Class 6 Geography Chapter 10 Part-6 (1 Marks Questions And Answers)

dream
0

 

ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

অরণ্য বন্যপ্রাণ

Class 6 Geography Chapter 10 Part-6



 

দু-এককথায় উত্তর দাও :-

1. কানহা কী জন্য বিখ্যাত ?

উত্তর: ব্যাঘ্র প্রকল্পের জন্য।

 

2. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি ?

উত্তর: ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক।

 

3. আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাকে সংক্ষেপে কী বলা হয় ?

উত্তর: IUCN

 

4. ভারতে মোট -টি অভয়ারণ্য আছে ?

উত্তর: 421টি।

 

5. করবেট জাতীয় উদ্যানের পূর্বের নাম কী ?

উত্তর: হেইলি জাতীয় উদ্যান।

 

6. বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?

উত্তর: 1972 খ্রিস্টাব্দে।

 

7. ভারতের বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোনটি ?

উত্তর: গির অরণ্য।

 

. ভারতে মোট কটি জাতীয় উদ্যান আছে ?

উত্তর: 75টি।

 

9. কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর: অসমে।

 

10. কোর্ডামা একটি ধরনের অরণ্য ?

উত্তর: সংরক্ষিত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top