আর্যদের পরিচয় । The Aryans

আর্যদের পরিচয় । The Aryans

আর্যদের পরিচয় । The Aryans


ঋ-ধাতুর অর্থ গমন করা, ঋ-ধাতুর সঙ্গে ণৎ প্রত্যয় যুক্ত হয়ে আর্য পদটি গঠিত হয়েছে।


■ আর্য সমস্যা: আর্য একটি ভাষা না জাতি- তা নিয়ে ইতিহাসে যে জটিলতার সৃষ্টি হয়েছে তাকে 'আর্য' সমস্যা বলা হয়। "আর্য” শব্দটি-এর মূল অর্থ হল 'চাষ করা' (to cultivate)। ১৫০০ খ্রি. পূর্বাব্দের নিকটবর্তী সময়ে ইরান এবং পাঞ্জাব ও উত্তর ভারতে যে পরাক্রান্ত সুসংহত জনগোষ্ঠী নিজেদের আধিপত্য স্থাপন করেছিল তাদের বলা হয় আর্য। এশিয়া ও ইউরোপেই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল।


■ 'আর্য' শব্দটি প্রথম পাওয়া যায় ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে ও ইরানের প্রাচীন আবেস্তা গ্রন্থে এবং প্রাচীন পারসিক গিরিলেখতে। 


জাতিগত অর্থে

  • আর্য শব্দটি ব্যুৎপত্তিগত অর্থে সজ্জন, শ্রেষ্ঠ, গুণবান, পূজ্য, অভিজাত, মহান, মান্য, সম্ভ্রান্ত, সুসভ্য ইত্যাদিকে বোঝায়।


  • খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ 'সৎবংশজাত' বা 'অভিজাত মানুষ’


  • ঋগ্বেদের অভিধান রচয়িতা যাস্ক বলেছেন যে, আর্য শব্দের অর্থ হল আর্যের (প্রভু বা ঈশ্বর) পুত্র।


  • প্রাচীন পারসিকরাও 'আর্য' কথাটিকে জাতিবাচক অর্থে ব্যবহার করেছেন। পারসিক সম্রাট প্রথম দরায়ুস তাঁর একটি শিলালিপিতে নিজেকে 'আর্য বংশোদ্ভূত প্রধান আর্য' (৪৮৬ খ্রি. পূ.) বলে দাবি করেছেন।


  • আর্য শব্দটিকে জাতিবাচক অর্থে প্রয়োগ করে হিটলার ও তাঁর নাৎসিদল নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url