Part-
7 Sastho O Sorir Class 3 Model Activity Task
Part- 7 Sastho O Sorir Class 3 Model Activity Task
বিশ্বজয়ী কন্যাশ্রী এবং সু-অভ্যাস
১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে
শূন্যস্থানটি পূরণ করো।
(ক) এই সমাজেতে মেয়েদেরও আছে স্থান,
কত দিন তারা সইবে গো _____অপমান________?
কত দিন তারা শুধু হবে ________লাঞ্ছিত________?
নিপীড়িত তারা শিক্ষায় বঞ্চিত।
(খ) ধীরে ধীরে এই সমাজ যে বদলায়,
মেয়ে আর নয় অভিশাপ, ___নয়________
দায়।
মেয়েদের নিয়ে সচেতন সব হোক,
এই নিয়ে বাড়ে সরকারি ____উদ্যোগ______।
(গ) __মেয়েদের__ প্রতি উপেক্ষা, অবহেলা,
শহর ও গ্রামে চিরদিনই এক খেলা।
নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার,
মেয়েদেরও আছে ___শিক্ষার_____
অধিকার।
(ঘ) লেখায় ___পড়ায়______
আর নয় কোনো ইতি,
সরকারে তাই কত যে আইন, নীতি।
দিকে দিকে আজ দেখি তাই বোধোদয়,
____কন্যাশ্রী______ যে করেছে বিশ্বজয়।
শব্দঝুড়িঃ মেয়েদের, শিক্ষার, অপমান, লাঞ্ছিত, নয়, উদ্যোগ, পড়ায়, কন্যাশ্রী
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন
কী কী সু-অভ্যাস পালন করবে?
উ:- শরীরটাকে সুস্থ রাখতে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর হাত-মুখ ধুয়ে ও দাঁত মেজে যোগাসন করব। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পড়ব, নিয়মিত স্নান করব, বিশুদ্ধ জল পান করব এবং পরিমাণ মতো খাবার, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাব।
(খ) কী করলে দেহ মন সতেজ থাকে?
উ:- নিয়মিত যোগাসন করলে দেহ মন সতেজ থাকে।
(গ) স্কুলের পরিচ্ছন্নতা কীভাবে বজায়
রাখবে?
উ:- স্কুলের শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার করতে হবে। যেখানে সেখানে থুথু বা ময়লা ফেলা যাবে না। ময়লা ফেলতে হলে ডাস্টবিনে ফেলতে হবে। এভাবেই স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে।
(ঘ) ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কী
করতে হবে?
উ:- ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন ঘরবাড়ি ঝাঁড় করতে হবে। নোংরা জিনিসগুলি একটি ডাস্টবিন বানিয়ে সেখানে ফেলতে হবে।
(ঙ) কখন কখন দাঁত মাজতে হবে?
উ:- সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে অবশ্যই দাঁত মাজতে হবে ।
৩৷ নীচের যোগাসনের
ভঙ্গিগুলি চিনে ছবির নীচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।
তুলাদন্ডাসন |
ব্রক্ষ্মাসন |