Part- 7 Poribesh Class 3 Model Activity Task

dream
0

Part- 7 Poribesh Class 3 Model Activity Task

Part- 7 Poribesh Class 3 Model Activity Task

১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো

উঃ-

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

মানচিত্র

চিহ্ন

বাড়ির ছাদ

খড়

নতুন জীবিকা

ক্যাটারিং- এর কাজ

 

কৃষিকাজ

 

২. একটি বাক্যে উত্তর দাওঃ

২.১) লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ লেখো।

উ:- লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ হল - পালকির বেহারা।

২.২) তোমার বাবার বোন তোমার কে হন?

উ:- আমার বাবার বোন আমার পিসিমা হয়।

২.৩) এমন একটি জিনিসের নাম লেখো যা তোমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই।

উ:- এমন একটি জিনিস যা আমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই তা হলো – ব্ল্যাকবোর্ড।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

৩.১) নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।

উ:- নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা হলো চাষের জন্য খুব সহজেই জল পাওয়া যায় এবং নদীর পাড়ে বাড়ি থাকার একটি অসুবিধা হলো - বন্যা হলে নদীর জলে ঘর-বাড়ি ডুবে যেতে পারে।

৩.২) গরমকালে ও শীতকালে তুমি কি ধরনের পোশাক ব্যবহার করো?

উ:- গরমকালে আমি হালকা সুতির পোশাক ব্যবহার করি এবং শীতকালে পশমের বা উলের মোটা পোশাক ব্যবহার করি।

৩.৩) বাড়ির ছাদ না থাকলে কী কী অসুবিধা হতে পারে?

উ:- বাড়ির ছাদ না থাকলে বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। যেমন - বর্ষাকালে বৃষ্টির জল বাড়ির মধ্যে ঢুকলে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে এবং গ্রীষ্মকালে দিনেরবেলায় সূর্যের তাপ ঘরে ঢুকে ঘর গরম করে দেবে আর শীতকালে ঠান্ডা বাতাস বাড়িতে প্রবেশ করলে অসুবিধা হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top