Part- 7 Poribesh Class 3 Model Activity Task
১.
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো
উঃ-
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
মানচিত্র |
চিহ্ন |
বাড়ির ছাদ |
খড় |
নতুন জীবিকা |
ক্যাটারিং- এর কাজ |
|
কৃষিকাজ |
২. একটি বাক্যে উত্তর দাওঃ
২.১) লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ
লেখো।
উ:- লুপ্তপ্রায় জীবিকার
একটি উদাহরণ হল - পালকির বেহারা।
২.২) তোমার বাবার বোন তোমার কে হন?
উ:- আমার বাবার বোন আমার
পিসিমা হয়।
২.৩) এমন একটি জিনিসের নাম লেখো যা তোমার
স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই।
উ:- এমন একটি জিনিস যা
আমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই তা হলো – ব্ল্যাকবোর্ড।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ
৩.১) নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা
ও একটি অসুবিধা লেখো।
উ:- নদীর পাড়ে বাড়ি
থাকার একটি সুবিধা হলো চাষের জন্য খুব সহজেই জল পাওয়া যায় এবং নদীর পাড়ে বাড়ি
থাকার একটি অসুবিধা হলো - বন্যা হলে নদীর জলে ঘর-বাড়ি ডুবে যেতে পারে।
৩.২) গরমকালে ও শীতকালে তুমি কি ধরনের
পোশাক ব্যবহার করো?
উ:- গরমকালে আমি হালকা
সুতির পোশাক ব্যবহার করি এবং শীতকালে পশমের বা উলের মোটা পোশাক ব্যবহার করি।
৩.৩) বাড়ির ছাদ না থাকলে কী কী অসুবিধা
হতে পারে?
উ:- বাড়ির ছাদ না থাকলে
বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। যেমন - বর্ষাকালে বৃষ্টির জল বাড়ির মধ্যে ঢুকলে
জিনিসপত্র নষ্ট হয়ে যাবে এবং গ্রীষ্মকালে দিনেরবেলায় সূর্যের তাপ ঘরে ঢুকে ঘর
গরম করে দেবে আর শীতকালে ঠান্ডা বাতাস বাড়িতে প্রবেশ করলে অসুবিধা হবে।