Class 6 Geography Chapter 10 Part-7 (1 Marks Questions And Answers)

dream
0

 

ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

ভারতের কৃষিকাজ

Class 6 Geography Chapter 10 Part-7



দু-এককথায় উত্তর দাও :-

1. ভারতের কৃষিতে জলসেচের মূলকারণটি কী ?

উত্তর: অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত।

 

2. কোন্ ফসলকে বীজতন্তু বলা হয় ?

উত্তর: কাপাসকে।

 

3. ভারতের দ্বিতীয় খাদ্য ফসল কোনটি ?

উত্তর: গম।

 

4. ভারতের কোন্ অঞ্চলে জুমচাষ দেখা যায় ?

উত্তর: উত্তর-পূর্বাঞ্চলে।

 

5. ভারতে সবুজ বিপ্লব কোন সময়ে হয়েছিল ?

উত্তর: ষাটের দশকের শেষে।

 

6. কোন্ রাজ্য পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ?

উত্তর: পশ্চিমবঙ্গ।

 

7. ভারতের শতকরা কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত আছে ?

উত্তর: 65 শতাংশ।

 

. কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ?

উত্তর: উত্তরপ্রদেশে।

 

9. দুটি পানীয় ফসলের নাম লেখো।

উত্তর: চা কফি।

 

10. মিলেট জাতীয় শস্য কোন্ ধরনের মাটিতে চাষ করা হয়?

উত্তর: বেলে মাটি বেলে-দোআঁশ মাটি।

 

11. জুমচাষ কী ?

উত্তর: ভারতের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী মানুষ বন কেটে পুড়িয়ে যে-চাষ করে, তাকে জুম চাষ বলে।

 

12. কোন্ মাটিতে ধান চাষ ভালো হয় ?

উত্তর: পলি মাটিতে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top