গভর্নর জেনারেল করা হয় ?




... Answer is C)
বাংলার গভর্নর কে গভর্নর জেনারেল করা হয় - রেগুলেটিং আইন অনুসারে


13. যশোবন্তরা ও হোলকার ইংরেজদের সঙ্গে স্বাক্ষর করেন




... Answer is D)
যশোবন্তরা ও হোলকার ইংরেজদের সঙ্গে স্বাক্ষর করেন - রাজপুরঘাট এর সন্ধি .


14. লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্ৰতা নীতি প্রথম গ্রহণ করেন যে মারাঠা সেনানায়ক ?




... Answer is A)
লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্ৰতা নীতি প্রথম গ্রহণ করেন যে মারাঠা সেনানায়ক - দ্বিতীয় পেশোয়া বাজিরাও.


15. পিটের ভারত শাসন আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল এর সদস্যসংখ্যা ছিল ?




... Answer is C)
পিটের ভারত শাসন আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল এর সদস্যসংখ্যা ছিল – ছয়জন .


16. ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে যে প্রদেশের গভর্নর ভারতের গভর্নর জেনারেলের ক্ষমতাপান ?




... Answer is A)
১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে যে প্রদেশের গভর্নর ভারতের গভর্নর জেনারেলের ক্ষমতাপান - বাংলা .


17. পেশোয়া কে ইংরেজদের বৃত্তিভোগী তে পরিণত করা হয় যে সন্ধির দ্বারা ?




... Answer is C)
পেশোয়া কে ইংরেজদের বৃত্তিভোগী তে পরিণত করা হয় যে সন্ধির দ্বারা - পুনার সন্ধি .


18. টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের জ্যাকোবিন ক্লাব কবে প্রতিষ্ঠা করেছিলেন ?




... Answer is B)
টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের জ্যাকোবিন ক্লাব কবে প্রতিষ্ঠা করেছিলেন – ৪৭৯৭ খ্রিস্টাব্দে .


19. রঘুনাথ রাও সুরাট ও বেসিন ইংরেজদের দিতে সম্মত হন যে সন্ধির শর্তানুসারে ?




... Answer is C)
রঘুনাথ রাও সুরাট ও বেসিন ইংরেজদের দিতে সম্মত হন যে সন্ধির শর্তানুসারে - সুরাটের সন্ধি .


20. গভর্নর জেনারেল রূপে লর্ড হেস্টিংস এর শাসনকাল হল ?




... Answer is C)
গভর্নর জেনারেল রূপে লর্ড হেস্টিংস এর শাসনকাল হল - ১৮১৩-২৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত .

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top