ষষ্ঠ শ্রেণী দশম অধ্যায় আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-4

dream
0

ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-4

  ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত


ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

ভারতের মাটি

 

দু-এককথায় উত্তর দাও :-

1. ভারতের নবীন পলিমাটি কী নামে পরিচিত ?

উত্তর: খাদার

 

2. ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত ?

উত্তর: ভাঙর।

 

3. কোন্ মাটি তুলো চাষের জন্য আদর্শ ?

উত্তর: কালো মাটি।

 

4. রূপান্তরিত শিলা চূর্ণবিচূর্ণ হয়ে কোন মাটি সৃষ্টি হয় ?

উত্তর: লাল মাটি।

 

5. লাল মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে বলে লাল রঙের হয় ?

উত্তর: লোহার।

 

6. লাল মাটিতে কী কী ফসল চাষ করা হয় ?

উত্তর: রাগি, বাদাম, তামাক, ধান, ছোলা।

 

7. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে কোন্ মাটি দেখা যায় ?

উত্তর: লাল মাটি।

 

. শুষ্ক আর্দ্র অঞ্চলে কোন্ মাটি দেখা যায় ?

উত্তর: ল্যাটেরাইট মাটি।

 

9. কীসের উপস্থিতির জন্য ল্যাটেরাইট মাটি ইটের মতো গাঢ় লাল রঙের দেখায় ?

উত্তর: লৌহ অক্সাইডের।

 

10. মালভূমি অঞ্চলে কোন্ মাটি লক্ষ করা যায় ?

উত্তর : ল্যাটেরাইট মাটি।

 

11. মরু অঞ্চলের মাটিতে কী জাতীয় শস্য চাষ করা হয় ?

উত্তর: মিলেট জাতীয় শস্য (জোয়ার, বাজরা, রাগি)

 

12. কোন্ মাটির দানা মোটা ছিদ্রযুক্ত হয় ?

উত্তর: মরু অঞ্চলের মাটির।

 

13. ভারতের কোথায় মরু অঞ্চলের মাটি লক্ষ করা যায় ?

উত্তর: রাজস্থানের মরু অঞ্চলে।

 

14. কীরকম জলবায়ুতে পার্বত্য অঞ্চলের মাটি সৃষ্টি হয় ?

উত্তর: আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে।

 

15. পার্বত্য অঞ্চলের মাটিতে কী কী চাষ ভালো হয় ?

উত্তর: চা, কফি বিভিন্ন ধরনের মশলা।

 

16. দাক্ষিণাত্যের কোথায় পার্বত্য অঞ্চলের মাটি দেখা যায় ?

উত্তর: নীলগিরি পার্বত্য অঞ্চলে।

 

17. কোন্ অঞ্চলের মাটির জলধারণ ক্ষমতা কম এবং অনুর্বর ?

উত্তর: মরু অঞলের মাটি।

 

18. ভারতের কোন্ রাজ্যে প্রচুর বৃষ্টি হয় ?

উত্তর: মেঘালয়ে।

 

19. মাটি ক্ষয়ের একটি কারণ লেখো।

উত্তর: গাছ কেটে ফেলার ফলে মাটির ক্ষয় দ্রুত হয়।

 

20. মাটি সংরক্ষণের একটি উপায় লেখো।

উত্তর: পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top