ষষ্ঠ শ্রেণী দশম অধ্যায় আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-3

dream
1

 ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-3

ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত 


ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

ভারতের জলবায়ু

 

দু-এককথায় উত্তর দাও :-

1. কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে কোন জলবায়ু দেখা যায় ?

উত্তর: ক্রান্তীয় জলবায়ু।

 

2. সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু কেমন হয় ?

উত্তর: সমভাবাপন্ন।

 

3. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি ?

উত্তর: মেঘালয়ের মৌসিনরাম।

 

4. ভারতকে কোন্ জলবায়ুর দেশ বলা হয় ?

উত্তর: ক্রান্তীয় মৌসুমি।

 

5. অত্যধিক শুষ্ক উয় বায়ু কী নামে পরিচিত ?

উত্তর: ‘লু’।

 

6. পশ্চিম ভারতের ধূলিঝড়কে কী বলে?

উত্তর: আঁধি।

 

7. বর্ষাকাল কোন্ মাস থেকে কোন্ মাস অবধি লক্ষ করা যায় ?

উত্তর: জুন মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি।

 

. ভারতের বৃষ্টিপাতের অসম বণ্টনের জন্য দায়ী কে ?

উত্তর: মৌসুমি বায়ু।

 

9. মেঘালয়ের মৌসিনরামে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ?

উত্তর: 11,872 মিমি।

 

10. পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞল লক্ষ করা যায় ?

উত্তর: পূর্বঢ়ালে।

 

11. ভারতে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু কোন্ দিক থেকে প্রবাহিত হয় ? 

উত্তর: উত্তর-পূর্ব দিক থেকে।

 

12. শরৎকালে কোন মৌসুমি বায়ু লক্ষ করা যায় ?

উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।

 

13. ভারতের কোন উপকূলে বছরে দু-বার বৃষ্টিপাত হয় ?

উত্তর: করমন্ডল উপকূলে

 

14. পশ্চিমি ঝঞ্চা কোন ঋতুতে দেখা যায় ?

উত্তর: শীত ঋতুতে

 

15. কোন ঋতুতে শিশির পড়তে দেখা যায় ?

উত্তর: শরৎ ঋতুতে

 

16. গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কত হয় ?

উত্তর: 40° সে।



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top