Class 7 Model Activity Task Geography (February)2022

dream
0

 

Class 7 Model Activity Task Geography (February)2022

Class 7 Model Activity Task


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

পরিবেশ ও ভূগােল

পূর্ণমান : ২০

 ১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১ X ৩ = ৩

১.১ নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত

(ক) উত্তর গােলার্ধে

(খ) দক্ষিণ গােলার্ধে।

(গ) পূর্ব গােলার্ধে

(ঘ) পশ্চিম গােলার্ধে

উঃ- উত্তর গােলার্ধে

১.২ ভূ-গােলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলাে –

(ক) ০°

(খ) ৯০°

(গ) ৬০°

(ঘ) ৩০

উঃ- ৯০°

১.৩ ভূ-গােলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা।

(ক) উপবৃত্ত

(খ) পূর্ণবৃত্ত

(গ) অর্ধবৃত্ত

(ঘ) সরলরৈখিক

উঃ- অর্ধবৃত্ত

২.১ শূন্যস্থান পূরণ করাে :                ১ X ২ = ২

২.১.১  ১° দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে ___4____ মিনিট।

২.১.২ দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব___নিরক্ষরেখার_____উপর সবচেয়ে বেশি।

Model Activity Task Class 7 Geography (February)2022



২.২ ‘ক’  স্তম্ভের সঙ্গে ‘খ’  স্তম্ভ মেলাও :           ১ X ৩ = ৩

‘ক’  স্তম্ভ

‘খ’  স্তম্ভ

23° 30’ উ:

3. কর্কটক্রান্তি রেখা

1. মূলমধ্যরেখা 

82° 30’ পূ:

2. ভারতের প্রমাণ সময়

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ X ২ = ৪

৩.১ অক্ষরেখা কাকে বলে?

উঃ- নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্বদিক থেকে পশ্চিমদিক থেকে 10 পরপর যে 90 টি পরস্পর সমান্তরাল যে সমস্ত রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলা হয়।

৩.২ GPS-এর দুটি উপযােগিতা উল্লেখ করাে।

উঃ- GPS বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন

i) অবস্থান নির্ণয়-GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁত ভাবে জানা যায়।

ii) দিক নির্ণয়-GPS এর সাহায্যে জাহাজ,স্টিমার ও নৌকা নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে।

iii) ট্রেনের গতিবেগ নির্ণয়-যেকোনো স্থান থেকে ট্রেনের গতিবিধি সম্পর্কে জানার জন্য GPS ব্যবহার করা হয়।

iv) মানচিত্র তৈরি-বিভিন্ন দেশের সীমানাচিহ্নিত করনে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে GPS ব্যবহার করা হয়।

Class 7 Geography Model Activity Task (February)2022

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখাে।

উঃ-

অক্ষরেখা 

দ্রাঘিমারেখা

১. আখি অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে। 

১.একই দ্রাঘিমাংশ বিশিষ্ট রেখাকে দ্রাঘিমা রেখা বলি। 

২. অক্ষরেখা গুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত।

২. দ্রাঘিমারেখাগুলো পৃথিবীর উত্তর-দক্ষিণে বিস্তৃত।

৩. অক্ষরেখাগুলো নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থিত থাকে।

৩.দ্রাঘিমা রেখা গুলো পরস্পরের মধ্যে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে না কারণ প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে।

৪. অক্ষরেখা গুলো পূর্ণবৃত্ত 

৪. দ্রাঘিমারেখাগুলো অর্ধবৃত্ত 

৫. উত্তর বা দক্ষিণ গোলার্ধের প্রত্যেকটি অক্ষরেখার দৈর্ঘ্য পার্থক্য লক্ষ্য করা যায়। নিরক্ষরেখা হল দীর্ঘতম অক্ষরেখা এই রেখা থেকে উত্তরে বা দক্ষিনে মেরুদ্বয়ের

দিকে অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য কিন্তু ক্রমশ কমতে থাকে।

৫. প্রতিটি দ্রাঘিমারেখারদৈর্ঘ্য সমান 

৬. একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলো পরস্পরে পূর্ব বা পশ্চিম দিকে বিস্তৃত।

৬. একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলো পরস্পরের উত্তর দক্ষিণে অবস্থিত থাকে।


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

চিত্রসহ কোনাে স্থানের দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি লেখ

উঃ- দ্রাঘিমা নির্ণয় : মূলমধ্যরেখা ( 0°) থেকে পূর্বদিকে 180° পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পূর্ব দ্রাঘিমা বলে। আর মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে  180° পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পশ্চিম দ্রাঘিমা বলে। পৃথিবী গোলাকার হওয়ায় 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমা রেখা হলে একই রেখা।

You May also Like These…..

Class- 6 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 6 History

 

Click Here to Download Class 7 Model Activity Task Geography (February)2022 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top