Madhyamik Routine 2022 PDF | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 | মাধ্যমিক পরীক্ষার তারিখ সময়সূচী 2022

dream
0

Madhyamik Routine 2022 PDF | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2022 | মাধ্যমিক পরীক্ষার তারিখ সময়সূচী 2022


Madhyamik Routine 2022 PDF



Madhyamik Routine 2022 PDF

প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা 

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Madhyamik Routine 2022 PDF 2022 || তোমাদের ২০২২ সালের 7ই মার্চ মাস থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তা চলবে ১৬ই মার্চ পর্যন্ত || পশ্চিমবঙ্গ শিক্ষাপর্যদের অফিশিয়াল নোটিস অনুযায়ী Madhyamik Routine 2022 PDF || মাধ্যমিক পরীক্ষার রুটিন এর তালিকা নিচে দেওয়া হয়েছে ||তো বন্ধুরা তোমরা নীচে দেওয়া মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখে নাও এবং এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিজ মোবাইল কিংবা কম্পিউটারে সেভ করে রাখত পারো।

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে এবং এটাও বলা হয়েছে অফলাইনে ও নিদিষ্ট সূচী মেনেই পরীক্ষা হবে।

Madhyamik Routine 2022 পরিক্ষার সময়


এই মাসে 7 তারিখ থেকে 2022 সালের যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তা টানা আট দিনচলবে পরীক্ষা শেষ হবে 16ই মার্চ। মাধ্যমিকের এই পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত অর্থাৎ পরীক্ষার সময়সীমা- হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হলে শিক্ষার্থীদের প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে অর্থাৎ  প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে যেটা প্রতিবারেই দেওয়া হয়। 

 

শিক্ষা পরিষদের অফিশিয়াল নোটিশ অনুযায়ী মাধ্যমিক রুটিন 2022

Exam Date 

Subject

7/03/2022 সোমবার

প্রথম ভাষা বাংলা

8/03/2022 মঙ্গলবার

দ্বিতীয় ভাষা ইংরেজী

9/03/2022 বুধবার

ভূগোল

11/03/2022 শুক্রবার

ইতিহাস

12/03/2022 শনিবার

জীবন বিজ্ঞান

14/03/2022 সোমবার

অংক

15/03/2022 মঙ্গলবার

ভৌত বিজ্ঞান

16/03/2022 বুধবার

ঐচ্ছিক



মাধ্যমিক রুটিন 2022


যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার জন্য রুটিন খুঁজে চলেছ তাদের আর রুটিন খোঁজার প্রয়োজন নেই। তোমরা এখানেই অফিশিয়াল যে রুটিন সেটি এখান থেকে পেয়ে যাবে। 


2022 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

এই আর্টিকেলটি পশ্চিমবঙ্গের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কিত।প্রিয় বন্ধুরা রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করছি তোমাদের এই তথ্যটি খুবই কাজে আসবে।  মাধ্যমিক পরীক্ষার রুটিন (West Bengal Madhyamik Routine 2022) এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া তথ্যগুলি পড়তে থাকুন।

2022 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?

লাস্ট আপডেট – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা 7ই মার্চ থেকে 16ই মার্চ 2022 পর্যন্ত অনুষ্ঠিত হতে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) চলতি শিক্ষাবর্ষের ১লা November মাধ্যমিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। শিক্ষা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার সময়সূচী অনুযায়ী 2022 বোর্ড পরীক্ষা প্রত্যাশিত মার্চ মাস থেকে শুরু হবে। যেহেতু আমরা জানি যে শিক্ষার্থীদের তাদের পরীক্ষার সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে তাই এখন থেকেই সকলেরই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত।

পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ (WBBSE) ২০২২ জন্য মাধ্যমিক সময়সূচী প্রকাশ করে দিয়েছে। 2022 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিকের শিক্ষার্থীরা কিংবা বলতে পারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে পশ্চিমবঙ্গ মাধ্যমিক রুটিন চেক করতে পারবে। এছাড়াও, West Bengal Board পশ্চিমবঙ্গ রাজ্যের সংবাদপত্র থেকে West Bengal Board Of Secondary Education এর পরীক্ষার রুটিন 2022 প্রকাশ করা হয়েছে।

যেহেতু করণা মহামারীর জন্য আগের বছরগুলোতে পরীক্ষা হয়নি। তাই এ বছর সকলের আসা পরীক্ষা খুবই ভালভাবে এবং সুষ্ঠভাবে সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও। 

তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে পরিষ্কার পরিছন্নতা ও অন্যান্য বিভিন্ন দিকের খেয়াল রাবে যেমনঃ- সঠিক সময়ে পরীক্ষার সেন্টারে পৌঁছানো, মাথা শান্ত রাখা, পরীক্ষার খাতায় ভালো করে মার্জিন দেওয়া, উত্তরগুলো যথাযথভাবে লেখা প্রয়োজনের বেশি লেখা নয়। হাতের হাতের লেখা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নার্ভাস হওয়া চলবে না। 

পরীক্ষার সময় একটু আগে শেষ করা যাতে তোমরা সেগুলো উত্তরগুলো যাচাই করতে পারো নাম্বারিং ঠিকঠাক আছে কিনা তা দেখতে পারো, একবার আরো পরে নেওয়া যাতে বানান গুলো ঠিক আছে কিনা সেগুলো যাচাই করা।প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা তোমাদের এগুলো অনেকটাই বেশি নম্বর অর্থাৎ অধিক নম্বর পেতে সাহায্য করবে।

তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা তোমরা 7 তারিখে ভালোভাবে পরীক্ষা দাও। নিচে তোমাদের  মাধ্যমিকের 2022 সালের পর্ষদ যে রুটিনটি দিয়েছে তাব পিডিএফ আকারে ডাউনলোড করে নাও।

 

  • Official site Link..... WBBSE

  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here

File Details

 

File Name/Book Name

Madhyamik Routine 2022 PDF 

File Format

PDF

File Language

Bengali

File Size

90 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

                                     


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top