মহা আতঙ্ক’ কী?
উত্তর: বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলে ব্যাপক কৃষক বিদ্রোহ শুরু হয়। তারা সামন্তভু ও জমিদারদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়। সেসময় গুজব রটে যায় যে, কৃষকদের শায়েস্তা করার জন্য সামন্ত প্রভু ও জমিদারদের ভাড়াটে গুন্ডা এগিয়ে আসছে। লেফেভরের এর মতে, এই গুজব কৃষকদের আতঙ্কিত করে তোলে। একেই ‘মহা আতঙ্ক’ বা ‘মহাভয় (Great Fear) বলা হয়।
মহা আতঙ্ক’ |
****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ***** |