Online History Quiz ( Nawab of Bengal)

0

Modern Indian History

Online History Quiz ( Nawab of Bengal)

Part-1

                                                                           
নবাবি আমলে বাংলা (মুর্শিদকুলী খাঁ থেকে আলিবর্দী খাঁ)


                                                           

1.নবাবী আমলে মুর্শিদকুলি খান প্রবর্তিত মালজামিনীব্যবস্থা ছিল এক ধরনের?




... Answer is C)
নবাবী আমলে মুর্শিদকুলি খান প্রবর্তিত মালজামিনীব্যবস্থা ছিল এক ধরনের চুক্তি ব্যবস্থা


2. মুর্শিদকুলি খাঁর আমলে বাংলায় কতগুলো জমিদারি ছিল?




... Answer is C)
মুর্শিদকুলি খাঁর আমলে বাংলায় কতগুলো জমিদারি ছিল ‘’৬ টি’’


3. মুর্শিদকুলি শাসনকালকে রাজস্ব ব্যবস্থার এক নতুন ও সুবিখ্যাত যুগ বলে চিহ্নিত করেছেন (New and illustrious era of finance)




... Answer is A)
মুর্শিদকুলি শাসনকালকে রাজস্ব ব্যবস্থার এক নতুন ও সুবিখ্যাত যুগ বলে চিহ্নিত করেছেন জেমস গ্র্যান্ট (New and illustrious era of finance)


4. মুর্শিদকুলি খাঁর সময়ে আবওয়াবের হার ছিল নির্ধারিত রাজস্বের




... Answer is B)
মুর্শিদকুলি খাঁর সময়ে আবওয়াবের হার ছিল নির্ধারিত রাজস্বের ৩৩%


5. মুর্শিদকুলি সমগ্র বাংলাকে কতগুলো চাকলায় ও পরগনায় বিভক্ত করেন?




... Answer is C)
মুর্শিদকুলি সমগ্র বাংলাকে কতগুলো চাকলায় ও পরগনায় বিভক্ত করেন ‘’১৩ টি ও ১৬৬০ টি’’




6. নিম্নলিখিত বাংলার কোন শাসকের পশুপ্রেম ছিল সুবিদিত? ?




... Answer is B)
নিম্নলিখিত বাংলার কোন শাসকের পশুপ্রেম ছিল সুবিদিত ‘’ আলীবর্দী খাঁ‘’


7. সুজাউদ্দিন খাঁ ছিলেন মুর্শিদকুলি খানের




... Answer is A)
সুজাউদ্দিন খাঁ ছিলেন মুর্শিদকুলি খানের ‘’জামাতা’’


8. বিহার কত খ্রিস্টাব্দে বাংলা সুবার অন্তর্ভুক্ত হয়?




... Answer is A)
বিহার কত খ্রিস্টাব্দে বাংলা সুবার অন্তর্ভুক্ত হয় ‘’১৭৩৩ সালে’’


9. আলীবর্দী খাঁ সারফরাজ কে পরাজিত ও নিহত করে বাংলার মসনদ দখল করেন কোন যুদ্ধে?




... Answer is A)
আলীবর্দী খাঁ সারফরাজ কে পরাজিত ও নিহত করে বাংলার মসনদ দখল করেন কোন যুদ্ধে ‘’ র্গিরিয়ার যুদ্ধে ‘’


10. আলীবর্দী বাংলার মসনদ দখল করেন কত খ্রিস্টাব্দে?




... Answer is C)
আলীবর্দী বাংলার মসনদ দখল করেন কত খ্রিস্টাব্দে ১৭৪০ খ্রিস্টাব্দে




11. আলীবর্দী খাঁর আসল নাম কি ছিল?



... Answer is A)
আলীবর্দী খাঁর আসল নাম কি ছিল ‘’মির্জা মহম্মদ’’


12. আলীবর্দী কোন মারাঠা সেনাপতি কে হত্যা করেন ?




... Answer is A)
আলীবর্দী কোন মারাঠা সেনাপতি কে হত্যা করেন ‘’ভাস্কর’’


13. মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থায় ফৌজদারি মামলার ক্ষেত্রে আইন প্রণয়ন করতেন ?




... Answer is A)
মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থায় ফৌজদারি মামলার ক্ষেত্রে আইন প্রণয়ন করতেন ‘’মুফতিরা‘’


14. মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থায় মৃত্যুদন্ড দেবার ক্ষমতা একমাত্র ছিল?




... Answer is D)
মুর্শিদকুলি খাঁর শাসন ব্যবস্থায় মৃত্যুদন্ড দেবার ক্ষমতা একমাত্র ছিল ‘’নাজিমের‘’


15. নবাব আলীবর্দী কে আলীবর্দীউপাধিতে কে ভূষিত করেন?




... Answer is A)
নবাব আলীবর্দী কে আলীবর্দীউপাধিতে কে ভূষিত করেন ‘’সুজাউদ্দিন‘’




16. আলীবর্দী উড়িষ্যার নায়েব নাজিম পদে কাকে বসিয়ে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন?




... Answer is C)
আলীবর্দী উড়িষ্যার নায়েব নাজিম পদে কাকে বসিয়ে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন ‘’সৌকত জঙ্গ কে’’


17. আলীবর্দী কোন মারাঠা সম্রাট কে নিয়মিত চৌথ দেওয়ার অঙ্গীকার করেন?




... Answer is C)
আলীবর্দী কোন মারাঠা সম্রাট কে নিয়মিত চৌথ দেওয়ার অঙ্গীকার করেন ‘’ রাজশাহু কে ‘’


18. মীর্জা মহম্মদ কে আলীবর্দী উপাধিতে ভূষিত করা হয় খ্রিষ্টাব্দ ?




... Answer is A)
মীর্জা মহম্মদ কে আলীবর্দী উপাধিতে ভূষিত করা হয় খ্রিষ্টাব্দ ‘’১৭২৮ খ্রিষ্টাব্দ’’


19. আলীবর্দী কে বাংলা থেকে ইংরেজদের বিতরনের পরামর্শ দেন?




... Answer is C)
আলীবর্দী কে বাংলা থেকে ইংরেজদের বিতরনের পরামর্শ দেন ‘’ ক ও খ উভয়ই সঠিক ‘’


20. ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁ কে বাংলার দেওয়ান নিযুক্ত করেন কত সালে?




... Answer is D)
ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁ কে বাংলার দেওয়ান নিযুক্ত করেন কত সালে ‘’ ১৭০০ খ্রিস্টাব্দে’’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top