Class 7 Model Activity Task
Class 7 Model Activity Task Health & Physical Education (February)2022
মডেল অ্যাক্টিভিটি
টাস্ক
সপ্তম শ্রেণি
স্বাস্থ্য ও
শারীরশিক্ষা
পূর্ণমান : ২০
১।
সঠিক
উত্তরটি
বেছে
নিয়ে
চিহ্ন
দাও
: ১
X ৪
= ৪
(ক) খেলা
(Play) কী ?
(i) আইনের অনুশাসন
(ii) সহজাত প্রবৃত্তি
(iii) পেশাদারিত্ব
(iv) সবকয়টি
উঃ-
Coming Soon
(খ) গ্রিক কোন শব্দ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে?
(i) অ্যাথলস
(ii) জিমনা
(iii) জিমনস
(iv) জিমনাস
উঃ-
Coming Soon
(গ) কখন
উত্মীকরণ
করা
উচিত?
(i) খেলার সময়
(ii) খেলা শেষ হবার পরে।
(iii) খেলা শুরুর আগে
(iv) খেলা শুরুর আগে ও পরে
উঃ-
Coming Soon
(ঘ) ড্রিল
কী?
(i) ছন্দময় ব্যায়াম
(ii) শৃঙ্খলাবদ্ধ ব্যায়াম
(iii) সৌন্দর্যমূলক ব্যায়াম
(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি
উঃ-
Coming Soon
(২) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতাবিধান করাে : ১ X ৬ = ৬
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
(ক)অ্যাথলেটিকস
|
(i) তিন
প্রকার |
(খ)
শরীরচর্চা |
(ii) ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয় |
(গ)
বিনােদন |
(iii) ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। |
(ঘ) ইন্ডিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন |
(iv) ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। |
(ঙ)ইস্টবেঙ্গল ক্লাব |
(v) শারীরিক সংস্কৃতি |
(চ)
মােহনবাগান ক্লাব
প্রথম IFA শিল্ড চ্যাম্পিয়ান |
(vi) ১৯১১ সালে। হয়েছিল। |
|
(vii) অ্যাথলস |
উঃ-
Coming Soon
(৩) শব্দ
ঝুড়ি
থেকে
সঠিক
উত্তরটি
বেছে
শূন্যস্থানটি
পূরণ
করাে
:
(ক) একটি দেশ কেবল কাগজের _________নয়, তার অবস্থান মানুষের হৃদয়ে।
উঃ-
Coming Soon
(খ) জাতির জাগরণের এবং উন্নয়নের জন্য_________অত্যন্ত প্রয়ােজনীয় বিষয়।
উঃ-
Coming Soon
(গ) _____________একটি খেলার উদাহরণ।
উঃ-
Coming Soon
(ঘ) ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই____________বলা হয়।
উঃ-
Coming Soon
(ঙ) একতা ও অনুশাসন_____________-র মূলমন্ত্র।
উঃ-
Coming Soon
(চ) ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রঙ হলাে____________
উঃ-
Coming Soon
শব্দ
ঝুড়ি
: লাল-হলুদ,
এম.সি.সি.,
মানচিত্র,
জাতীয়
সংহতি,
ফুটবল,
অ্যাথলেটিক্স,
কানামাছি।
(৪) রচনাধর্ম
প্রশ্নের
উত্তর
দাও
:
(ক) জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকা বর্ণনা করাে।
উঃ-
Coming Soon