CLASS 5 MODEL ACTIVITY TASK SASTHO O SORIR NEW PART 6 SEPTEMBER -2021(NEW) //মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেনী SASTHOO SORIR / স্বাস্থ্য ও শরীর শিক্ষা নতুন জুলাই মাসের পার্ট -৬
CLASS 5 MODEL ACTIVITY TASK SASTHO O SORIR NEW PART 6 SEPTEMBER -2021(NEW) |
১. বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
ডায়ারিয়া
1. শরীরেতে যদি জলাভাব হয়, চোখ বসে যায় তার, পেটটা খারাপ, সাথে পায়খানা
যদি হয়
( 1 )একবার।
Ans. (২) বারবার
2. বুঝতেই হবে ডায়ারিয়া রোগ এবার ধরেছে তাকে,দেহকোশে কমে গেছে তাই ক্লান্ত হয়ে থাকে
১) মল
২) জল
ডায়ারিয়া
3.অভাব পূরণ করাই এ রোগের মূল কথা, তাই বলে জল উলটোপালটা খাবে না তো যথাতথা।
(১) জলের
(২) ভিটামিনের
ডায়ারিয়া
4. ORS গুলে বিশুদ্ধ জল করবেই ব্যবহার, পিপাসা পেলেই এক | করে জল খাওয়া দরকার।
(১) গ্লাস
(২) বোতল
ডায়ারিয়া
5. ডায়ারিয়া খাবার তৈরি যিনি করবেন যেন নেন হাত, পরিচ্ছন্নতা বড়ােই জরুরি কিবা দিন কিবা রাত।
(১) মুছে |
(২) ধুয়ে
ডায়ারিয়া
6.খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার, নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার।
(1) OSR
(২)
ORS
মাম্পস
7.এটি এক রোগ শিশুদের হয়ে থাকে, বডোদেরও ওই রোগ হতে পারে
হঠাৎ যে কোনো ফাকো !
(১) সংক্রামক
(২) অসংক্রামক
মাম্পস
8.শরীর গরম, কান মাথা ব্যথা। বমি বমি ভাব হয়,দিকটা ফুলে ফেঁপে ওঠে মাম্পস তা নিশ্চয়।
(১) মুখের।
(২) কাঁধের
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) ম্যাপস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো ।
উ:- ম্যাপস রোগের উপসর্গগুলি
হল:
(i)
মাম্পস হলে জ্বর দেখা যায়
(ii)
গলা ব্যাথায় খাওয়া দাওয়া করা দুর্বিসহ হয়ে যায়
(iii)
শরীর ক্লান্ত হয়ে যায় ও মাথা ধরে থাকে
(খ) টিকা লেখো: প্রতিষেধক টিকা
উ:- আমাদের শরীর যখন কোনো ভয়ানক ভাইরাস দ্বারা আক্রান্ত
হয় তখন টিকা প্রদান দ্বারা সেই নির্দষ্ট ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডির জোগান দেওয়া
হয়। এরফলে সেই ভাইরাস তার কার্যক্ষমতা হারায়। টিকা প্রদান দ্বারা ভাইরাস আক্রান্ত মানুষের
প্রাণ বাঁচে ও মহামারী রুখে দেয়া যায়। উদাহরণ: সাম্প্রতিক করোনা মহামারী রুখতে কোভাক্সিন
ও কোভিশিল্ড ব্যবহার করা হচ্ছে।
নিচে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলোর লিংক দেওয়া রয়েছে তোমরা গিয়ে লিখে নিতে পারো? (বিশেষ দ্রষ্টব্যঃ- ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের Part- 6 ও Part-7 এর লিংক দেওয়া আছে)
ALL CLASS ALL SUBJECT PART 7 MODEL ACTVITY TASK |
CLICK HERE TO GET ALL CLASS PART 7 |
পার্ট 7 সমস্ত ক্লাসের অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য এখানে |
ALL CLASS ALL SUBJECT PART 6 MODEL ACTVITY TASK |
CLICK HERE TO GET ALL CLASS PART 6 |
পার্ট 6 সমস্ত ক্লাসের অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য এখানে |