[New 2022 January] Class 4 Model Activity Task All Subject II নতুন ২০২২ সালের চতুর্থ শ্রেনীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক

dream
0

[New 2022 January] Class 4 Model Activity Task All Subject II নতুন ২০২২ সালের চতুর্থ শ্রেনীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

[New 2022 January] Class 4 Model Activity Task All Subject


Bengali

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ কবি ‘দিলখােলা হয়েছেন যার উপদেশে— 

(ক) আকাশ

(খ) বায়ু 

(গ) বাতাস

(ঘ) খােলা মাঠ 

১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে— 

(ক) সাগর

(খ) মাটি 

(গ) সূর্য

(ঘ) ঝরনা 

১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন — 

(ক) সহিষ্ণু হতে

(খ) কর্মী হতে 

(গ) কঠোর হতে

(ঘ) উদার হতে 

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ ‘আমায় দিল ভিক্ষা। – কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? 

উ:- কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন-জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন।

২.২ ‘মৌন’ শব্দের অর্থ কী? 

উ:- মৌন শব্দের অর্থ হলাে চুপ করে থাকা।

২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?

উ:- কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন।

৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন? 

উ:- ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষালাভ করে চলেছেন। তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন। বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময়েই চলে, তেমনি কবিও নিরলস কর্মী হতে চান।

৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? 

উ:- সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতাে আমাদের হৃদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তােলা প্রয়ােজন। অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয় l

৩.৩ ‘সন্দেহ নাই মাত্র’। – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? 

উ:- ‘সবার আমি ছাত্র’ কবিতার কবি সুনির্মল বসু হলেন প্রকৃতির ছাত্র। বিরাট খাতা স্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখছেন সেই বিষয়ে কোনাে সন্দেহ নেই।

৪.নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

বিশ্বজোড়া পাঠশালা মাের, / সবার আমি ছাত্র’ 

সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলােচনা করাে।

উ:- পাঠশালা হলাে শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এ সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, খােলা মাঠের কাছে শিক্ষা পাই দিল-খােলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।


English

Activity – 1

Write the past forms of the following verbs :

a) act : 

Ans: act : acted

b) like : 

Ans: like : liked

c) lift : 

Ans: lift : lifted


Activity – 2

Fill in the by choosing the correct words given in brackets :

a) Students can ________see_________ (sees/see) the blackboard. 

b) He _______ likes____________ (like/likes) to sing. 


Activity – 3

Write the sounds made by the following animals :

a) lions : 

Ans: lions : roar

b) sheep : 

Ans: sheep : bleat


Activity – 4

Write four sentences about a Tiger :

Ans: Tiger has a long and strong body. Tiger is the national animal of India. The tiger has four legs. Tigers are easily recognizable with their dark vertical stripes.


Science

১. শূন্যস্থান পূরণ করাে :

১.১ সাপ _____ব্যাঙ বা ইঁদুর_______ খায়। 

১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে ____গিরগিটি________

১.৩ মাছের সারা গায়ে _____আঁশ_______ থাকে।

২. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও :

২.১ পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়। 

উ:- পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়।

২.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব।

উ:- ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব। X

২.৩ শামুকের শরীর নরম। 

উ:- শামুকের শরীর নরম।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখাে। 

উ:- পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলাে রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ।

৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখাে।

উ:- 

মিল

অমিল

প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে এবং উড়তে পারে।

প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির নেই।


৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখাে। 

উ:- মাছের দুটি বৈশিষ্ট্য: 

(i) সাধারণত মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে। 

(ii) জলে সাঁতার কাটার জন্য মাছের দেহে নানা রকমের পাখনা থাকে।


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : 

৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উ:- জীবের তিনটি বৈশিষ্ট্য: 

(i) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে। 

(ii) জীব উত্তেজনায় সাড়া দেয়, নড়াচড়া করে ও স্থান পরিবর্তন করতে পারে।

(iii) জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে।


Health and physical education

১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে :

উ:- 

(ক) অসুখ বড়াে বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই।


(খ) আমাশয় বা পেটের রােগে, ছেলেমেয়ে বড়ােই ভােগে।


(গ) ঈষৎ আলােয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই।


(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে, পাতে কি নুন খাওয়া চলে?


(ঙ) ঋতু-বদল খেয়াল রেখাে, সাবধানেতে তখন থেকে।


(চ) ও.আর.এস জিনিসটা কী, নতুন করে বলব তাকি?


(ছ) ঔষধ যদি খেতেই চাও, ডাক্তারকে আগে দেখাও।


(জ) ঘুমােতে ভাই যখনই যাও, মশারিটা টাঙিয়ে নাও।


(ঝ) রঙ দেওয়া সব খাবার কিনে, মরতে কি চাও দিনে দিনে?


(ঞ) চোখের রােগের ধরন নানা, ছানি পড়া বা রাতকানা l


(ট) ছাতু ছােলা যত খাবে, প্রােটিনও তাে ততই পাবে।


(ঠ) জিভে যখন ময়লা জমে, হজমশক্তি তখন কমে।


(ড) ঝরনার জল কাজে লাগে, শরীর স্বাস্থ্য ভালাে রাখে।


(ঢ) টাটকা খাবার খেয়ে তােনাও, সুস্থ যদি থাকতেই চাও।


(ণ) ডায়ারিয়ায় জলাভাব হয়, ও.আর.এস-এই সারে নিশ্চয়।

শব্দঝুড়ি : এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও.আর.এস, ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রােটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top