প্রথম রমজান 2022 তারিখ । রমজান 2022 কখন শুরু।শেষ হবে? রমজান 2022 কখন শুরু হয়েছিল?।2022 সালে রমজান।রমজান কত তারিখে শুরু হবে এবং শেষ হবে?

dream
0

প্রথম রমজান 2022 তারিখ । রমজান 2022 কখন শুরু।শেষ হবে? রমজান 2022 কখন শুরু হয়েছিল?।2022 সালে রমজান।রমজান কত তারিখে শুরু হবে এবং শেষ হবে?

প্রথম রমজান 2022 তারিখ কবে?


আসসালামু আলাইকুম প্রিয় পাঠক কেমন আছেন সবাই। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও আমাদের মাঝে আসছে পবিত্র রমজান 2022 দিন, মাস, বছর যেন দ্রুত চলে যায়। মনে হচ্ছে গত বছরের রমজান কয়েকদিন আগেই শেষ হয়েছে। যাইহোক বন্ধুরা আজকে এই পোষ্টের মাধ্যমে আমরা প্রথম রমজান 2022 তারিখ / রমজান 2022 কখন শুরু/শেষ হবে? কবে থেকে হবে তা নিয়ে আজকের পোস্টটিটে আলোচনা করব।


২০২২ সালে রমজান2022 Ramadan রোজা কত তারিখে শুরু হবে Ramadan start in 2022?

বিভিন্ন দেশে রমজান ২০২২ কবে থকে শুরু ? When will Ramadan 2022 start in different countries?



ভারতে রমজান 2022 Ramadan 2022 in India ভারতে রমজান কবে থেকে শুরু?

ভারতে রমজান শুরু হতে যাচ্ছে ২০২২ সালের ৩রা এপ্রিল থেকে ।

 

বাংলাদেশে রমজান 2022 Ramadan 2022 in Bangladsh বাংলাদেশে রমজান কবে থেকে শুরু?

বাংলাদেশে  রমজান শুরু হতে যাচ্ছে ২০২২ সালের ৩রা এপ্রিল থেকে 

 

পাকিস্তানে রমজান 2022 Ramadan 2022 in Pakistan। পাকিস্থানে রমজান কবে থেকে শুরু?

পাকিস্তানে  রমজান শুরু হতে যাচ্ছে ২০২২ সালের ৩রা এপ্রিল থেকে 

 

আরবে রমজান 2022 Ramadan 2022 in Arab। আরবে রমজান কবে থেকে শুরু?

সৌদি আরব  রমজান শুরু হতে যাচ্ছে ২০২২ সালের ২রা এপ্রিল থেকে 

 

 

বিভিন্ন দেশে রমজান ২০২২ কবে থকে শেষ ?When will Ramadan 2022 End in different countries?



ভারত,পাকিস্থান ও বাংলাদেশে রমজান 2022 শেষRamadan End in India,Pakistan And Bangladesh  in  2022। 



২০২২ সালের রমজান ভারত, পাকিস্থান ও বাংলাদেশে  শেষ হবে ৩রা মে ২০২২ তারিখে।

 

আরব ও অন্যান্য দেশে রমজান ২০২২ কবে থেকে শুরু Ramadan End Soudi Arabia  in  2022

 


সৌদি আরবে ২০২২ সালের রমজান  ২ মে শেষ হবে। 


মুসলিমরা রোজা বছরে আরবির কোন মাস থেকে রোজা পালন করে?


ইসলামী ক্যালান্ডারের (Islami Calendar) অনুযায়ী নবম মাস রমজান (Ramadan)। বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুগামীরা  এই রোজার মাসকে ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। আরবি শাওয়াল মাসে সমগ্র মুসলিম সমাজ চাঁদ  দেখার পরই রোজা শুরু করে এবং রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এরপর চাঁদ দেখে পালন করা হয় খুশীর ঈদ (Eid)। 

 

 

 

রমজান মাস কেন অত্যন্ত পবিত্র মনে করে মুসলিমরা? 

১)বিভিন্ন কারণে রমজান মাস প্রত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমটি বলা যেতে পারে যে এই মাসেই প্রথম পবিত্র ২)কুরআনের প্রথম আয়াতটি অবতীর্ণ হয়েছিল আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বে। 

৩)রোজা রাখাও ইসলামের পঞ্চম স্তম্ভ হিসাবে বিবেচিত হয়। 

৪)নামাজ দান ধ্যান করা অর্থাৎ সমস্ত রকম মানবিক কাজ এই মাসে করা হয়।

৫)মুসলিম সমাজ সমস্ত রকম পাপ কর্ম থেকে দূরে থাকে।

 

রোজা কিভাবে পালিত হয় ?

১)এই মাসে মুসলমানরা ফজর থেকে সেহরি' খেয়ে উপবাস শুরু করেন এবং সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ করেন। 

২) পাঁচ অক্ত নামাজ দোয়া দরুদ বেশি বেশি করে পাঠ করা হয় কারণ ইসলামিক মতে অন্যান্য মাসের তুলনায় এই  মাসের সাওয়াব বা নেকি  অনেক বেশি ।

৩) মুসলিম সমাজ সবসময় বেশি বেশি নেকি কামানোর নেশায় মেতে ওঠে।

 

রমজান শব্দের অর্থ কি ?

'রমজান' একটি আরবি শব্দ যার অর্থ হল বিরত থাকা।  এই সাওয়াল মাসে রোজার পালন করা হয়। রোজাকে আরবি ভাষায় 'সাওম' এর বহুবচন হলো 'সিয়াম'। 

 

রোজা কাদের জন্য নিষিদ্ধ 

১) ইসলাম ধর্মের প্রত্যেকটি ব্যক্তির কাছে রোজা ফরজ। তবে গর্ভবতী অপ্রাপ্ত বয়স্কশিশু  অসুস্থ ব্যক্তি যাদের রোজা রাখার অনুমতি নেই। 

২) মেয়েদের মাসিকচলা কালীন রোজা রাখতে নেই। 

 

ঈদুল ফিতর 2022 সময় তারিখ Eid-ul-Fitr 2022 Date

ঈদ- উল- ফিতরতের কোনও নির্দিষ্ট দিন নেই। রমজান শুরু হওয়ার 29 কিংবা 30 দিনের মাথায় নতুন চাঁদ দেখা দিলে সমগ্র মুসলিম সমাজে একটা আনন্দের ঢেউ বয়ে যায় কারণ পরের দিন সকালেই সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তে যায় এবং সবাই মিলে ঈদ- উল- ফিতরতের দুই রাকাত নামাজ আদায় করে ।

শাবান মাসের রোজা কয়টিঃ

শাবান মাসের রোজা হল ৩ টি। 

 

তো প্রিয় পাঠকেরা আজকে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হল। রমজান কি? 2022 সালের রমজান কবে শুরু হতে যাচ্ছে? রোজা কিভাবে পালন করে? কোন কোন দেশ 2022 সালে কত তারিখে তাদের রমজান শুরু করছে এবং শেষে তারা ঈদুল ফিতর কবে পালন করবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হলো। প্রিয় পাঠকেরা তোমাদের এই পোষ্টটি পড়ার জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top