Online History Quiz ( Nawab Of Bengal)

2

Modern Indian History

Online History Quiz ( Nawab Of Bengal)
Part-2

নবাবি আমলে বাংলা(মুর্শিদকুলী খাঁ থেকে আলিবর্দী খাঁ)



1.ঔরঙ্গজেব মহাম্মাদ হাদীকে মুর্শিদকুলী উপাধি কত সালে দেন- ?



... Answer is A)
“ ঔরঙ্গজেব মহাম্মাদ হাদীকে মুর্শিদকুলী উপাধি কত সালে দেন- ১৭০২ "


2. রাজস্ব সংক্রান্ত বিষয়ে মুর্শিদকুলীর সবথেকে বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন ?




... Answer is A)
“রাজস্ব সংক্রান্ত বিষয়ে মুর্শিদকুলীর সবথেকে বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন - রঘুনন্দন”.


3. নিচের বিবতি গুলোর মধ্যে যেটি সঠিক নয় ?




... Answer is B)
নিচের বিবতি গুলোর মধ্যে যেটি সঠিক নয়-মুর্শিদকুলি ইংরেজ কোম্পানিকে ফরমানের পূর্ণ সুযোগ সুবিধা গ্রহণ করতে দেন .


4. "তোমরা এদেশে বাণিজ্য করতে এসেছে তোমাদের দুর্গের প্রয়োজন কি? আমি তোমাদের নিরাপত্তা দেবো" আলীবর্দী খাঁর এ কথা বলেছিলেন-




... Answer is C)
"তোমরা এদেশে বাণিজ্য করতে এসেছে তোমাদের দুর্গের প্রয়োজন কি? আমি তোমাদের নিরাপত্তা দেবো" আলীবর্দী খাঁর এ কথা বলেছিলেন-ক ওখ উভয়ই .


5. ইংরেজদের আর্মেনীয় জাহাজ গুলি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ?




... Answer is B)
ইংরেজদের আর্মেনীয় জাহাজ গুলি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন -আলীবর্দী খাঁ.




6. নিম্নলিখিত যে সাহিত্যে আলিবর্দীর সময় বাংলায় মারাঠা আক্রমণের কথা উল্লিখিত হয়েছে সেটি হল - ?




... Answer is A)
নিম্নলিখিত যে সাহিত্যে আলিবর্দীর সময় বাংলায় মারাঠা আক্রমণের কথা উল্লিখিত হয়েছে সেটি হল -অন্নদামঙ্গল কাব্যে


7. রিয়াজ উস সালাতিন গ্রন্থটি যার লেখা ?




... Answer is A)
রিয়াজ উস সালাতিন গ্রন্থটি যার লেখা -গোলাম হোসেনের .


8. রঘুজি ভোঁসলে চৌথ আদায়ের অধিকার অর্পণ করেছিলেন ?




... Answer is A)
রঘুজি ভোঁসলে চৌথ আদায়ের অধিকার অর্পণ করেছিলেন -ভাস্কর রামকে .


9. মুর্শিদকুলি খাঁর সময় রায় ই রায়ান বা সবচেয়ে উচ্চপদস্থ রাজস্ব কর্মচারীর পদ উপভোগ করতেন ?




... Answer is B)
মুর্শিদকুলি খাঁর সময় রায় ই রায়ান বা সবচেয়ে উচ্চপদস্থ রাজস্ব কর্মচারীর পদ উপভোগ করতেন -বাঙালি হিন্দুরা.


10. মুর্শিদকুলি খাঁর সময় দরিদ্র কৃষকেরা গবাদিপশু বীজ প্রভৃতি কেনার জন্য যে সরকারি ঋণ পেতেন তা হল ?




... Answer is A)
মুর্শিদকুলি খাঁর সময় দরিদ্র কৃষকেরা গবাদিপশু বীজ প্রভৃতি কেনার জন্য যে সরকারি ঋণ পেতেন তা হল – টক্কাভি .




11. মুর্শিদকুলি খাঁর সময় যে সমস্ত জমিদার জমিদারি চ্যুত হয়েছিল বা রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছিল, তাদের ভরণ-পোষণ ?



... Answer is A)
হারওয়ারমুর্শিদকুলি খাঁর সময় যে সমস্ত জমিদার জমিদারি চ্যুত হয়েছিল বা রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছিল, তাদের "


12. মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থার প্রধান ত্রুটি ছিল ?




... Answer is D)
মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থার প্রধান ত্রুটি ছিল - সবগুলো সঠিক


13. সুজা উদ্দিন এর প্রধাপরামর্শদাতা ছিলেন -




... Answer is B)
সুজা উদ্দিন এর প্রধাপরামর্শদাতা ছিলেন - হাজি আহমদ .


14. আলীবর্দীবাংলার যে নবাবের কাছ থেকে নজরানা দাবি করেন এবং নজরানা দিতে ব্যর্থ হলে তাকে বন্দী করেন - ?




... Answer is A)
আলীবর্দীবাংলার যে নবাবের কাছ থেকে নজরানা দাবি করেন এবং নজরানা দিতে ব্যর্থ হলে তাকে বন্দী করেন - কৃষ্ণচন্দ্র.


15. ১৭০০সালে মুর্শিদকুলি যখন বাংলার দেওয়ান নিযুক্ত হন তখন বাংলার মোগল সুবাদার পদে আসীন ছিলেন ?




... Answer is C)
১৭০০সালে মুর্শিদকুলি যখন বাংলার দেওয়ান নিযুক্ত হন তখন বাংলার মোগল সুবাদার পদে আসীন ছিলেন -আজিম উস শান .




16. মুর্শিদকুলি বাংলার রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তরিত করেন ?




... Answer is A)
মুর্শিদকুলি বাংলার রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তরিত করেন – ১৭১৭ সালে .


17. সঠিক ক্রম অনুসারে সাজাও ১. সুজাউদ্দিন ২. মুর্শিদকুলি খান ৩. সারফরাজ খান ৪.আলীবর্দী খান ?




... Answer is A)
সঠিক ক্রম অনুসারে সাজাও ১. সুজাউদ্দিন ২. মুর্শিদকুলি খান ৩. সারফরাজ খান ৪.আলীবর্দী খান - ২১৩৪.


18. নিম্নলিখিত শাসকদের মধ্যে যিনি আফগানদের বিদ্রোহ দমন করেন - ?




... Answer is A)
নিম্নলিখিত শাসকদের মধ্যে যিনি আফগানদের বিদ্রোহ দমন করেন -আলীবর্দী খাঁ .


19. আলীবর্দী এর সমাধিস্থল মুর্শিদাবাদের যে স্থানে অবস্থিত - ?




... Answer is A)
আলীবর্দী এর সমাধিস্থল মুর্শিদাবাদের যে স্থানে অবস্থিত - খোশবাগে.


20. মির্জা আসাদুল্লাহ এটি যার আসল নাম ?




... Answer is D)
মির্জা আসাদুল্লাহ এটি যার আসল নাম - র্সারফরাজ খাঁ .


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
  1. স্যার নবম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু 4 নম্বরের প্রশ্নের উত্তর দিন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ক্লাস 9 এর কাজ শুরু করা হয়েছে………খুব তাড়াতাড়ি পেয়ে যাবে website এ কয়েকটা দেওয়া হল

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top