ষষ্ঠ শ্রেণী দশম অধ্যায় আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-4

dream
0

 ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-5

ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত 


ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

ভারতের স্বাভাবিক উদ্ভিদ

 

দু-এককথায় উত্তর দাও :-

1. পশ্চিমঘাট পর্বতে কোন্ অরণ্য দেখা যায়?

উত্তর: ক্রান্তীয় চিরসবুজ অরণ্য।

 

2. কাঁটা ঝোপ গুল্মজাতীয় উদ্ভিদ কোন্ জলবায়ু অঞ্চলের অন্তর্গত ?

উত্তর: চরমভাবাপন্ন।

 

3. পশ্চিমবঙ্গের কোথায় লবণাম্বু উদ্ভিদ দেখা যায় ?

উত্তর: সুন্দরবনে।

 

4. ভারতের কোন্ ধরনের অরণ্যের উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়?

উত্তর: ম্যানগ্রোভ।

 

5. দার্জিলিং জেলার মংপুতে কোন্ ভেষজ গাছ পাওয়া যায় ?

উত্তর: সিঙ্কোনা।

 

6. ভারত সরকারের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তর: দেরাদুনে।

 

7. ভারতে কোন ধরনের উদ্ভিদ সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ?

উত্তর: পাতাঝরা উদ্ভিদ।

 

. কোন্ ভেষজ উদ্ভিদ ত্বকের রোগ সারায় ?

উত্তর: কালমেঘ।

 

9. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কোনটি ?

উত্তর: বনসৃজন বা গাছ লাগানো।

 

10. ম্যানগ্রোভ বনভূমি কোথায় বেশি দেখতে পাওয়া যায় ?

উত্তর: বদ্বীপ অঞ্চলে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top