এমস টেলিগ্রাম কি?|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল?|এমস টেলিগ্রাম এর ফলাফল আলোচনা করো|এমস টেলিগ্রাম এর পটভূমি আলোচনা করো
এমস টেলিগ্রাম কি?|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল? |
প্রিয় বন্ধুরা আজকে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করব এমস টেলিগ্রাম কি?|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল?|এমস টেলিগ্রাম এর ফলাফল আলোচনা করো|তোমরা যারা নবম শ্রেণীর ছাত্র ছাত্রী নবম শ্রেনী তৃতীয় অধ্যায়|ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত|নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এমস টেলিগ্রাম এর বিবরণ দাও|জার্মানির ঐক্য আন্দোলনে এমস টেলিগ্রাম কিভাবে সাহায্য করেছিল|Nine History Examination|এমস টেলিগ্রাম এর ফলাফল|নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এমস টেলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা|এছাড়াও তোমরা ইতিহাস মক টেস্ট পেয়ে যাবে|History Mock Test |Class 9 History Question and Answer|এমস টেলিগ্রাম কী?
ওয়েবসাইটের মাধ্যমে নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা নবম শ্রেনী তৃতীয় অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেনী তৃতীয় অধ্যায় থেকে টীকা লেখাে: এমস টেলিগ্রাম সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
এমস টেলিগ্রাম কি?|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল?|এমস টেলিগ্রাম এর ফলাফল আলোচনা করো|এমস টেলিগ্রাম এর পটভূমি আলোচনা করো
এমস টেলিগ্রাম বলতে কী বোঝো?|এমস টেলিগ্রাম কাকে বলে|Ems Telegram
এমস টেলিগ্রামের পটভূমি কী ছিল ?|এমস টেলিগ্রামের ফল কী হয়েছিল?
এমস টেলিগ্রামের পটভূমি:- একটি বহির্দেশীয় ঘটনাকে কেন্দ্র করে এমস টেলিগ্রামের পটভূমি রচিত হয়েছিল। ঘটনাটি হল স্পেনের সিংহাসন নিয়ে বিরোধঃ- স্পেনের রানি ইসাবেলা (Isabella)-র বিরুদ্ধে স্পেনে বিদ্রোহ শুরু হয় এবং রানি সিংহাসনচ্যুত হন (1868 খ্রি.)। এই সময় স্পেনীয়রা প্রাশিয়ার হোহেনজোলার্ন (Hohenzollern) রাজবংশের প্রিন্স লিওপোল্ড(Leopold)-কে স্পেনের রাজা হওয়ার জন্য অনুরোধ করে। লিওপোল্ড ছিলেন প্রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনির পুত্র।
ফ্রান্সের বিরোধিতাঃ- স্পেনের সিংহাসনে লিওপোল্ডের মনোনয়নে ফ্রান্স বিরোধিতা করে। কারণ ফ্রান্সের পূর্বদিকে জার্মানি এবং পশ্চিমদিকে স্পেনে জার্মান হোহেনজোলার্ন বংশের রাজা লিওপোল্ড সিংহাসনে বসলে ফ্রান্সের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। ফলে ফ্রান্সের বিরোধিতায় লিওপোল্ড স্পেনের এই প্রস্তাবে রাজি হননি।
প্রাশিয়ার প্রতিশ্রুতি লাভের জন্য ফ্রান্সের চেষ্টাঃ ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন এতেও সন্তুষ্ট হননি। তিনি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়মের কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে, জার্মান হোহেনজোলার্ন বংশের কেউ কখনও স্পেনের সিংহাসনে বসবে না।
এমস-এ আলোচনাঃ ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের নির্দেশ অনুসারে ফরাসি দূত কাউন্ট বেনেদিতি (Count Benedetti) প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়মের প্রতিশ্রুতি আদায় করতে চান। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ম তখন এমস (Ems) নামক স্থানে বিশ্রামরত ছিলেন। বেনেদিতি এমস-এ গিয়ে রাজার সঙ্গে দেখা করেন এবং এ বিষয়ে আলোচনা করেন। রাজা অত্যন্ত বিনীতভাবে তাঁকে জানিয়ে দেন যে, এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
এমস টেলিগ্রাম ও পরিবর্তিত বিষয় প্রকাশঃ প্রাশিয়ার রাজা আলোচনার বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানিয়ে দেন (13 জুলাই, 187 খ্রি.)। কূটনীতিবিদ বিসমার্ক টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে টেলিগ্রামটি এমনভাবে সাজান যাতে মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি দূত বেনেদিতিকে অপমান করেছেন। পরের দিন বিসমার্ক এটি নর্থ জার্মান গেজেট (North German Gazette) ও অন্যান্য সংবাদপত্রে প্রকাশ করে দেন (14 জুলাই, 1870 খ্রি.)।
এমস টেলিগ্রামের ফলাফল|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল?
প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণাঃ এই ঘটনার কথা জানতে পেরে ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ষণা করেন(15 জুলাই, 1870 খ্রি.)।
ফ্রান্স-প্রাশিয় যুদ্ধঃ অপ্রস্তুত ফ্রান্স হঠাৎ যুদ্ধ ঘোষণা করায় প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। ফ্রাঙ্কফোর্ট সন্ধি (10 মে, 1871 খ্রি.)-এর মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।
ঐক্যবদ্ধ জার্মানির আত্মপ্রকাশঃ জার্মান জাতি অধ্যুষিত আলসাস ও লোরেন জার্মানির সঙ্গে যুক্ত হয়। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ম জার্মানির সম্রাট বা কাইজার’(Kaisar) বলে ঘোষিত হন।
File Details
File Name/Book Name
এমস টেলিগ্রাম কি?|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল?|
File Format
PDF
File Language
Bengali
File Size
132 KB
File Location
GOOGLE DRIVE
Download Link
Join Telegram... Members
File Details |
|
File Name/Book Name | এমস টেলিগ্রাম কি?|এমস টেলিগ্রাম এর গুরুত্ব কী ছিল?| |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 132 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |