Class 5 Model Activity Task Bengali (February)2022

dream
0

Class 5 Model Activity Task Bengali (February) 2022

Class 5 Model Activity Task



মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

বাংলা

পূর্ণমান :১৫

 

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :                      ১x৩=৩ 

১.১ ‘বুনাে হাঁস’ গল্পের ঘটনাস্থল

(ক) চিন।

(খ) ভারতের লাডাক

(গ) সাইবেরিয়া

(ঘ) আলাস্কা

উঃ- ভারতের লাডাক

১.২ বাড়ির জন্য মন কেমন করত

(ক) বুনাে হাঁসদের

(খ) জোয়ানদের

(গ) ডাক কর্মীদের।

(ঘ) সাংবাদিকদের

উঃ- জোয়ানদের

১.৩ বুনাে হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না—

(ক) টিনের মাছ

(খ) মাংস

(গ) তরকারি

(ঘ) ফলের কুচি

উঃ- মাংস

 Model Activity Task Class 5 Bengali (February) 2022

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :                         ১x৩=৩

২.১ ‘এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখাে– কী দেখা যাবে?

উঃ- এখন আকাশের দিকে তাকালে দেখা যাবে যে দলে দলে বুনোহাঁস তীরের ফলার মতো কেবলই উত্তরদিকে উড়ে চলেছে।

২.২ বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কী করল?

উঃ- বরফ পড়তে শুরু করলে জওয়ানরা আহত বুনোহাঁসটিকে তাঁবুর মধ্যে নিয়ে এসেছিল।

২.৩ একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কী দেখল?

উঃ- একদিন দিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা দেখল বুনোহাঁস দুটি উড়ে চলে গেছে।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬

৩.১‘একদিন একটা বুনাে হাঁস দল ছেড়ে নীচে নেমে পড়ল। তারপর কী ঘটল ?

উঃ- বুনোহাঁসটি দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগল কিছুক্ষন পর আরও একটা বুনোহাঁস নিচে নেমে প্রথম বুনোহাঁসটির চারদিকে ঘুরপাক খেতে লাগল সৈনিকরা বরফ পড়া শুরু হয়ে যাওয়ার আগে প্রথম বুনোহাঁসটিকে তাঁবুর মধ্যে নিয়ে আসে দ্বিতীয় বুনোহাঁসটি প্রথমে তেড়ে এলো ও পরে তাদের সাথে তাঁবুর মধ্যে এসেছিল।

৩.২ ……জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়াল।'—তাদের আনন্দের কাজটি কী?

উঃ- জাওয়ান বা সৈনিকরা নিজেদের পরিবার আত্মীয় স্বজনদের ছেড়ে সীমান্ত রক্ষা করে। তাদের বাড়ির জন্য বিষণ্ণতা ও কষ্ট সাধ্য পরিবেশে কার্যের মধ্যে আহত বুনোহাঁস ও তার সঙ্গে নেমে আসা আরেকটি বুনোহাঁসের দেখাশোনা করা, তাদের খেতে দেওয়া জওয়ানদের আনন্দের কাজ হয়ে দাঁড়িয়েছিল।

৩.৩ একটি আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি ‘বুনাে হাঁস’ গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে?

উঃ- আহত বুনো হাঁসটিকে অন্যদের থেকে রক্ষা করতে তার দলের আরেকটি বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে এসেছিল দ্বিতীয় বুনোহাঁসটি কোন ব্যথা না পেলেও বন্ধুর জন্য সারাটা শীতকালে ও সৈনিকদের কাছে থেকে যায়। আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের বন্ধু প্রীতি সাহায্যকারী মনোভাব অসাধারণভাবে গল্প প্রকাশ পেয়েছে।

Class 5 Bengali Model Activity Task  (February) 2022

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।— শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল?

উঃ- লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটি ঘটনা স্থান হিসাবে লাদাখের পার্বত্য ভূমি কে পাঠকের সামনে হাজির করা হয়েছে। শীতকাল কেটে যাওয়া উষ্ণতা বৃদ্ধির ফলে নিচের পাহাড়ের বরফ গলে গিয়েছিল আবার প্রকৃতিকে সবুজ ঝোপঝাড় দেখা গেল। প্রচন্ড গরমের জন্য ন্যাড়া হয়ে যাওয়া গাছগুলিতে আবার পাতা ও ফুলের কুঁড়ি ধরলো। পাখিরা এবার দক্ষিণ থেকে উত্তরে দলবেঁধে ফিরে আসতে আরম্ভ করল। শীতের শেষে প্রকৃতিতে এই পরিবর্তনগুলো লক্ষ করা  গিয়েছিল

You May also Like These…..

Class- 6 All Subject Answers Links

বাংলা

ইংরেজী

গনিত

ইতিহাস

ভূগোল

 পরিবেশ ও বিজ্ঞান

-

-

স্বাস্থ্য ও শারীর শিক্ষা 

Click Here to Download Class 6 History


Click Here to Download Class 5 Model Activity Task Bengali February 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top